ক্যাটাগরি: আন্তর্জাতিক

দুবাইয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাড়ে ৩৩ কোটি ডলার বিনিয়োগ

সমাপ্ত তেইশের প্রথম ছয় মাসে দুবাইয়ে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। এ সময়ে অঞ্চলটিতে ৩৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে ভারতীয় ব্যবসায়ীরা। ভেস্তিয়ান নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সাম্প্রতিক ডাটা বিশ্লেষণ করে উঠে এসেছে এমন চিত্র।

সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতীয়দের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২০-২৩ সালের প্রথম ছয় মাসে এর পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ডলার। করবান্ধব নীতিসহ দুবাইয়ের কৌশলগত অবস্থান নতুন বাজারে ভারতীয় বিনিয়োগকারীদের এবং ব্যবসার মালিকদের জন্য মূল প্রণোদনা হিসেবে কাজ করছে।

ভেস্তিয়ান মূলত বাণিজ্যিক, আবাসিক, শিল্প, খুচরা ও আতিথেয়তা খাতের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান। ভারত, চীন, যুক্তরাজ্য, শ্রীলংকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের অফিস রয়েছে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগোয়।

ভেস্তিয়ান জানায়, ২০২০-২২ সাল পর্যন্ত দুবাইয়ে ভারতীয় বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২২ সালে এর পরিমাণ ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। ২০২৩ সালে প্রথম ছয় মাসেই বিনিয়োগ হয়েছে আগের বছরের মোট বিনিয়োগের ৬২ শতাংশ। গত বছর দুবাইয়ের আবাসিক বাজারে ভারতীয় বিনিয়োগকারীদের মোট ক্রয়ের পরিমাণ ছিল ৪০০ কোটি ডলার।

কোভিডকালীন শেষ হওয়ার পর ভারতীয় বিনিয়োগকারীরা ক্রমাগতভাবে দুবাইয়ে তাদের বিনিয়োগ বাড়িয়েছে। ২০২০ সাল থেকে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিনিয়োগের পরিমাণ ২০২০-২২ পর্যন্ত প্রায় দ্বিগুণ হয়েছে। এ ধরনের লেনদেন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং তা ডি৩৩-এ (দুবাই ইকোনমিক এজেন্ডা) বর্ণিত দুবাইয়ের অর্থনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আশা করা হচ্ছে।

অঞ্চলটিতে মোট ১২৩টি প্রকল্পে ভারতীয় বিনিয়োগ রয়েছে। এক্ষেত্রে দেশটি কানাডা ও লাটভিয়ার মতো দেশগুলোকেও ছাড়িয়ে গেছে।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার