ক্যাটাগরি: অর্থনীতি

৬ মাসে প্রবাসী আয় এক হাজার ৮০ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৮০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০৪৯ কোটি। সেই হিসাবে আলোচিত সময়ে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ৩১ কোটি ডলার।

সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সদ্য সমাপ্ত গত ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে ১৯৯ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে দৈনিক গড়ে এসেছে সাড়ে ৬ কোটি ডলার।

এর আগে নভেম্বরে রেমিট্যান্সের গতি কমে। ওই মাসে বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলে ১৯৩ কোটি ডলার বৈদেশিক মুদ্রা পাঠান প্রবাসী বাংলাদেশিরা। সেই হিসাবে আলোচিত মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ডলার।

সবমিলিয়ের মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় সোয়া ৩ শতাংশ। তবে ২০২২ সালের ডিসেম্বরের সঙ্গে তুলনা করলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৯ কোটি ডলার বা ১৭ শতাংশ। উল্লেখ্য, ওই বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭০ কোটি ডলারের কাছাকাছি।

২০২৩-২৪ অর্থবছরের অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৭৬ লাখ ডলার। এর আগে সেপ্টেম্বরে পৌঁছে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। আগস্টে প্রবাসীরা পাঠান ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের অর্থবছরে তা আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

শেয়ার করুন:-
শেয়ার