ক্যাটাগরি: পুঁজিবাজার

ছয় কোম্পানির ক্যাটাগরিতে অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্যাটাগরিতে অবনতি হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সালভো কেমিক্যাল, ভিএফএস থ্রেড ডাইং, ফরচুন সুজ, এস.এস. স্টিল, কুইন সাউথ এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

সালভো কেমিক্যাল: গত ৩০ জুন, সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ভিএফএস থ্রেড ডাইং: সমাপ্ত ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ফরচুন সুজ: গত ৩০ জুন, সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

এস এস স্টিল: সমাপ্ত ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত এস এস স্টিল লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

কুইন সাউথ: গত ৩০ জুন, সমাপ্ত ২০২২-২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

এনার্জিপ্যাক: সমাপ্ত ২০২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামীকাল কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

প্রসঙ্গত, যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সভা করেছে কিন্তু সমাপ্ত বছর শেষে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়েছে, সেসব কোম্পানি বি ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়।

এমআই

শেয়ার করুন:-
শেয়ার