ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ, হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ, হাসপাতালে ভর্তি
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ। তাকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খ্যাতিমান প্রবীণ এই আইনজীবীকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম আকাশ সংবাদ মাধ্যমকে জানান, ‘বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্তুশূন্যতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল। তাকে তরল খাবার দেয়া হচ্ছে।’

এর আগে গত আগস্টে তার শারীরিক অবস্থার অবনতি হলে তখনো আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে ওঠেন।

ব্যারিস্টার রফিক-উল হকের পায়ের সমস্যা থাকায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। হুইল চেয়ারে করেই তাকে চলাফেরা করতে হয়।

প্রবীণ এই আইনজীবীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ