ইতালিতে বৈধ পথে যাবেন বাংলাদেশী কৃষি শ্রমিক

ইতালিতে বৈধ পথে যাবেন বাংলাদেশী কৃষি শ্রমিক
বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে কৃষি শ্রমিক পাঠানোর বিষয়ে রাজি হয়েছে সে দেশের সরকার।

আজ সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোম সফরের সময়ে তিনি ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ইতালির সরকার বাংলাদেশিদের এই সুযোগ দিয়েছে।

একে আব্দুল মোমেন আরও জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালির সরকার এর আগে এই সুবিধা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তি ছিল। সেই চুক্তির অধীনে প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত এসেছে ১০০ এর কম শ্রমিক। এ কারণে ২০১২ সাল থেকে এই সুবিধা বন্ধ করে দিয়েছে ইতালি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি