‘দেবী’ সাফল্যের পর নতুন সিনেমার নাম ঘোষণা করেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবারের সিনেমার নাম ‘ফুড়ুৎ’। বর্তমানে নতুন চলচ্চিত্র ‘ফুড়ুৎ’ নিয়ে ব্যস্ত । যদিও এ বিষয়ে এখনই কিছু প্রকাশ করতে চান না জয়া। তবে জানিয়েছেন, স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে। পোস্ট-প্রডাকশনের কাজে ব্যস্ত আছে পুরো ‘ফুড়ুৎ’ সিনেমার টিম।
জয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’র দ্বিতীয় চলচ্চিত্র ‘ফুড়ুৎ’। প্রথমটি ‘দেবী’ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে বানিয়েছিলেন জয়া। ‘ফুড়ুৎ’ তৈরি হচ্ছে মৌলিক গল্পে।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসান অভিনীত তিনটি চলচ্চিত্র। এগুলো হলো- অতনু ঘোষের ‘বিনি সুতোয়’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ এবং সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’।