হাসপাতালে ভর্তি আনিসুর রহমান মিলন

হাসপাতালে ভর্তি আনিসুর রহমান মিলন
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এ তারকা নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে হাসপাতালে ভর্তির তথ্য দেন। একটিতে লেখেন, ‘ইমার্জেন্সি’। অন্যটিতে লেখেন, ‘সিসিইউ’। দুই পোস্টে রাজধানীর দুটি হাসপাতাল ট্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দ্রুত মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন গণমাধ্যমকে বলেন, “হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে আজ ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে সিট না থাকায় তারা ভাইয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।”

আরও বলেন, “এখানে এসে আবার ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য অন্যান্য আরও কিছু টেস্ট করানো হয়েছে। করোনার নমুনাও নেওয়া হয়েছে। ভাইয়া কী কারণে অসুস্থ হলেন সেটা আজ সন্ধ্যা নাগাদ জানা যাবে।”

বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসা চলছে আনিসুর রহমান মিলনের।

টেলিভিশন নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত মিলন। সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে