টেলিকম ও প্রযুক্তি
বিশ্বের মোট ফ্রিল্যান্সারের ১৪ শতাংশই বাংলাদেশি

দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি ফ্রিল্যান্সারদের নীরব বিপ্লব হয়েছে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের প্রতি ঝুঁকছেন। তাতে প্রতি মাসে উপার্জন করছেন লাখ টাকা। বর্তমানে বিশ্বের মোট ফ্রিল্যান্সারের ১৪ শতাংশই বাংলাদেশি।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ১৫৭ কোটি মানুষ ফ্রিল্যান্সিং করেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশের বয়স ৩৫ বছর বা তার নিচে। তবে এর মধ্যে বাংলাদেশি মানুষের সংখ্যা প্রায় ১৪ শতাংশ।
দেশে ঠিক কত ফ্রিল্যান্সার আছেন, তার সঠিক কোনো তথ্য-উপাত্ত নেই। ডব্লিউটিওর প্রতিবেদনেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান জানান, বাংলাদেশ থেকে ১৫৩টি মার্কেটপ্লেসে কাজ করা হয়। সেগুলো হিসাব করলে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ১০ লাখ।
ফ্রিল্যান্সিংয়ের বাংলা ‘মুক্ত পেশাজীবী’। এ পেশায় নয়টা-পাঁচটা চাকরির বাধ্যবাধকতা নেই। অফিস, বাসা বা যেকোনো স্থানে বসেই কাজ করতে পারেন ফিল্যান্সাররা। এ জন্য লাগবে নিজের দক্ষতা, বিদ্যুৎ আর গতিশীল ইন্টারনেট-সংযোগ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিষ্ঠান স্থানীয় কর্মীর মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর কিছু কাজ করালে তাতে খরচ বেশি হয়। আবার অনেক সময় চাহিদামতো কর্মীও পাওয়া যায় না। তারা তখন বাইরে থেকে (আউটসোর্সিং) নির্দিষ্ট কাজটি করিয়ে নেন। এতে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি যেকোনো স্থান থেকে কাজটি করে ওই ব্যক্তিও আয় করেন।
এক্সপ্লোডিং টপিকসের তথ্য জানাচ্ছে, ওয়েব ডিজাইনে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা সবচেয়ে বেশি। প্রতি ঘণ্টায় তারা গড়ে ২১ মার্কিন ডলার আয় করেন। যদিও পেওনার ফ্রিল্যান্স ইনকাম সার্ভে রিপোর্ট ২০২৩ অনুযায়ী, এখন প্রতি ঘণ্টায় ফ্রিল্যান্সাররা গড়ে ২৮ ডলার আয় করছেন।
ডিজিটাল সেবা খাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো পরিমাণে কম হলেও ডিজিটাল সেবা রপ্তানিতে প্রবৃদ্ধি বেশ। ২০০৫ সাল থেকে বাংলাদেশ পণ্য রপ্তানিতে গড়ে ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। তার বিপরীতে ডিজিটাল সেবা রপ্তানিতে গড় প্রবৃদ্ধি ১৫ শতাংশ। ই-কমার্স ব্যবসায় প্রতিবছর গড়ে ১৮ শতাংশের মতো বড় হচ্ছে। ২০২১ সালেই ১ কোটি ১০ লাখ মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারী ছিলেন। প্রত্যন্ত এলাকায় ৮ হাজার ২৮০টি ডিজিটাল সেন্টার রয়েছে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেলিকম ও প্রযুক্তি
শুক্রবার থেকেই অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল

দুই বছর ধরে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট পর্যায়ক্রমে মুছে ফেলার ঘোষণা আগেই দিয়েছিল গুগল। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী অব্যবহৃত অ্যাকাউন্টগুলো আগামী শুক্রবার (০১ ডিসেম্বর) থেকে মুছতে শুরু করবে গুগল। খবর সিএনএনের।
জানা যায়, গত মে মাসে নীতিমালায় একটি সংশোধন করে গুগল জানায়, নিরাপত্তা ঝুঁকি কমাতে পুরনো অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হবে। পুরনো অ্যাকাউন্টগুলো সাধারণত অপরিবর্তিত পাসওয়ার্ডের ওপর নির্ভর করে, সেইসঙ্গে টু–ফ্যাক্টর পরিচয় যাচাইয়ের মতো নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করে না। ফলে সেগুলো ফিশিং, হ্যাকিং এবং স্পামের মতো সাইবার হামলার ঝুঁকিতে থাকে।
যেসব অ্যাকাউন্ট তৈরির পর থেকে কখনই ব্যবহার করা হয়নি, প্রাথমিক ধাপে সেগুলোকে মুছে ফেলা হবে। জিমেইল থেকে শুরু করে ডকস, ড্রাইভ এবং ফটোজসহ গুগলের সব সেবা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। ফলে একজন নিষ্ক্রিয় গ্রাহকের গুগল অ্যাকাউন্টের সব কন্টেন্ট মুছে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে গত আগস্ট থেকে ব্যবহারকারীদের সতর্কতা মেসেজও পাঠাতে শুরু করে প্রযুক্তি জায়ান্টটি।
রক্ষা পাবেন যেভাবে
ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। তাই আপনার এমন কোনো জিমেইল একাউন্ট যদি থাকে যেটাই লম্বা সময় ধরে লগইন করা হয়না সেই একাউন্টে মাঝে মাঝে লগইন করবেন। এতে করে আপনার একাউন্ট ডিলিট হওয়া থেকে রক্ষা পাবেন।
উল্লেখ্য, গুগল শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট ডিলিট করছে। আপনার যদি ব্যবসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাউন্টটি যুক্ত থাকে, তবে তাও ডিলিট করা হবে না। অর্থাৎ দুই বছর ধরে শুধু ইমেইল আদান-প্রদান না করলেও অ্যাকাউন্ট মুছে ফেলবে না গুগল।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনের এসইউভি আনছে রেনল্ট

জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা সংস্থা রেনল্ট। লঞ্চ হতে চলেছে সংস্থার নতুন মিড-সাইজ এসইউভি ডেসিয়া ডাস্টার। তৃতীয় জেনারেশন রেনল্ট ডাস্টারে বেশ কিছু নতুন চমক রাখতে চলেছে সংস্থা। এরই মধ্যে নেটমাধ্যমে গাড়ির ছবি ভাইরাল হয়েছে। নতুন গাড়িতে যে রাফ অ্যান্ড টাফ লুক দেখতে পাবেন।
তৃতীয় প্রজন্মের রেনোঁ ডাস্টারে থাকবে ফ্ল্যাট বনেট, চওড়া গ্রিল, নতুন হেডল্যাম্প ও ডিআরএল। তার ঠিক মাঝে নতুন ডাস্টার লোগো। গাড়ির বাম্পারেও থাকছে নতুনত্ব। সাইড প্রোফাইল এবং রিয়ার সেকশনে বেশ কিছু চমক দিতে চলেছে রেনোঁ।
এই গাড়ি ৭ সিটারের সঙ্গে বাজারে আসতে পারে। গাড়ির ডিজাইনের পাশাপাশি এটির পারফরম্যান্স অর্থাৎ ইঞ্জিনেরও থাকবে বেশ কিছু নতুনত্ব। এই গাড়িতে মিলবে তিন ধরনের ইঞ্জিন বিকল্প-প্রথম ১ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ১২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।
দ্বিতীয় ১.২ লিটার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন যা সর্বাধিক ১৪০ হর্সপাওয়ার শক্তি তৈরি করে। তৃতীয় ইঞ্জিনটি হল ১.৩ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ১৭০ হর্সপাওয়ার তৈরি করতে সক্ষম।
যে টপ-স্পেক ভেরিয়েন্ট থাকবে তাতে ইথানলও ব্যবহার করা হবে। এই গাড়িতে হাইব্রিড এবং টার্বো পেট্রল ইঞ্জিন দুই ধরনের বিকল্প থাকবে। যা একটি বড় বিষয়। ডেসিয়া ডাস্টার এখন পর্যন্ত রেনোঁর অন্যতম শক্তিশালী গাড়ি হতে চলেছে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
বিটিআরসির ই-নথি বন্ধ থাকবে পাঁচ দিন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ই-নথিকে ডি-নথিতে মাইগ্রেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সিস্টেম আপগ্রেডেশন ও মাইগ্রেশন কার্যক্রম চলাকালীন মোট ৫ দিন বিটিআরসির ই-নথি ও অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (২৭ অক্টোবর) বিটিআরসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নথি সিস্টেমকে আরও গতিশীল এবং আধুনিকায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অফিসটি ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশন কার্যক্রম আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে। চলবে ৫ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত। ফলে নথি মাইগ্রেশন চলাকালীন বিটিআরসির ই-নথি ও অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে।
তবে উল্লিখিত সময়ে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ বা শাখায় সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
গোপনীয়তা রক্ষা করবে ফেসবুক–ইনস্টাগ্রামের নতুন ফিচার

আধুনিক এই সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেই―এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ মানুষই ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয়। পারিবারিক, ব্যবসায়িক কিংবা অফিস-আদালতের বিভিন্ন কাজও এখন এই সোশ্যালে করা হয়। ফলে ফেসবুক-ইনস্টাগ্রামে অনেক সময় আমাদের একান্তই ব্যক্তিগত বিভিন্ন তথ্য থাকে।
এদিকে প্রয়োজনীয় এই মাধ্যমে অনেক সময় সাইবার হামলা চালিয়ে থাকে দুষ্টু চক্র। যারা ব্যবহারকারীকে নজরদারিতে রাখে। ব্যবহারকারীর অজান্তেই তার সব অ্যাক্টিভিটির খবর চলে যায় সাইবার দুর্বৃত্তদের কাছে। আপনি চাইলে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা করতে পারেন আপনার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এ জন্য যুক্ত করা হয়েছে ‘অক্টিভিটি অফ মেটা’ নামের নতুন একটি ফিচার। এবার তাহলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে জেনে নেয়া যাক।
নতুন এই ফিচার সাহায্য করবে যেভাবে: ফেসবুক-ইনস্টাগ্রাম প্লাটফর্ম দুটি আপনার কাছ থেকে যেভাবে তথ্য সংগ্রহ করছে, তার একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিজেই নিতে পারেন আপনি। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্যের কতটুকু প্লাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সেটি নির্ধারণ করতে সহায়তা করবে নতুন এই ফিচার।
ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি ট্র্যাক করা বন্ধের উপায়: প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এখন প্রোফাইল পিকচারে প্রেস করুন। এবার উপরের ডানদিকে কোনায় থাকা থ্রি ডটে ট্যাপ করুন। প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে ক্লিক করুন। এখন অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। তারপর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে যান। তারপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অন করুন। এখন থেকে আর আপনাকে ইনস্টাগ্রামে ট্র্যাক করা সম্ভব হবে না।
ফেসবুকে অ্যাক্টিভিটি ট্র্যাক করা বন্ধের উপায়: প্রথমে ফেসবুক প্রোফাইলে যেতে হবে। এবার উপরের ডানদিক কোনায় থাকা থ্রি ডটসে ক্লিক করেন। এখন প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনের সেটিংসে ট্যাপ করুন। তারপর নিচের দিকে থাকা ইয়োর ইনফরমেশনে যান। এখন অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপর ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে যান। সেখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে নতুন ফিচার!

ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে বা রিলস প্রকাশ করলে সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যার সমাধানে এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আলাদাভাবে পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্ট ও রিলস দেখতে পারবেন না।
ইনস্টাগ্রামের তথ্যমতে, বর্তমানে ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে স্টোরিজ ও নোটস প্রকাশ করা যায়। এবার আলাদাভাবে পোস্ট ও রিলস দেখার সুযোগও পাওয়া যাবে। এর ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য স্টোরিজ, নোটসের পাশাপাশি পোস্ট ও রিলসও প্রকাশ করতে পারবেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইনস্টাগ্রাম ফিড ও রিলসের জন্য ক্লোজ ফ্রেন্ডসের পরিসর বড় করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।
নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট ও রিলস প্রকাশের আগেই ইনস্টাগ্রামের ‘অডিয়েন্স লিস্ট’ থেকে ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করতে হবে। তবে ইনস্টাগ্রামে ক্লোজ গ্রুপ অপশন নির্বাচন করা না থাকলে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে না।
অর্থসংবাদ/এমআই