Connect with us

প্রবাস

চীনের প্রাদেশিক অ্যাসোসিয়েশনের ওভারসিজ ডিরেক্টর হলেন ছাইয়েদুল

Published

on

চীন

চীনের ছিংহাই প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ সংগঠনের ওভারসিজ ডিরেক্টর বা বিদেশি পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। সম্প্রতি তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাসোসিয়েশনটির এ পদে নিয়োগ পেয়েছেন।

প্রভিন্সিয়াল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পঞ্চম কাউন্সিলে ছাইয়েদুলকে ওভারসিজ ডিরেক্টর মনোনীত করা হয়। ছিংহাই প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি ডিরেক্টর ইং শিউ লি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। এসময় ফরেন অ্যাফেয়ার্স অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছাইয়েদুল ইসলাম বর্তমানে চীনের চিয়াংশি প্রদেশের নানচাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনেমিক্স বিশ্ববিদ্যালয়ে চীন সরকারের স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষার জন্য ২০১৮ সালে চীন সরকারের স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি।

চীন

পড়াশোনার পাশাপাশি চীনে তিনি একজন গণমাধ্যমকর্মী হিসেবে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিভিন্ন দিক থেকে চীনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং চীন-বাংলা বন্ধুত্ব সমুন্নত রাখতে কাজ করছেন। চীনের প্রভাবশালী সরকারি ও বেসরকারি গণমাধ্যমগুলো ইতোমধ্যে তার কাজের প্রশংসা করেছে।

ছাইয়েদুল ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়।

ছিংহাই প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ লক্ষ্য হলো চীনা জনগণ এবং অন্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার প্রচার করা।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

প্রবাস

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশীর মৃত্যু

Published

on

চীন

মালয়েশিয়ায় বাতু মং- এ নির্মাণাধীন একটি ভবন ধসে তিনজন বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দুজন। এছাড়া আরও চারজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবামাধ্যম নিউস্ট্রেইটস টাইমস জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার পরে বাতু মং-এর পেনাংয়ে মালয়েশিয়ার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটির (এলকেআইএম) কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় সাইটে ১৮ জন শ্রমিক ছিলেন। তবে তাদের মধ্যে নয়জন নামাজ পড়তে গিয়েছিলেন। বাকি নয়জন ১২ মিটার লম্বা একটি বিমের নিচে কাজ করছিলেন, যার ওজন প্রায় ১৪ টন। সেটি হঠাৎ ২০ মিটার উচ্চতা থেকে ১৪টি বিমের ওপর ভেঙে পড়ে। এতে আটকা পড়েন শ্রমিকরা।

রাজ্যের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেছেন, ‘গতকাল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আমরা একটি কল পাই, পরে উদ্ধরকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে মারা যান। আহত দুজনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বুধবার সকালে ঘটনাস্থলে সংবাদিকদের তিনি বলেন, ‘আমরা দমকল বাহিনীর সহায়তায় আরও চার নিখোঁজ শ্রমিককে খুঁজছি। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

প্রবাস

চালু হচ্ছে ঢাকা-গুয়াংজু রুটের ফ্লাইট

Published

on

চীন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-গুয়াংজু রুটে সিডিউল ফ্লাইট আবার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৪৮ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাবে। চীনের স্থানীয় সময় ভোর ৪টায় পৌঁছবে ফ্লাইটটি।

আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরে ফ্লাইটটি উদ্বোধন করবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

ঢাকা-গুয়াংজু রুটে সিডিউল ফ্লাইট প্রসঙ্গে তিনি বলেন, দিন দিন বাড়ছে বিমানের আন্তর্জাতিক রুট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঢাকা-গুয়াংজু রুটে বিমানের সিডিউল ফ্লাইট চালু করা হয়। ১৭ বছর পর গত ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছে বিমান। তা ছাড়া ঢাকা-টরেন্টো রুটে চলছে বিমানের ফ্লাইট।

বিমানের জেনারেল ম্যানেজার মার্কেটিং মোহাম্মদ সালাউদ্দিন জানান, গুয়াংজু রুটে যাত্রীদের সুবিধায় ব্যবহার করা হচ্ছে বিমানের বোয়িং ৭৩৭-৮০০।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

প্রবাস

লিবিয়ার বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু

Published

on

চীন

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছু বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, লিবিয়া প্রবাসী বাংলাদেশিসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষ করে দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধ ধসে বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে দারনা শহরে বসবাসরত ছয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্য থেকে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। তবে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এছাড়া দারনা শহরে বসবাসরত আরও কিছু সংখ্যক বাংলাদেশি নিখোঁজ থাকার আশঙ্কা করা যাচ্ছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

প্রবাস

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত

Published

on

চীন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন– আলমগীর হোসেন ওরফে সাজু (৩০), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে লেস্টারশায়ারের হিঙ্কলিতে লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সময় আলমগীর হোসেন প্রাইভেটকার চালাচ্ছিলেন। আলমগীর ও তার ছেলে জাকিরকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মেয়ে মাইরাকে হাসপাতালে নেওয়া হলেও অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় লরির চালক আহত হলেও তেমন গুরুতর নয়।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

প্রবাস

ই-পাসপোর্ট সুবিধা পাবেন ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা

Published

on

চীন

বাংলাদেশিদের সুবিধার্থে ৩৩তম মিশন হিসেবে ব্রুনাইয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু ক‌রে‌ছে বাংলাদেশ হাইকমিশন। বুধবার (৬ সে‌প্টেম্বর) ব্রুনাই‌য়ে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হ‌য়। এর ফলে এখন থেকে সরকার নির্ধারিত ফি’র মাধ্যমে ই-পাসপোর্ট সুবিধা পা‌বেন ব্রুনাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা।

বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।

এসময় বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আসলাম ইকবাল, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. আখতার-উজ-জামান, ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও জাতীয় রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ই-পাসপোর্টের সুবিধাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

হাইক‌মিশনার ব্রুনাইয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের সুবিধা উন্মুক্তকরণে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকার কর্তৃক প্রবাসীদের জন্য প্রদত্ত বিভিন্ন সেবা যথাযথভাবে গ্রহণের অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে পাঁচ বাংলাদেশিকে ই-পাসপোর্টের ডেলিভারি স্লিপ দেওয়া হয়। হাইকমিশনে ই-পাসপোর্ট চালু হওয়ায় সন্তোষ জানান প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
চীন
পুঁজিবাজার3 hours ago

আর্থিক খাতে জবাবদিহি ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়

চীন
কর্পোরেট সংবাদ4 hours ago

যুক্তরাজ্যে আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো অনুষ্ঠিত

চীন
অর্থনীতি4 hours ago

এক সপ্তাহে রিজার্ভ কমলো ১২০ মিলিয়ন ডলার

চীন
অন্যান্য4 hours ago

জয়িতা ফাউন্ডেশন ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি

চীন
পুঁজিবাজার5 hours ago

মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ অনুমোদন

চীন
স্বাস্থ্য5 hours ago

ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু

ডিআরইউ
গণমাধ্যম5 hours ago

ডিআরইউর সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন

ইসি
জাতীয়5 hours ago

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ, বাড়ছে না মেয়াদ

চীন
ক্যাম্পাস টু ক্যারিয়ার5 hours ago

ইবিতে সেইভ ইয়ুথ কর্মশালা

চীন
ক্যাম্পাস টু ক্যারিয়ার6 hours ago

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930