Connect with us

বিনোদন

সেলিব্রেটি ক্রিকেট লীগের ফাইনাল কাল

Published

on

সেলিব্রেটি ক্রিকেট লীগের ফাইনাল কাল

চলমান বিশ্বকাপের আনন্দ আরেকটু বাড়িয়ে নিতে শুরু হয়েছিলো সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। তাতে নারী-পুরুষ উভয় তারকাদের নিয়ে গড়া দলের খেলাও শুরু হয়েছিলো। কিন্তু অনাকাঙিক্ষত বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় হুট করে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি জেনারেশন নেক্সট।

তবে যেখানে বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই আবারও শুরু হচ্ছে সিসিএল। সোমবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

তারা জানায়, আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে মঙ্গলবার (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জেনারেশন নেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩। ১৮ জন করে মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা এতে অংশ নেন।

গত ২৯ সেপ্টেম্বর খেলা চলাকালীন মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের মধ্যে এক অনাকাঙিক্ষত ঘটনা সৃষ্টি হওয়ায় সাময়িকভাবে এই টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন

হিন্দি সিনেমায় জয়া আহসানের অভিষেক

Published

on

শেয়ারবাজার

ভারতীয় সিনেমায় অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বেশকিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা ভাষার চলচ্চিত্র পেরিয়ে এবার হিন্দি সিনেমায় অভিনয় করলেন জয়া।

শুক্রবার (৮ ডিসেম্বর) বলিউডে অভিষেক হলো জয়া আহসানের। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’-এ দেখা গেল তাকে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিতে নয়না চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারকাবহুল এই চলচ্চিত্রে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

গত নভেম্বরে ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।

চলচ্চিত্রটির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে ছবির গল্প।

মরণোত্তর দেহদান করবেন অর্চিতা স্পর্শিয়া
কড়ক সিং সিনেমার গল্পটি মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। অনিরুদ্ধর অন্য ছবির মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

প্রেমিক সৌম্যকে বিয়ে করলেন সন্দীপ্তা সেন

Published

on

শেয়ারবাজার

পরিকল্পনা অনুযায়ী প্রেমিককে বিয়ে করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর বিয়ে করেছেন তিনি। বিয়েতে হলো না কন্যাদান।

বিয়েতে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। গায়ে হলুদের সকালে একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী।

এক দিনেই বিয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গেল গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিয়েতে এসেছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা গেল আমন্ত্রিতদের তালিকায়।

উল্লেখ্য, সৌম্যর সঙ্গে বেশ কয়েক বছরের প্রেম নায়িকার। প্রথমের দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও পরবর্তীকালে নিজের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তারা। আগে নায়িকাকে পর্দায় দক্ষ হাতে সংসার সামলাতে দেখেছেন দর্শক। বাস্তবে তিনি কতটা সংসারী, সেটাই দেখার।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

চমক দিলেন পরীমনি

Published

on

শেয়ারবাজার

‘আগামীকাল দারুণ কিছু হবে’ গতকাল এমনই এক ঘোষণা দিয়েছিলেন পরীমনি। অবশেষে সেই নতুন চমক নিয়েই হাজির হলেন আলোচিত এ ঢালিউড অভিনেত্রী।

অনেকেই ভেবেছিলেন, হয়ত নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন পরীমনি। সেই ধারণা ভুল। সিনেমা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমনি।

তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি রিমার্কের পণ্যগুলো আন্তর্জাতিকমান নিশ্চিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এ পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে।

রোববার (৩ ডিসেম্বর) ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি।

পরী বলেন, শুধুমাত্র দেশীয় বাজারই নয়, আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য রিমার্ক প্রথমবারের মতো বাংলাদেশেই উৎপাদন করছে, যা বিশ্ববাজার থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভেজালমুক্ত ও নকলমুক্ত পণ্য ভোক্তাদের কাছে সহজলভ্য হবে। কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ নেওয়ার জন্য রিমার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেডের করপোরেট কার্যালয়ে পরীমনির সঙ্গে ব্র্যান্ডের পক্ষে চুক্তি সই করেন সানবিটের ব্র্যান্ড হেড খন্দকার মো. মোমিনুল হক এবং হারল্যান স্টোরের হেড অব সেলস আব্দুল আলীম শিমুল।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

অ্যানিমেল’র তিন দিনে আয় ৩৬০ কোটি রুপি

Published

on

শেয়ারবাজার

বলিউডে ‘অ্যানিমেল’ ঝড় বইছে। মুক্তির পরেই একের পর এক রেকর্ড গড়ছে রণবীর কাপুরের এই ছবি। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩৬০ কোটি আয় করেছে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমা আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৬৭.২৭ কোটি রুপি এবং তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২০৬.০৭ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৬০ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির পর থেকেই সোশ্যালে রীতিমতো তোলপাড় দেখা যাচ্ছে। সিনেমা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, ‘অ্যানিমেল’ দেখে তারা নতুন ইতিহাস তৈরির আভাস দেখছিলেন! শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে।

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। যা মুক্তির দুই দিনের মধ্যেই আয় করেছে সিনেমাটি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

বিনোদন

বুবলীকে নিয়ে বিষ্ফোরক শাকিব

Published

on

শেয়ারবাজার

বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি অডিও রেকর্ড। সেখানে কথা বলতে শোনা যায় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

অডিও ওই রেকর্ডে বুবলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায় ফারজানা মুন্নীর কণ্ঠে। যেখানে তিনি দাবি করেন, বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন। তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্রায় ১৪ মিনিটের সেই অডিও ক্লিপে আরও বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন ফারজানা মুন্নী। অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বুবলী।

তাপস-বুবলীর এই সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ভারতে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সম্প্রতি ওই সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর একটি গণমাধ্যমের সঙ্গে তাপস-বুবলীর সম্পর্ক ও ফারজানা মুন্নির সেই ফোনালাপ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। যেখানে শাকিব খান জানিয়েছেন, এই বিষয় নিয়ে কথা বলতেও লজ্জিতবোধ করবেন তিনি।

শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

এরপর শাকিব বলেন, ‘এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আসলে মিডিয়াতে কখন কার রূপ যে বদলে যায়, বলা যায় না। যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে জড়াতেও চাই না।’

নিজের জীবনে বর্তমানে বুবলীর কোনো অস্তিত্ব নেই জানিয়ে এই নায়ক বলেন,‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সমাধান হবে। সেই আশা নিয়েই বলছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলেও কোনো লাভ নাই।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। যদিও শাকিব খানের দাবি, বুবলীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। বর্তমানে তাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31