ক্যাম্পাস টু ক্যারিয়ার
যাকাত সমাজের ভারসাম্যহীনতা দূর করে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একটি সমাজে ভারসাম্যহীন বিরাজ করে সেই সমাজে সহিংসতা ও অস্থিরতা বাড়ে। সমাজকে ভারসাম্যহীনতা থেকে রক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে যাকাত প্রদান করা। তাতে যাকাত বিনিময়ের মাধ্যমে সমাজের ভারসাম্যহীনতা দূরীভূত হয়।
রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ছাত্র জীবনের কর্তব্য হচ্ছে লেখাপড়া, সময়ানুবর্তিতা ও নিজ বিভাগকে নিয়ে সন্তুষ্ট বা খাপ খাওয়ানো। যখনই যাকাতের স্কলারশিপ নিয়ে নিজেদের পড়াশোনায় মনোযোগী হয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত হতে পারবে তখন এ স্কলারশিপের স্বার্থকতা আসবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে কুষ্টিয়া জোনের স্নাতক শিক্ষার্থীদের জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান এবং কার্যকর ই-মেইল লেখার সক্ষমতা বৃদ্ধির অধিবেশন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিজেডএম’র অপারেশন প্রধান কাজী আহমেদ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং স্বাগত বক্তা হিসেবে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সিজেডএমের অতিথিবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জিনিয়াস বৃত্তি সুবিধা কুষ্টিয়া অঞ্চলে শুরু থেকে এ পর্যন্ত ১২০০ এর অধিক শিক্ষার্থী এ সুবিধা পেয়েছেন। এতে শুধু ইবি ক্যাম্পাসের ৮৯৮ জন এ সুবিধা পেয়েছেন। বর্তমান কুষ্টিয়া অঞ্চলে এ সুবিধা পাচ্ছেন ৬০০ শিক্ষার্থী। যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী ছাড়াও নব্য পুরস্কারপ্রাপ্ত ২০৩ জনের মধ্যে ১৭৩ জন ইবি শিক্ষার্থী।
অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজের শাহাদাত হোসেন মেহেদী, অর্থনীতি বিভাগের (ইবি) শিক্ষার্থী অমিত কুমার, জিওগ্রাফিক বিভাগের (ইবি) শিক্ষার্থী বৃষ্টি দাস, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের (ইবি) শিক্ষার্থী ইসরাফিল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিবকে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, এই বৃত্তির অন্যতম বৈশিষ্ট হলো সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান, উপযুক্ত ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা ও কাউন্সেলিং করা। এছাড়া তাদেরকে জীবনমান উন্নয়নে বাস্তবায়নাধীন সিজেডএম কর্মসূচির সাথে সম্পৃক্ত করে মানবসেবায় উৎসাহিত করা।
কুষ্টিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এসব শিক্ষার্থীরা মনোনীত হয়ে স্কলারশিপ গ্রহণ করেন।
অর্থসংবাদ/এমআই/সাকিব
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে সেইভ ইয়ুথ কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’র দুই দিনব্যাপী ‘শান্তি, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতা’ শীর্ষক তরুণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ২০৮ নং কক্ষে কর্মশালাটি আরম্ভ হয়। মাইক্রোগভার্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ (এমজিআর), ঢাকা বিশ্ববিদ্যালয় চাপ্টার ও ইবি সেভ ইয়ুথ চাপ্টারের সহযোগিতায় বিকাল ৪ টার পর্যন্ত কর্মশালাটি চলবে। আগামীকাল ১লা ডিসেম্বর এ কর্মশালাটির কার্যক্রম সমাপ্ত হবে।
এ কর্মশালাটি মাইক্রোগভার্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভের (এমজিআর) ডাটা ম্যানেজার মাহজার এবং এমজিআর এর ডাটা এনালিস্ট আনিকা পরিচালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদেরকে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শান্তি, সংঘর্ষ, সহিষ্ণুতা এবং মতের বৈচিত্র্যতার ওপর বাস্তবিক জ্ঞান প্রদান করা হয়।
এসময় এমজিআর’র ডাটা ম্যানেজার আজহার জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য সেইভ ইয়ুথ বাংলাদেশ ২০১৯ সাল থেকে স্টুডেন্টদের জন্য কাজ করে যাচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে পারে এবং বৈচিত্র্য পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে। আমাদের সমাজে যেসব ছোটখাটো বিরোধ রয়েছে সেগুলো যেনো নিষ্পত্তি করতে পারে। আমাদের ১৫ টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫০০ এর অধিক সেইভ ইয়ুথের সদস্য রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেনো কর্মশালা করার মধ্য দিয়ে সমাজের ছোট-বড় সমস্যা সমাধানে নিজেদের কন্ট্রিবিউট করতে পারে। তাহলেই আমাদের কর্মশালাটি সফল হবে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সেইভ ইয়ুথ বাংলাদেশ কাজ শুরু করে। তরুণদের জন্য ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যতার প্রতি সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। সমাজ ও রাষ্ট্রের সকল সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে এই সংগঠনটি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন প্রার্থী। গত ১০টি বিসিএসের হিসাবে এবারই রেকর্ড সংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এরমধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়া বিজ্ঞপ্তির পদ পরবর্তীতে বাড়তে পারে বলেও জানিয়েছে পিএসসি। এ নিয়ে পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন পদসৃষ্টি, পদবিলুপ্তি, পদোন্নতি, অবসরগ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণজনিত কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
পিএসসি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসে জনবল চাহিদা পাঠানো হয়। সেখানে ৩ হাজার ১০০ পদের কথা উল্লেখ ছিল। তবে বৃহস্পতিবার সকালে পিএসসির এক সভায় ৪০টি ক্যাডার পদ বাড়ানো হয়। এতে মোট ৩ হাজার ১৪০টি ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
নিয়োগ দেবে পাঞ্জেরী পাবলিকেশন্স

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র প্রোগ্রামার/প্রোগ্রামার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে পাঞ্জেরী পাবলিকেশন্সে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
পদের নাম: সিনিয়র প্রোগ্রামার/প্রোগ্রামার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: এমএস এসকিউএল সার্ভার এবং ডাটাবেজ ম্যানেজমেন্টে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আরও পড়ুন: চাকরি দেবে মীনা বাজার
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয়
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ফোর্বসের ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় বাংলাদেশের সাকিব

মার্কিন সাময়িকী ফোর্বসের সম্মানজনক ‘অনূর্ধ্ব ৩০’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। তিনি ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। ভেঞ্চার ক্যাপিটাল হলো স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
প্রতিবছর বিশ্বে ৩০ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুনী বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এবং প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রসারিতে থাকা ৩০ জনকে নিয়ে ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। চলতি বছর বৈশ্বিকভাবে সম্মানজনক এই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে নিজের নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাকিব জামাল।
সাকিব জামাল সম্পর্কে ফোর্বেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্রসবিম ভেঞ্চারস নামের একটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। তিনি যোগ দেওয়ার পর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দু’টি তহবিল ২৮ কোটি ডলার মুনাফা করেছে এবং এতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।
বর্তমানে ক্রসবিম ভেঞ্চারের গুরুত্বপূর্ণ ৯টি বিনিয়োগে সরাসরি সংশ্লিষ্ট তিনি। এছাড়া আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। নিজের দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতার পুরস্কার হিসেবে ২০২৩ সালের জুনে পদোন্নতি পেয়েছেন জামাল। বর্তমানে ওই প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন তিনি।
সাকিব জামালের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। এই দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
মেডিকেল ভর্তি পরীক্ষা ২ ফেব্রুয়ারি!

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ দিন সামনে রাখে একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।
সূত্র জানায়, জানুয়ারির ২৬ তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানোর কথা ছিল। তবে নির্বাচনের কথা মাথায় রেখে ২ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।
তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে সম্প্রতি এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। ফলে সরকারি মেডিকেলে এখন মোট আসন পাঁচ হাজার ৩৮০টি। বর্ধিত এসব আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।