প্রথমবার আইপিএলে খেলবেন সালমা

প্রথমবার আইপিএলে খেলবেন সালমা
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। তার সঙ্গী হচ্ছেন পেস তারকা জাহানারা আলম, যিনি গত বছরেও ভোলোসিটির হয়ে মেয়েদের আইপিএল খেলেছেন। এবছর মুস্তাফিজুর রহমানের কাছে আইপিএল খেলার বেশ কয়েকটি প্রস্তাব আসলেও বিসিবি ছাড়পত্র দেয়নি। সাকিব নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। তাই ছেলেদের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব না থাকলেও মেয়েদের আইপিএলে থাকছে।

বিসিবির কাছে এই দুই নারী ক্রিকেটারকে চেয়েছে বিসিসিআই। বিসিবিও সম্মতি দিয়েছে। ৪ থেকে ৯ নভেম্বর দুবাইয়ে হবে তিন দলের নারী আইপিএল। পুরুষদের খেলার বিরতিতে হবে মেয়েদের টুর্নামেন্ট। ২০১৮ সালে আইপিএলে পরীক্ষামূলকভাবে নারীদের খেলা অন্তর্ভুক্ত করা হয়। সেবার দুটি দলের মধ্যে একটি ম্যাচ হয়েছে। গত বছর থেকে তিন দল নিয়ে হচ্ছে নারীদের টি২০ টুর্নামেন্ট। এবারও তিন দল নিয়েই হওয়ার কথা। যদিও টুর্নামেন্টের সূচি এবং সালমাদের দল এখনো নির্ধারিত হয়নি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান ছেলেদের আইপিএলের শেষ সপ্তাহে ছয় দিনের মধ্যে মেয়েদের আইপিএলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা আরব আমিরাতে পৌঁছে যাবেন। তিন দলের ক্রিকেটারদের একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। সবাইকে আমিরাতে পৌঁছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যেখানে প্রথম, তৃতীয় এবং পঞ্চম দিনে করোনা টেস্ট হবে। এই তিন টেস্টের ফল নেগেটিভ হলেই মাঠে নামা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়