Connect with us

পুঁজিবাজার

এবার আরও বেশি লভ্যাংশ দেবে এডিএন টেলিকম

Published

on

ব্লক

শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২৩) বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা একটি শেয়ারের বিপরীতে ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ পাবেন।

বুধবার (৪ অক্টোবর) এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী আগামী ২৬ অক্টোবর। আর ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৪ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা। আগের বছর (২০২২ সাল) প্রতিষ্ঠানটির ইপিএসের পরিমাণ ছিল ২ টাকা ৫৯ পয়সা।

হিসাববছর শেষে এডিএন টেলিকমের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাববছর শেষে এনএভিপিএস ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।

আরও পড়ুন>> সহজের শেয়ারে বিনিয়োগ করবে এডিএন টেলিকম

উল্লেখ্য, ২০১৯ সালে দেশের শেয়ারবাজারের আইটি খাতে তালিকাভুক্ত হয় এডিএন টেলিকম। ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। পরের বছর (২০২১ সাল) কোম্পানিটি শেয়ার প্রতি আয় কিছুটা কমে যাওয়ায় লভ্যাংশও কম দেয়া হয়। ওই বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২২ সালেও এডিএন টেলিকমের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হয়। তবে এবার কোম্পানিটির ইপিএস দেড় গুণের বেশি বৃদ্ধি পাওয়ায় লভ্যাংশের পরিমাণও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস পর্যন্ত এডিএন টেলিকমের ৪৪ দশমিক ৯১ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ছিল। সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির ৩৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটির ১৭ দশমিক ৬৬ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এছাড়াও ১ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের হাতে।

অর্থসংবাদ/ডব্লিও.এস

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

Published

on

ব্লক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমারেল্ড অয়েল ৯২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসকে ট্রিমস ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া, আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে-একমি পেস্টিসাইডস ৫৮ লাখ, ব্র্যাক ব্যাংক ৮৮ লাখ, ডেল্টা লাইফ ৬৮ লাখ, নাভনা ফার্মা ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

এসএমই খাতে ওয়েব কোটসের অর্থ উত্তোলনের অনুমোদন

Published

on

ব্লক

এসএমই খাতে ওয়েব কোটস পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএসইসির ৮৯০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, কাযৃকরী মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন,২০২৩ পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

Published

on

Shahjalal Islami Bank

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডটি হবে মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট হবে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন

Published

on

ব্লক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫১ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১১৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। আর খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, মেঘনা পেট, দি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফ্যাকচারিং, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, মুন্নু এগ্রো, ইয়াকিন পলিমার।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে ৬০টির, বিপরীতে ৯৪টি কোম্পানির শেয়ারের দর কমেছে।

অর্থসংবাদ/কাফি

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ড

Published

on

ব্লক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৪ কোম্পানির মধ্যে ৬০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ক্যাপিটেক ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্টান্ডার্ড সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, নাভানা সিএনজি, সিমটেক্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে স্নাতককারীদের চাকরির সুযোগ
ক্যাম্পাস টু ক্যারিয়ার10 mins ago

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়লো

ব্লক
অন্যান্য12 mins ago

টিসিবির পণ্য বিক্রি শুরু আগামীকাল

ব্লক
অর্থনীতি19 mins ago

সিটি কর্পোরেশন ও জেলায় সেরা করদাতা ৫২৫ জন

ব্লক
লাইফস্টাইল35 mins ago

যেসব ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়

ব্লক
কর্পোরেট সংবাদ54 mins ago

ব্র্যাক ব্যাংকে অ্যানুয়াল রিস্ক কনফারেন্স

ব্লক
অর্থনীতি1 hour ago

সেরা করদাতার সম্মাননা পাচ্ছে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান

ব্লক
জাতীয়2 hours ago

থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি নয়

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার2 hours ago

ইসিকে সহযোগিতা দিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা

ব্লক
ধর্ম ও জীবন2 hours ago

ঘুমের আগে যে আমল করলে আল্লাহ নিরাপদ রাখবেন

ব্লক
জাতীয়2 hours ago

হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31