সব ধরনের সূচকের উত্থান সাপ্তাহিক লেনদেনে

সব ধরনের সূচকের উত্থান সাপ্তাহিক লেনদেনে
বিদায়ী সপ্তাহে সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) । তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে দশমিক ৪১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।

তথ্য মতে, আলোচিত সপ্তাহে ডিএসইতে ৯১০ কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ২৮৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৭৯ টাকার শেয়ার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯৬৮ টাকার বা দশমিক ৪১ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৯৯৫ দশমিক ৩২ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৭৮ দশমিক ৭৮ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ।

ডিএসইর সেরা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৭০১ দশমিক ২০ পয়েন্ট থেকে ১ হাজার ৭১০ দশমিক ৭২ পয়েন্টে উঠে আসে।

আর ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস এক হাজার ১২৬.৩১ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১২৬ দশমিক ৬২ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৬৩টি কোম্পানির শেয়ার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির বা ৪০ দশমিক ৭৭ শতাংশ কোম্পানির। আর ৫২ দশমিক ৮৯ শতাংশ বা ১৯২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ১৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত