Connect with us

পুঁজিবাজার

পাইপলাইনে আছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ

Published

on

১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামছুদ্দিন আহমেদ। এসময় বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা এখনো বিনিয়োগ শিক্ষা সঠিকভাবে ছড়িয়ে দিতে পারিনি। আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আসছে সেটি আমরা জানাতে পারিনি। সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্যের বার্তা যদি না পৌঁছে তাহলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা নিজেদের স্বার্থক মনে করি না।

তিনি বলেন, আমরা এখন ডিজিটাল কারেন্সিতে যাচ্ছি। আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সামনে আমাদের ডিজিটাল ওয়ালেট আসছে। সামনে আমাদেরকে ক্রিপ্টোতেও যেতে হবে। কারণ যেভাবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আসছে, আগামীতে আমাদের কোন কিছুই হাতে করতে হবে না।

অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেন, বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ হলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে জিডিপি বাড়বে, মাথাপিছু আয় বাড়বে। সর্বোপরি আমাদের নতুন কর্মসংস্থান হবে। বিনিয়োগই বড় গেম চেঞ্জার হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আমাদের দেশে এখন বিনিয়োগের অনেক ক্ষেত্র রয়েছে। বিনিয়োগের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি সব ক্ষেত্রেই উন্নয়নকে আরো বেগবান করার সুযোগ রয়েছে। এজন্য আমাদের দেশের ব্র্যান্ডিং দরকার ছিলো। আমরা বিভিন্ন দেশে রোড শো করে ব্র্যান্ডিং করতে চেষ্টা করেছি। এটি বিএসইসির দায়িত্ব না হওয়া সত্বেও দেশের স্বার্থে করেছি। ইতোমধ্যে বেশকিছু সাড়াও পাওয়া গেছে। সামনে জাতীয় নির্বাচনের পরে দেশে বড় বড় বেশ কিছু বিনিয়োগ আসবে। আমার সঙ্গে এরইমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছেও বেশ কিছু বড় বিদেশি বিনিয়োগ আসার প্রস্তাব এসেছে। নির্বাচনের পরেই কান্ট্রি ব্যান্ডিংয়ের সুফল আসবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশে এত জনসংখ্যা থাকলেও তার বড় একটা অংশই বিনিয়োগ শিক্ষার বাইরে। বিনিয়োগ সম্পর্কে আমি নিজেও তেমন ধারণা রাখি না। বিএসইসির কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি, আপনারা বিনিয়োগকারীদের আরো বেশি বেশি বিনিয়োগ শিক্ষা দিন। মানুষকে বিনিয়োগ শিক্ষায় অভিজ্ঞ করে তুলতে আরো বেশি উদ্যোগ নিন।

এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) ভাইস-প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

পুঁজিবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা

Published

on

পুঁজিবাজার

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বন্ড, ঋণপত্র ও পুঁজিবাজারে সাড়ে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। সেই সঙ্গে ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সাকিব আল হাসানের হলফনামায় দেখা যায়, ক্রিকেট খেলা ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে তার বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। সাকিবের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, সাকিব আল হাসান বিবিএ পাস। হলফনামায় পেশা হিসেবে তিনি নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। আয়ের উৎসের ঘরে সাকিব তার বার্ষিক আয় ক্রিকেট পেশা থেকে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা এবং ব্যাংক আমানত থেকে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

সাকিব আল হাসানের হলফনামা পর্যালোচনা করে আরও জানা যায়, তার অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা আছে ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা রয়েছে তার। বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে সাকিবের। রয়েছে ২৫ ভরি স্বর্ণ, ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী।

তবে হলফনামায় স্থাবর সম্পদের ঘর ফাঁকা রেখেছেন সাকিব আল হাসান। দেননি কোনো তথ্য। আর ‘দায়’-এর ঘরে তিনি উল্লেখ করেছেন, সিকিউরিটিজের বিপরীতে লোন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা এবং ইস্টার্ন ব্যাংকে লোন ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন হাউজিং

Published

on

পুঁজিবাজার

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

এডিএন টেলিকমের জমি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

Published

on

পুঁজিবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। সোমবার (৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাব অনুমোদন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ।

সভায় ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষত হিসাব, ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান ও ঢাকা মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা
সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ন বিষয় শেয়ারহোল্ডারগন কর্তৃক অনুমোদিত হয়।

এ সময় সভায় কোম্পানির পরিচালক মোঃ মঈনুল ইসলাম, মোঃ মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মোঃ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, বোর্ডের উপদেষ্টা মোঃ জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির সচিব মোঃ মনির হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

Published

on

পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে ৪৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (০৪ ডিসেম্বর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শমরিতা হসপিটালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৩ দশমিক ৬৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এমারেল্ড অয়েল, পেপার প্রসেসিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডায়িং এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস

Published

on

পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৪ ডিসেম্বর) ডিএসইতে বিডি অটোকারসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যাসিফিক ডেনিমস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন।

অথসংবাদ/কাফি 

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31