গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স। গতকাল রাতে বনানী এলাকায় প্রায় ৩০০ গৃহহীন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরন করেছে সংগঠনটি।
জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর প্রেসিডেন্ট শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এর নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
আর্তমানবতার সেবায় এই প্রথমবারের মত জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এ কর্মসূচী পালন করেছে। জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স টিম গভীর রাতে রাস্তায় খুজে খুজে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর পরিচালক সুলগ্না আহমেদ, কাজী রাফকাত হোসেন এবং নাভিদ আরেফিন খান সহ প্রমুখ।