Connect with us

খেলাধুলা

শেষ ওয়ানডেতে থাকছেন না তাসকিন-মিরাজ

Published

on

শেষ ওয়ানডেতে থাকছেন না তাসকিন-মিরাজ

পেটের সমস্যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। তার বদলে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। এবার শেষ ম্যাচে মেহেদী হাসান মিরাজের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণেই ব্যাক-আপ হিসেবে স্কোয়াডে যোগ করা হয়েছে আফিফ হোসেনকে।

বিসিবির এক সূত্রে জানা যায়, মিরাজের কিছুটা চোট রয়েছে। টাইগার এই অলরাউন্ডার পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করছেন। তাই সিরিজের শেষ ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিম হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, আফিফ হোসেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলাধুলা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

Published

on

লোকসানে

ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই সাইরেন বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০২৪ সালের এই আসরকে সামনে রেখে নারী ও পুরুষ টুর্নামেন্টের জন্য দুটি আলাদা লোগো প্রকাশ করেছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে জুন মাসে। একই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে আইসিসির সামাজিকমাধ্যমে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি। আয়োজক দুই দেশকেই প্রতিনিধিত্ব করে লোগো তৈরি হয়েছে স্বতন্ত্রসূচক প্রতীকে। ওয়েস্ট ইন্ডিজের তাল গাছ ও যুক্তরাষ্ট্রের ডোরা কাটা রঙিন ফিতা রাখা হয়েছে এতে।

সংস্থাটির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের ক্রিকেট ভক্তদের রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন দৃশ্যমান পরিচিতি সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করে।’

লোগো উন্মোচনে আইসিসি দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি তৈরি হয়েছে- ব্যাট, বল ও শক্তি! আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চেহারা।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে তিন নতুন মুখ

Published

on

লোকসানে

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই দলে ডাক পেয়েছেন তিনজন অনভিষিক্ত খেলোয়াড়। এরা হলেন অলরাউন্ডার জস ক্লার্কসন, ফাস্ট বোলার উইল রুর্কি ও লেগস্পিনার আদি অশোক।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকে বিশ্রাম দেয়া হয়েছে। এই সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

ইনজুরির কারণে দলে নেই মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, জেমস নিশাম, বেন লিস্টার ও হেনরি শিপলি। বোর্ডের চুক্তিতে না থাকা ট্রেন্ট বোল্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

লেগস্পিনার ইস সোধি প্রথম ম্যাচ খেলে পূর্ব নির্ধারিত ছুটিতে যাবেন। তার জায়গা নেবেন ২১ বছর বয়সী অশোক, গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যার টি২০ অভিষেক ঘটেছে।

১৪ ডিসেম্বর ডুনেডিনে একত্রিত হবেন ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে ডুনেডিনে প্রথম ওয়ানডে। নেলসনে ১৭ ডিসেম্বর দ্বিতীয় ও ২০ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (ম্যাচ ২ ও ৩), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কি, রাচিন রবীন্দ্র, ইস সোধি (ম্যাচ ১), উইল ইয়াং।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা

Published

on

লোকসানে

বৃষ্টিতে ভেসেই গেলো মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। দিন গড়াতে সেটি বাড়ল আরও। শেষ পর্যন্ত আর মাঠে গড়াতে পারলো না একটি বলও। দুপুর ১টা ৫৪ মিনিটে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের তৃতীয় দিন আবহাওয়া ঠিক থাকলে আধঘণ্টা খেলা বেশি হবে। ম্যাচ শুরু হবে ৯টা ১৫ মিনিটে, দিনের শেষেও বাড়তি খেলা হবে ১৫ মিনিট। দুদিক মিলিয়ে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে।

আগের দিন আলোক স্বল্পতায় খেলা আগে শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল সোয়া নয়টায়। কিন্তু এদিন ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিনে পিচ থেকে কখনোই কাভার সরানো হয়নি।

ক্রিকেটাররা ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন আড্ডায়। দুয়েকজন অবশ্য ইনডোরে গিয়ে ব্যাটিং অনুশীলন করে আসেন। তবে মাঠে আর ক্রিকেট ফিরতে পারেনি।

এর আগে বুধবার প্রথম দিন ছিল বোলারদের দাপট। দু দল মিলিয়ে এদিন ১৫ উইকেট নেন তারা। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। পরে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে নিউজিল্যান্ড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

বৃষ্টিতে বিলম্ব ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

Published

on

লোকসানে

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করলেও প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে জবাব দিতে নামা কিউইরা ইনিংস শুরু করতেই ৫ উইকেট হারিয়েছে।

নিউজিল্যান্ড প্রথম দিন ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে স্টাম্পড ঘোষণা করা হয়। দ্বিতীয় দিন গুড়িগুড়ি বৃষ্টির কারণে খেলাই শুরু করা যায়নি।

দ্বিতীয় দিন ইনিংস শুরু করবেন ১২ রান করা ড্যারেল মিশেল। তার সঙ্গী গ্লেন ফিলিপস। এর আগে দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) ব্যর্থ হয়েছেন। পরে হেনরি নিকোলস ১ রান, কেন উইলিয়ামসন ১৩ ও টম ব্লান্ডেল শূন্য করে ফিরেছেন।

টস জিতে ব্যাটে নামা বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।

বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের তিন স্পিনার। গ্লেন ফিলিপস ১২ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। স্যান্টনার ৬৫ রানে ৩টি ও এজাজ প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অন্য দিকে বাংলাদেশের পক্ষে মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২ উইকেট।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

মিরপুরে স্পিন ঘূর্ণিতে প্রথম দিনেই ১৫ উইকেট

Published

on

লোকসানে

নিম্নচাপের প্রভাবে ঢাকায় আজ সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। গুমোট এই আবহাওয়ায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন কিউইদের ঘূর্ণির সামনে ১৭২ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ।

বিপর্যস্ত স্বাগতিকরা পরে ঘূর্ণির জবাব ঘূর্ণিতেই দিয়েছে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ৪৬ রানে তুলে নেন অতিথিদের ৫ উইকেট। আলোকস্বল্পতায় বিকাল ৪টা ১৬ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে। অতিথি দল ৫৫ রানে ৫ উইকেট নিয়ে মাঠ ছাড়ে। তাতে প্রথম দিনের খেলা শেষে উভয় দল মিলে ১৫ উইকেট হারিয়ে বসে। যার ১৩টাই ঢুকে স্পিনারদের পকেটে।

সিলেট টেস্টে ১০ উইকেট শিকারি তাইজুল ইসলাম আজ ষষ্ঠ ওভাবেই আঘাত হানেন। এরপর তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজও। দুজন মিলে অতিথি দলের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২টি উইকেট নেন।

৮০ ওভারেরও কম সময় খেলা হয় প্রথম দিন, এতে ১৫ উইকেটের পতন ঘটে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কিউইদের স্পিনে ধরাশায়ী হয়। মিচেল স্যান্টনার (৩/৬৫), গ্লেন ফিলিপস (৩/৩১) ও এজাজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশের ৮ উইকেট ভাগাভাগি করেন। পেসার টিম সাউদি নেন ১টি উইকেট।

হাত দিয়ে বল ধরে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানও আসে তার ব্যাট থেকে। এছাড়া শাহাদাত হোসেন দিপু ৩১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রান করেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
চাকরির সুযোগ
ক্যাম্পাস টু ক্যারিয়ার58 mins ago

স্নাতক পাসে নিয়োগ দেবে আইআরসি

লোকসানে
জাতীয়1 hour ago

গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে

লোকসানে
অর্থনীতি1 hour ago

এমপি গোলাপের শেয়ারবাজার-বন্ডে বিনিয়োগ দেড় কোটি টাকা

লোকসানে
অর্থনীতি2 hours ago

মমতাজের শেয়ার-সঞ্চয়পত্রে বিনিয়োগ ৪ কোটি টাকা

লোকসানে
জাতীয়2 hours ago

চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী

লোকসানে
রাজধানী2 hours ago

বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানের উন্নতি

লোকসানে
আন্তর্জাতিক2 hours ago

নীতি সুদহার বাড়াচ্ছে না ভারত, ঋণগ্রহীতাদের স্বস্তি

লোকসানে
অর্থনীতি3 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর শেয়ার-সঞ্চয়পত্রে বিনিয়োগ ১৩ লাখ টাকা

লোকসানে
ধর্ম ও জীবন3 hours ago

জুমার দিনে যে ৫ ভুল করা অনুচিত

লোকসানে
আন্তর্জাতিক3 hours ago

কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কে আইন পাস

Advertisement

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31