রাজধানী
ঢাকায় মৌলিক মানবাধিকার আদর্শমান পর্যালোচনা সভা

মানবিক কর্মকান্ডে, বিশেষ করে মানবিক তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য বলে মত প্রকাশ করেন উন্নয়ন ও মানবিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। তাঁরা এ ধরনের সকল কার্যক্রমে মানবাধিকারসহ জনগণের সকল অধিকার নিশ্চিত করার জন্যও সুপারিশ করেন। আজ (২৫ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বেঠকে তাঁরা এসব কথা বলেন।
কোস্ট ফাউন্ডেশন এবং সিএইচএস এলায়েন্স আয়োজিত ‘সিএইচ রিভিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই গোলটেবিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপিরচালক মো. মিজানুর রহমান।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এবং দুর্যোগ ফোরামের সদস্য সচিব নঈম গরহর ওয়াহরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএইচএস এলায়েন্সের পলিসি এন্ড আউটরিচ সিনিয়র ডিরেক্টর বোনাভেনচার জিবেটু সোকপন। এতে বক্তৃতা প্রদান করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ের হিউম্যানিটারিয়ন এফেয়ার্স এভিাইসর এলাইডা ভালদেস, সিএইচএস এলায়েন্সের ডিরেক্টর পলিসি, ইম্প্যাকট এন্ড এডভোকেসি ট্রড স্ট্র্যানড।
বিশ্বজুড়ে মানবিক সহায়তায় আদর্শ মান নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত অন্যতম একটি নির্দেশিকা হলো কোর হিউম্যানিটারিয়ান কোয়াালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি স্ট্যান্ডার্ড (সিএইচএস)। ২০১৪ সালের ডিসেম্বরে প্রণীত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী শত শত সংস্থা তাদের মানবিক কর্মকান্ডে এই আদর্শমানগুলো ব্যবহার করছে। বর্তমানে এই আদর্শমানগুলোর একটি পর্যালোচনা চলছে, এটিকে বর্তমান বিশ্বের প্রয়োজন ও বাস্তবতাার আলোকে অধিকতর কার্যকর করে তোলার লক্ষ্যে। তাঁরই ধারাবাহিকতায় বাংলাদেশেও রাজধানীর একটি হোটেলে নেতৃস্থানীয় মানবিক ও উন্নয়ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বোনাভেনচার বলেন, আদর্শমান সংশোধনের মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ের সঙ্গে আদর্শমানকে প্রাসঙ্গিক করে তোলা। এলাইদা ভালদেস মানবিক সহায়তা কর্মসূচিতে মানবতা, নিরপেক্ষতা, বৈষম্যহীনতা বজায় রাখা এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরির উপর গুরুত্বারোপ করেন। তিনি মানবিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নারী-পুরুষ সমতা এবং এবং জবাবদিহিতা নিশ্চিত করার উপরও জোর দেন, যাতে প্রয়োজনয়ি ক্ষেত্রে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত হয়। ট্রড স্ট্র্যানড মানবিক মানবিক কর্মকান্ডে গুণগতমান এবং জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, সিএইচএস মানবিক আদর্শমানের উপর ভিত্তি করে তৈরি, যা সকল কর্মসূচিতে জনগণকে কেন্দ্রে রাখে। নাঈম গওহর ওয়াহরা বলেন, বাংলৈাদেশ সরকারের ডিজাস্টার স্ট্যান্ডিং অর্ডার এবং সিএইচএস এর ভাষার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। সরকারের উচিত সিএইচএসকে স্বীকৃতি দেওয়া এবং এই মানগুলিকে সংশ্লিষ্ট কর্মীদের ব্যবহারবান্ধব করে তুলতে হজবে যাতে সঙ্কট ও বিপদের সময় জনগণের জন্য এগুলো প্রয়োগ হরা যায়। মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশে মানবিক কর্মসূচি পরিচালনাসহ দুর্যোগ মোকাবেলার প্রায় সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দেশে জীবন-জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সিএইচএস আমাদের কাজকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
বৈঠকে আরও বক্তৃতা রাখেন বিডিআরসিএস’র এম এ হালিম, দুর্যোগ বিশেষজ্ঞ মোঃ আব্দুল লতিফ, ইসলামিক রিলিফ’র ময়েন ইউ আহমেদ, ইউএসএআইডি’র শফিকুর রহমান, এনজিও প্ল্যাটফর্ম’র আমির হোসেন, অ্যাকশন এইড’র শাহিনুজ্জামান, জাগো নারীর ডিউক ইভন আমিন, খ্রিস্টান এইড’র মো. শামসুজ্জামান।
এছাড়া ওয়ার্ল্ড ভিশন’র রাহাত আরা, সংগ্রাম’র চৌধুরী মো. মঈন, ডব্লিউএফপি’র রকিবুল আলম, এনজিও ফোরাম’র শহিদুল আলম, বিএনপিএস’র শাহিদা পারভিন, কক্সবাজার কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র সুব্রত দত্ত, এডুকো’র কাজী আবদুল কাদির, কারিতাস’র সেবাস্টিয়ান রোজারিও এবং সিসিডিবি থেকে আবদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ব্র্যাক, কেয়ার, সিসিডিবি, সিডিডি, আইএফআরসি, আইওএম, নাহাব, নিড অ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপ, নিরাপদ, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফাম, সেভ দ্য চিলড্রেন, টিয়ারফান্ড এবং ইউনিসফ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানী
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ সোমবার

আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ সোমবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।
অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ২৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৪১৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ২৮০ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটোর এবং শহরটির স্কোর হচ্ছে ২১১। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
দূষণের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৮৮ অর্থাৎ এখানকার বায়ু আজ অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে নয়টির অবস্থানই এ অঞ্চলে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা কত?

বায়ুদূষণের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুদূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৭১। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। লাহোরের স্কোর ৪২২ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এরপর চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা শহর।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বুধবার

আমাদের প্রতিদিনই জরুরি প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। আসুন জেনে নেই আজ বুধবার রাজধানীর কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী
২৮৯ আসনে জাপার প্রার্থীদের নাম ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৮৯ মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। সোমবার ( ২৭ নভেম্বর) জাপার বনানী কার্যালয়ে এ ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা ২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পেরেছি।
ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।
চুন্নু বলেন, ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তার জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা