কর্পোরেট সংবাদ
শরীয়াহ নীতিমালা নিয়ে আইবিসিএফের প্রশিক্ষণ

ইসলামিক ব্যাংকসমূহের মুনাফা বন্টনের প্রচলিত ২টি পদ্ধতির শরীয়াহ নীতিমালা বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দেশের শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে বিএবি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিসিএফের উপদেষ্টা ও স্ট্যার্ন্ডাড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় তিনি ১৮টি ব্যাংকের ৩৫ জন নির্বাহী ও কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক রির্সাচ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফা।
কর্মশালায় ৬টি সেশন পরিচালনা করেন বিআইবিএম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির খ্যাতনামা ইসলামী ব্যাংকার ও শরীয়াহ বিশেষজ্ঞবৃন্দ।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ব্র্যাক ব্যাংকের ‘পিএমও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ চ্যাপ্টার ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)’ থেকে মর্যাদাপূর্ণ ‘পিএমও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজমেন্ট-ফাংশন প্রসেসে সুচারুকরণ, কার্য সম্পাদনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি অর্জন করেছে। ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ হলো বাংলাদেশের পেশাদার ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রজেক্ট ম্যানেজমেন্ট পুরস্কার।
প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস প্রজেক্ট ম্যানেজমেন্টে শ্রেষ্ঠত্ব উদ্যাপন করার পাশাপাশি দেশে অনুকরণীয় প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসকে স্বীকৃতি প্রদান করে থাকে। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার’ কর্তৃক আয়োজিত এটি চতুর্থ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস প্রোগ্রাম। এ বছর প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডের জন্য পাঁচটি ভিন্ন বিভাগে ৪০টিরও বেশি প্রজেক্ট অংশগ্রহণ করেছিল।
গত ২৫ নভেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদের কাছ থেকে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট অন্বেশা আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও সাব্বির হোসেনসহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ।
এই সম্মাননা অর্জনের বিষয়ে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, গত কয়েক বছরে ধরে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি প্রযুক্তি-অবকাঠামো প্রজেক্ট সফলভাবে চালু করতে সমর্থ হয়েছে। এই প্রজেক্টগুলো গ্রাহকদের সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ভাবমূর্তি উন্নয়নেও ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। আমাদের ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস’ নিজেদের পেশাদারিত্ব এবং সংকল্প প্রদর্শনের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল ট্রানফরমেশন প্রজেক্টে নেতৃত্ব দিয়েছে। পিএমআই বাংলাদেশের কাছ থেকে এই পুরস্কারটি অর্জন করতে পেয়ে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি, যা ভবিষ্যতে আমাদের প্রজেক্ট পরিচালনা কার্যক্রমকে আরও জোরদার করতে এবং আমাদের প্রতিষ্ঠানের ভেতর এই গুরুত্বপূর্ণ ফাংশনটিকে আরও উন্নত করতে অনুপ্রাণিত করবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ছাড়ে রিয়েলমি ডিসপ্লে পরিবর্তন করার সুযোগ

ফ্যান ও ব্যবহারকারীদের জন্য ‘স্ক্রিন ডিসকাউন্ট’ অফার নিয়ে এলো তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এ সুবিধা গ্রহণ করতে পারবেন তারা। এই অফারে বাছাই করা স্মার্টফোন মডেলের ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ছাড়।
ব্যবহারকারীরা স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবেন। দেশের যেকোনো জায়গার সার্ভিস সেন্টার থেকে এই অফার উপভোগ করতে পারবেন তারা। তবে ক্রেতাদের প্রতি পরামর্শ, কোনো আউটলেটে যাওয়ার আগে সেখানে ওই নির্দিষ্ট মডেলের ডিসপ্লে রয়েছে কি না তা দেখে নিতে হবে।
আপনার নিকটস্থ রিয়েলমি সার্ভিস সেন্টারের লোকেশন এখান থেকে দেখুন- https://www.realme.com/bd/support/services
নিম্নোক্ত মডেলগুলোর জন্য এই অফার প্রযোজ্য হবে। মডেলগুলো হলো- রিয়েলমি ৯ প্রো ফাইভজি, রিয়েলমি ৯আই, রিয়েলমি সি৩৩, রিয়েলমি সি২১ওয়াই, রিয়েলমি সি২৫-ওয়াই, রিয়েলমি সি৩১, রিয়েলমি নারজো ৫০এ প্রাইম, রিয়েলমি সি৩৫, রিয়েলমি সি৩০, রিয়েলমি সি২৫এস, রিয়েলমি ৮ ফাইভজি, রিয়েলমি ৬আই, রিয়েলমি জিটি নিও২, রিয়েলমি সি২১, রিয়েলমি সি২০, রিয়েলমি নারজো ৫০, রিয়েলমি ৭আই, রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন, রিয়েলমি সি১৭, রিয়েলমি সি২৫, রিয়েলমি নারজো ৩০এ, রিয়েলমি সি৩০এস, রিয়েলমি নারজো ২০, রিয়েলমি সি১১, রিয়েলমি ৫আই, রিয়েলমি ৭ প্রো, রিয়েলমি ৮, রিয়েলমি জিটি মাস্টার এডিশন এবং রিয়েলমি সি৩।
উল্লেখ্য, এই অফারগুলো কেবলমাত্র রিয়েলমি’র অফিসশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যবহারকারীরা রিয়েলমি অনুমোদিত সার্ভিস সেন্টারে ডিভাইস পাঠানোর ক্ষেত্রে রিয়েলমি অনুমোদিত কালেকশন পয়েন্ট ব্যবহার করার সুযোগ পাবেন। একজন ক্রেতা এই ছাড় বেশ কয়েকবার গ্রহণ করার সুযোগ পাবেন, যা এই অফারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যাই হোক, সার্ভিসিংয়ের পর পরিবর্তন করা ভাঙা অংশগুলো ব্যবহারকারীরা ফেরত নিতে পারবেন না। ফেসবুকে রিয়েলমি’র অফিসিয়াল আফটার-সেল সার্ভিস পেজ ‘রিয়েলমি সার্ভিস বিডি’ থেকে এই অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে এই অফার চলবে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আপনার নিকটস্থ আউটলেটে যান আর উপভোগ করুন আকর্ষণীয় অফার।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
স্বপ্নতে মাছ-মাংস-তেলসহ নানান পণ্যে অবিশ্বাস্য ছাড়

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি। স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ১ ও ২ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।
এছাড়া এসিআই ও পুষ্টি ব্র্যান্ডের আটা, ময়দা ১ কেজিতে পাওয়া যাবে ১৮ টাকা ছাড়। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে । এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই ।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
যুক্তরাজ্যে আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো অনুষ্ঠিত

বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডর্ফোডে গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো ২০২৩’।
শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিট্যান্স প্রেরনে উৎসাহিত করতে আয়োজন করা হয় এই রোডশো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের পরিচালক ও আইএফআইসি মানিট্রান্সফার ইউকে লিমিটেডের চেয়ারম্যান এ আরএম. নজমুস ছাকিব প্রবাসী ও অনাবাসি বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক-কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরেন। তিনি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি’র নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএস এর মাধ্যমে প্রবাসীদের প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কামরুন নাহার আহমেদ, রাবেয়া জামালী, মো. জাফর ইকবাল, মো. গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ্বাস, ব্যাংকের কর্পোরেট সচিব মোকাম্মেল হক, আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের সিইও মনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন।
আইএফআইসি মানি ট্রান্সফার ইউকের এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটির ব্রাডর্ফোড এজেন্ট সোনালী বিজনেস সেন্টার(ইউকে) লিমিটেড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ডমেস্টিক) ২০২২-২০২৩’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দীন এ পুরস্কার গ্রহণ করেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের হাতে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ্ খান, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দীন তালুকদার ও মোহাম্মদ মানজুরুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ওসমান গণি ও আ ন ম তাওহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।