Connect with us

আন্তর্জাতিক

তুরস্কে বিনিয়োগে আগ্রহী আলিবাবা

Published

on

আর. এন.

তুরস্কে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে এ কথা জানিয়েছে আলিবাবার প্রেসিডেন্ট মাইকেল ইভান্স। খবর রয়টার্স।

কোম্পানির তুর্কি ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, আলিবাবার প্রেসিডেন্ট মাইকেল ইভান্স এরদোগানের সঙ্গে বৈঠকে বিনিয়োগের কথা জানিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ বিনিয়োগ করা হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

বিবৃবিতে বলা হয়েছে, বেঠকে ইভান্স তুর্কি প্রেসিডেন্টকে জানিয়েছেন, দেশটির সবচেয়ে পরিচিত ই-কমার্স প্লাটফর্মগুলোর মধ্যে অন্যতম ট্রেন্ডিওলের মাধ্যমে তুরস্কে আলীবাবা এরই মধ্যে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এরদোগান। ট্রেন্ডিওলের প্রেসিডেন্ট ক্যাগ্লায়ান সেটিনও এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটিন বলেছেন, ইভান্স তার নতুন বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। যার মধ্যে আঙ্কারায় একটি ডাটা সেন্টার ও একটি লজিস্টিক সেন্টার এবং ইস্তানবুল বিমানবন্দরে রফতানি অপারেশন কেন্দ্রে বিনিয়োগ করবেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক

অক্টোবরে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে

Published

on

আর. এন.

ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে। গত অক্টোবরে উৎপাদনের পরিমাণ ছিল আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। গত অক্টোবরে মোট ১৫ কোটি টন অপরিশোধিত ইস্পাত উৎপাদিত হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিশ্বে মোট ১৫৬ কোটি ৭৩ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে।

পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া ওশেনিয়া। অক্টোবরে অঞ্চলটি ১০ কোটি ৮৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম ১০ মাসে অঞ্চলটির মোট উৎপাদন ১১৬ কোটি ৫২ লাখ টনে উন্নীত হয়েছে।

অন্যদিকে অক্টোবরে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোয় উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। গত বছরের তুলনায় অঞ্চলটিতে গত মাসে উৎপাদন ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অঞ্চল হিসেবে গত মাসে এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি। অক্টোবরে ৭৫ লাখ টনসহ চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ১ কোটি ২৯ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।

এছাড়া অক্টোবরে মধ্যপ্রাচ্যে ৫ শতাংশ ও আফ্রিকায় ৩ দশমিক ৫ শতাংশ উৎপাদন প্রবৃদ্ধি এসেছে। মাসটিতে অঞ্চল দুটির উৎপাদনের পরিমাণ ছিল ৫০ লাখ টন ও ১৯ লাখ টন। আর সবচেয়ে বেশি ৮ দশমিক ৭ শতাংশ উৎপাদন কমেছে দক্ষিণ আমেরিকায় ও ইউরোপীয় অঞ্চলে (৭ দশমিক ১ শতাংশ)। অঞ্চল দুটিতে অক্টোবরে উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ লাখ টন ও ১ কোটি ৬ লাখ টন।

ওয়ার্ল্ড স্টিলের তথ্যমতে, চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী ও ব্যবহারকারী। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই মাসে দেশটির উৎপাদন ১ দশমিক ৮ শতাংশ কমে নেমেছে ৭ কোটি ৯১ লাখ টনে। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে চীন মোট ৮৭ কোটি ৪৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে।

দ্বিতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ ভারতে অক্টোবরে ইস্পাত উৎপাদনে একক দেশ হিসেবে সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে। ওই মাসে দেশটি ১ কোটি ২১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ১ শতাংশ বেশি। আর এ বছরের প্রথম ১০ মাসে ভারতের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৬৩ লাখ টনে।

এককভাবে গত মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে রাশিয়ার। অক্টোবরে উৎপাদন ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ টনে। আর বছরের প্রথম ১০ মাসে মোট ৬ কোটি ৩৫ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে দেশটি।

আর ৯ দশমিক ৫ শতাংশ উৎপাদন প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়া। অক্টোবরে ৫৫ লাখ টনসহ বছরের প্রথম ১০ মাসে ৫ কোটি ৫৯ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে দেশটি।

অন্যদিকে উৎপাদনের পরিমাণের দিক থেকে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্বের শীর্ষ পাঁচ দেশ। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জার্মানি, তুরস্ক, ব্রাজিল ও ইরান।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

৯৬৮ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া

Published

on

আর. এন.

ভাগ্য বদলাতে ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় ভূমধ্যসাগরের বিপৎসংকুল পথই ছিল তাদের ভরসা। অবৈধ অভিবাসন ঠেকাতে ৯৬৮ অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাবে লিবিয়া।

শুক্রবার (১ ডিসেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চার্টার্ড ফ্লাইটে লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। রাজধানী ত্রিপলির একটি কারাগার থেকে জাতিসংঘ অভিবাসন এজেন্সির সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এছাড়া ৫ ডিসেম্বরের মধ্যে আরও অভিবাসীকে ফেরত পাঠানো হবে।

ব্র্যাক অভিবাসন বিভাগ ঢাকার প্রধান শরিফুল হাসান বলেন, ৯৬৮ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত আনতে কাজ করছে ব্র্যাক।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে পাকিস্তানের

Published

on

আর. এন.

আন্তর্জাতিক ঋণের বোঝা বেড়েই চলেছে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবছরের শেষে দেশটির বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৮২ ট্রিলিয়ন পাকিস্তানি রুপিতে।

আইএমএফ জানায়, দেশটির মোট পাবলিক ঋণের এই গতি অব্যাহত থাকবে। তাই পরবর্তী অর্থবছরে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ৯২ দশমিক ২৪ ট্রিলিয়ন রুপিতে।

গত মাসে পাকিস্তান ও আইএমএফের মধ্যে স্টাফ-লেভেল একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে পাকিস্তানকে ধাপে ধাপে ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে।

পকিস্তানের অর্থনীতিতে সংকট চলছে গত কয়েক বছর ধরেই। এর অন্যতম কারণ হলো করোনা মহামারি, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও অভ্যন্তরীণ প্রাকৃতিক যুদ্ধ। পাশাপাশি রয়েছে রাজনৈতিক সংকট।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ, যা আগের অর্থাৎ প্রথম প্রান্তিকের চেয়ে কম।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। যদিও এর আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৮ শতাংশ। যদিও এই প্রবৃদ্ধি অন্য যেকোনো উদীয়মান অর্থনীতির মধ্যে বেশি।

গত কয়েক বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে দেশটি। তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

হেনরি কিসিঞ্জার মারা গেছেন

Published

on

আর. এন.

মার্কিন কূটনীতিক ও বিতর্কিত নোবেল বিজয়ী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সময় বুধবার তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বার্তা সংস্থা রয়টার্স কিসিঞ্জার অ্যাসোসিয়েটস এর বরাতে নিশ্চিত করেছে এ খবর।

কিসিঞ্জার ছিলেন হার্ভার্ডের একজন অধ্যাপক যিনি পরবর্তী সময়ে রাজনীতিতে নাম লেখান। মার্কিন-সোভিয়েত শীতল যুদ্ধের অন্যতম কারিগর মনে করা হয় তাকে।

১৯২৩ সালে জার্মানিতে তার জন্ম হলেও ১৯৩৮ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পালিয়ে আসে। ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান এবং তিন বছরের জন্য দেশটির সেনাবাহিনীতে যোগ দেন।

ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি হার্ভার্ডের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে তিনি মার্কিন রাজনীতিতে বিপুল ক্ষমতা লাভ করেন। এর মাধ্যমে তার পূর্ণকালীন অধ্যাপনাও শেষ হয়।

পরে তিনি নিক্সনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আমলেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে ইসরায়েল এবং প্রতিবেশীদের ইয়ম কিপুর যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ নিয়ে প্যারিস শান্তিচুক্তি করে ব্যাপক আলোচনায় আসেন।

১৯৭৩ সালেই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এ নিয়ে শুরু হয় চরম বিতর্ক। তার সঙ্গে নোবেল পান উত্তর ভিয়েতনামের নেতা লি ডুক থো, যিনি এটি গ্রহণ করতে অস্বীকার করেন।

জার্মানিতে জন্ম নেওয়া এ কূটনীতিক ছিলেন ইহুদী ধর্মের অনুসারী। রাজনীতি করতেন রিপাবলিকান দলে।

আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন কিসিঞ্জার অ্যাসোসিয়েটস। এটি একটি রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

২০২৪ সালে সুদহার কমাতে পারে ফেড

Published

on

আর. এন.

আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মৃদু মন্দা ভাব বিরাজ করতে পারে। ফলে ফেডারেল রিজার্ভ ২০২৪ সালে সুদহার কমাতে পারে বলে প্রক্ষেপণ করেছেন ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদরা। খবর রয়টার্স।

অর্থনৈতিক পরিস্থিতির পূর্বাভাসসংক্রান্ত এক প্রতিবেদনে ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদরা জানান, ২০২৪ সালে ১৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদহার কমানো হতে পারে। বর্তমানে ফেডের সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ তা কমে ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশে নেমে আসবে।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্যানুযায়ী, বর্তমানে ব্যবসায়ীরা ৪ দশমিক ৪৮ শতাংশ হারে লেনদেন করছেন।

ডয়চে ব্যাংকের পূর্বাভাস, ২০২৪-এর প্রথমার্ধের দুই প্রান্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী থাকবে।

এক সাক্ষাৎকারে ব্যাংকটির অর্থনীতিবিদ ব্রেট রায়ান বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী থাকলে বেকারত্বের হার বাড়বে। চলতি বছর যেখানে এর হার ৩ দশমিক ৯ শতাংশ, আগামী বছরের মাঝামাঝিতে তা ৪ দশমিক ৬ শতাংশ ছাড়িয়ে যাবে।’

প্রবীণ মার্কিন অর্থনীতিবিদ ব্রেট রায়ান আরো বলেন, ‘এ সময়ের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে।’

সম্প্রতি প্রকাশিত হওয়া প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রথমার্ধে কিছুটা মন্দা পরিস্থিতি বজায় থাকতে পারে।

ডয়চে ব্যাংকের আশা, ২০২৪ সালের জুনে অনুষ্ঠেয় ফেড সম্মেলনে ৫০ বেসিস পয়েন্ট হার কমানো হবে। এছাড়া বছরের বাকি সময় আর ১২৫ পয়েন্ট কমানো হবে। ২০২২ সালের মার্চ থেকে ফেডারেল রিজার্ভ ৫২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদহার বাড়িয়েছে। এর মধ্যে অর্থনীতিতে মন্দা ভাব তৈরি হওয়ার সম্ভাবনাকে ভিত্তিহীন হিসেবে উপস্থাপনের চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
ইসি
জাতীয়7 hours ago

দেশের সব থানার ওসি বদলির নির্দেশ

লেনদেন
পুঁজিবাজার7 hours ago

লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

আর. এন.
খেলাধুলা8 hours ago

সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ

আর. এন.
লাইফস্টাইল8 hours ago

স্মৃতিশক্তি কমে যাওয়া রুখতে যেসব খাবার খাবেন

আর. এন.
জাতীয়8 hours ago

জলবায়ুর প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান

আর. এন.
আন্তর্জাতিক8 hours ago

অক্টোবরে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন বেড়েছে

আর. এন.
জাতীয়8 hours ago

নির্বাচনে ২৭১৩টি মনোনয়ন জমা, ৭৪৭ জন স্বতন্ত্র

আর. এন.
ক্যাম্পাস টু ক্যারিয়ার8 hours ago

নারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস

প্রবাসী আয়
অর্থনীতি9 hours ago

রেমিট্যান্সে ডলারের দর বেড়ে দাঁড়ালো ১২৩ টাকায়

আর. এন.
টেলিকম ও প্রযুক্তি9 hours ago

আজ থেকে অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31