কর্পোরেট সংবাদ
পেমেন্ট খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা দিলো ভিসা

ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা সম্প্রতি ‘টুওয়ার্ডস এ ক্যাশলেস, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করেছে। সম্প্রতি রাজধানী শেরাটন ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এমন ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, মার্চেন্ট সহ ইকোসিস্টেম সংশ্লিষ্টসহ ভিসার অংশীদারদের এ কনক্লেভ আয়োজনের মাধ্যমে সম্মাননা দেয়া হয়।
ভিসার এ লিডারশিপ কনক্লেভে অংশগ্রহণ করেন উদ্ভাবক, বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা এ সম্মেলনের মাধ্যমে পেমেন্ট খাত নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় করেন। এ বছরের সম্মেলনে এই খাতে বৃহৎ পরিসরে ডিজিটাল সক্ষমতা নিশ্চিতে প্রয়োজনীয় উন্নয়ন ও ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে করণীয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই সম্মেলনে ব্যবসা, পেমেন্ট ইকোসিস্টেম এবং দেশের উন্নয়নে আমাদের অংশীদারদের অসামান্য অবদান তুলে ধরতে পেরে আমরা উচ্ছ্বসিত। কনজ্যুমার পেমেন্টস, কমার্শিয়াল অ্যান্ড মানি মুভমেন্ট সল্যুশন এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসে যারা এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন। তাদের এই অর্জনই তুলে ধরে কীভাবে আমরা অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক ও ক্যাশলেস সমাজ গড়ে তুলতে পারি। সামনের দিনগুলোতেও এই যাত্রা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী।
সম্মেলনে ইস্যুয়েন্স অ্যান্ড অ্যাকুয়েরিং, ক্রস-বর্ডার পেমেন্টস, প্রোডাক্ট ইনোভেশন, ফিনটেক পার্টনারশিপ, সাইবারসোর্স ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসসহ বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আড়ং, দারাজ, বিকাশ, আইটি কনসালটেন্স লিমিটেড (আইটিসিএল), দ্য সিটি ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি), সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল) ওয়্যারলেস, সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দ্য প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, নগদ ও ডাচ-বাংলা ব্যাংক।

ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৩-এ প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। সম্মেলনে বাংলাদেশের কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়েরার সহ পুরো ভিসা টিমের সাথে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।
বাংলাদেশে ভিসা শীর্ষস্থানীয় ব্যাংক, এমএফএস (মোবাইল আর্থিক সেবা), ফিনটেক ও মার্চেন্টদের সাথে অংশীদারিত্ব করেছে ভিসা। এক্ষেত্রে, প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি ক্যাশলেস ও ডিজিটাল-ফার্স্ট সোসাইটিতে রূপান্তরে সবার কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইবিটিআরএ’র প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, মো. রাজা মিয়া, নাজমুস সাকিব মো. রেজাউর রহমান ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ।
ব্যাংকের অডিট অ্যান্ড ইনপেকশন ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সিটি ব্যাংকের ‘আইটিএফসি-২০২৩’ পুরস্কার অর্জন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকটের সময় গম আমদানির জন্য ইসলামী অর্থায়ন কাঠামোর অধীনে একটি অনন্য সমাধান খুঁজে বের করে সিটি ব্যাংক। এই প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ ব্যাংকটি ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে ‘আইটিএফসি ট্রেড ফাইন্যান্স ডিল অফ দ্যা ইয়ার’ পুরস্কার অর্জন করেছে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন আইটিএফসি’র সিওও নাজিব নুরডালির কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে আইটিএফসি’র এশিয়া ও মিডিলইষ্টের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলম, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান হাসান শরীফ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মাসরুর আরেফিন আইটিএফসিকে পুরস্কারের জন্যে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা ইসলামিক কাঠামোর অধীনে ট্রেড ফাইন্যান্স সুবিধা নিতে চান আইটিএফসি’র সহায়তায় আমরা সেই গ্রাহকদের খুব সহজে ও দক্ষতার সাথে সেবা দিতে পারি। আইটিএফসি’র ট্রেড ফাইন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা প্রদান করে যা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৯ সাল থেকে সিটি ব্যাংক আইটিএফসি’র ট্রেড ফাইন্যান্স সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে সিটি ব্যাংকের প্রাপ্ত এই সুবিধাটিই সর্বোচ্চ।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে জেসিআই বাংলাদেশ

ঝিনাইদহ জেলায় সুইড রতনপুর অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে জেসিআই বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান জেসিআই যশোর ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সম্প্রতি সংগঠনটির উদ্যোগ প্রজেক্ট “সহায়” এর মাধ্যমে বিদ্যালয়টিতে অটিস্টিক শিশুদের যাতায়াতের জন্য যানবাহন মেরামত করে দেয়া হয়েছে এবং ভবন সংস্কার করে দেয়া হচ্ছে।
বিদ্যালয় পরিদর্শনকালে জেসিআই যশোরের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান এবং তার বোর্ডের সদস্যবৃন্দসহ জেসিআই ঢাকা ওয়েস্ট, জেসিআই ঢাকা ইয়াং এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটের বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিদ্যালয়টিতে মেরামতকৃত যানবাহন ও সংস্কারকৃত ভবন পরিদর্শন করেন। এছাড়া তারা অটিস্টিক শিশুদের সাথে কথা বলে এবং তাদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে আনন্দঘন সময় কাটান এবং তাদের উপহার প্রদান করেন।
এছাড়া তারা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা, বিদ্যালয় এবং অটিস্টিক শিশুদের সুবিধা ও অসুবিধা সংক্রান্ত নানা ব্যাপারে আলোচনা করেন।

জেসিআই বাংলাদেশের ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূইয়ার পরিকল্পনায় প্রজেক্ট “সহায়” এর মূল উদ্যোক্তা এবং সমন্বয়কারী জেসিআই যশোর, সহযোগিতায় জেসিআই ঢাকা ওয়েস্ট, জেসিআই ঢাকা ইয়াং এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেট।
এ ব্যাপারে জেসিআই যশোরের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান বলেন, “অটিস্টিক শিশুরা সমাজের কোন বোঝা না। বরং তাদের আচরনগত ক্রটিকে আমরা বুঝতে পারি না এবং এই ব্যাপারে আমাদের পর্যাপ্ত জ্ঞান নাই বলে একে আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করি। এই ভ্রান্ত চিন্তা থেকে আমাদের বের হতে হবে এবং অটিস্টিক শিশুদের সমাজের শক্তিতে পরিণত করতে হবে। এজন্য তাদের শিক্ষা ব্যবস্থাপনা আর সার্বিক উন্নয়ন ঘটাতে হবে।”
ভবিষ্যতেও বিশেষ চাহিদা ও অটিস্টিক শিশুদের সার্বিক উন্নয়নে জেসিআই যশোরের তত্ত্বাবধানে প্রজেক্ট “সহায়” এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেসিআই ঢাকা ওয়েস্ট এর লোকাল কমিটি চেয়ার মো. রিয়েল আহমেদ বলেন, “আমরা যাদের সমাজের বোঝা মনে করি, তাদের মেধা মূল্যায়ন করে তাদের মেধা অনুযায়ী তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করে দেই, তাহলে সমাজের ব্যাপক উন্নয়ন হবে। এজন্য সমাজের সামর্থবান সকলকে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৫ হাজার সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
স্বপ্নযাত্রা’র অংশীদার হলেন আফতাব আহম্মেদ

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গত বছর ধরে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা। অর্থাভাবে ঝরে পড়া অসহায় শিক্ষার্থীদের সহযোগিতায় হাত বাড়িয়ে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে। এবার স্বপ্নযাত্রার স্বপ্ন সারথিদের স্বপ্ন পূরণের অংশীদার হতে এগিয়ে এলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স অফিসে তিনি স্বপ্নযাত্রার উদ্যোক্তা আরিফ সিকদারের হাতে ব্যক্তিগত ৫০ হাজার টাকা তুলে দেন।
পাশাপাশি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদ স্বপ্নযাত্রার এ সকল মহৎ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং স্বপ্নযাত্রার কার্যক্রমের পরিধি বাড়াতে ও ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
এ সময় স্বপ্নযাত্রার পরিবারের পক্ষ থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর আফতাব আহম্মেদকে ধন্যবাদ জানান উদ্যোক্তা আরিফ সিকদার।
উল্লেখ্য, স্বপ্নযাত্রা একটি দরিদ্র মেধাবী শিক্ষা সহায়তা কার্যক্রম। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের ১২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৪৭ জন (ছেলে-১০০ মেয়ে-৪৭) শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বপ্নযাত্রা শিক্ষার্থীর উচ্চ শিক্ষা পূরণের যাবতীয় সকল খরচ বহন করে থাকে। পঞ্চম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত যে কেউ স্বপ্নযাত্রা শিক্ষা সহায়তার আওতাভুক্ত হতে পারে।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
দ্য বডি শপে বিশেষ ডিসকাউন্ট পাবেন ব্র্যাক ব্যাংকের ‘তারা’ গ্রাহকরা

‘তারা’ গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রদান করতে ব্র্যাক ব্যাংক সম্প্রতি দ্য বডি শপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে, ‘তারা’ কার্ডধারীরা ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটা করলেই পাবেন দ্য বডি শপের সমস্ত পণ্যের উপর ১৫ শতাংশ ছাড় উপভোগের সুযোগ। অফারটি শুরু হবে অক্টোবর ২০২৩ থেকে।
প্রসাধনী ব্র্যান্ড দ্য বডি শপ যাত্রা শুরু করেছিল ব্রিটেনে। দ্য বডি শপের রয়েছে স্কিনকেয়ার, বাথ অ্যান্ড বডি, কসমেটিকস, হেয়ার, ফ্র্যাগরেন্স, গিফটস, এক্সেসরিজসহ অনেক বিস্তৃত পণ্যের সমাহার। শতভাগ উদ্ভিজ্জ উপাদানে তৈরি এই প্রোডাক্ট বানানোর সময় কোনো প্রাণীর কোন ক্ষতি করা হয় না। এছাড়াও, ‘লাভ ইওর বডি ক্লাব’ নামে পরিচিত দ্যা বডি শপ বাংলাদেশের একটি অনন্য রিওয়ার্ড প্রোগ্রামের সদস্য হতে পারবেন ‘তারা’ গ্রাহকেরা। বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং গুলশান ইউনিমার্টে বডি শপের তিনটি ফ্ল্যাগশিপ রিটেইল স্টোর রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ব্র্যাক ব্যাংরের হেড অফিসে আয়োজিত দ্যা বডি শপের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ‘তারা’ অ্যান্ড আগামী প্রোডাক্টস মেহরুবা রেজা, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং দ্যা বডি শপ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অপারেশনস আব্দুল মোহাইমেন সুমনসহ উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
একটি মূল্যবোধভিত্তিক ব্যাংক হিসেবে খ্যাত ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে— নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা দেওয়া এই স্বনামধন্য প্রসাধনী এবং স্কিনকেয়ার ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ ব্যাংকের ভাবমূর্তিকে আরও উন্নত করবে। এই ধরনের একটি বিখ্যাত ব্র্যান্ডের সাথে ব্র্যাক ব্যাংক-এর এই পার্টনারশিপের মাধ্যমে বিশেষ সেগমেন্টের জন্য চমৎকার সব অফার প্রবর্তনের পাশাপাশি ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও বেশি লাভজনক অফার প্রদানের সুযোগ নিয়ে আসবে।