পুঁজিবাজার
ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪২পয়সা। যা আগের বছর ছিলো ৩ টাকা ২০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
পাইপলাইনে আছে ১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ

১৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সোমবার (২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামছুদ্দিন আহমেদ। এসময় বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএসইসির চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা এখনো বিনিয়োগ শিক্ষা সঠিকভাবে ছড়িয়ে দিতে পারিনি। আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আসছে সেটি আমরা জানাতে পারিনি। সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্যের বার্তা যদি না পৌঁছে তাহলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা নিজেদের স্বার্থক মনে করি না।
তিনি বলেন, আমরা এখন ডিজিটাল কারেন্সিতে যাচ্ছি। আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, সামনে আমাদের ডিজিটাল ওয়ালেট আসছে। সামনে আমাদেরকে ক্রিপ্টোতেও যেতে হবে। কারণ যেভাবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আসছে, আগামীতে আমাদের কোন কিছুই হাতে করতে হবে না।
অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেন, বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ হলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে জিডিপি বাড়বে, মাথাপিছু আয় বাড়বে। সর্বোপরি আমাদের নতুন কর্মসংস্থান হবে। বিনিয়োগই বড় গেম চেঞ্জার হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।
তিনি বলেন, আমাদের দেশে এখন বিনিয়োগের অনেক ক্ষেত্র রয়েছে। বিনিয়োগের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি সব ক্ষেত্রেই উন্নয়নকে আরো বেগবান করার সুযোগ রয়েছে। এজন্য আমাদের দেশের ব্র্যান্ডিং দরকার ছিলো। আমরা বিভিন্ন দেশে রোড শো করে ব্র্যান্ডিং করতে চেষ্টা করেছি। এটি বিএসইসির দায়িত্ব না হওয়া সত্বেও দেশের স্বার্থে করেছি। ইতোমধ্যে বেশকিছু সাড়াও পাওয়া গেছে। সামনে জাতীয় নির্বাচনের পরে দেশে বড় বড় বেশ কিছু বিনিয়োগ আসবে। আমার সঙ্গে এরইমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছেও বেশ কিছু বড় বিদেশি বিনিয়োগ আসার প্রস্তাব এসেছে। নির্বাচনের পরেই কান্ট্রি ব্যান্ডিংয়ের সুফল আসবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশে এত জনসংখ্যা থাকলেও তার বড় একটা অংশই বিনিয়োগ শিক্ষার বাইরে। বিনিয়োগ সম্পর্কে আমি নিজেও তেমন ধারণা রাখি না। বিএসইসির কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি, আপনারা বিনিয়োগকারীদের আরো বেশি বেশি বিনিয়োগ শিক্ষা দিন। মানুষকে বিনিয়োগ শিক্ষায় অভিজ্ঞ করে তুলতে আরো বেশি উদ্যোগ নিন।
এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) ভাইস-প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৭৪তম সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও কোম্পানিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার।
সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন এমআই সিমেন্ট ও ক্রাউন পাওয়ার জেনারেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এছাড়াও জিপিএইচ ইস্পাত ও জিপিএইচ পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বেও আছেন এ ব্যবসায়ী।
নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান একইসঙ্গে মো. নুরুল আকতার এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানির মোট ৬৪ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি ১৪ কোটি ৭০ লাখ টাকা সমমূল্যের শেয়ার কেনাবেচা করে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ও তৃতীয় স্থানে ফরচুনের ৮ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৭ লাখ ৯০ হাজার, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২ কোটি ৫ লাখ ৩৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৯১ লাখ ৭০ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার এবং ব্রাক ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জেমিনি সী ফুডের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুড লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘জেমিনি সী ফুড লিমিটেড’ এর পরিবর্তে ‘জেমিনি সী ফুড পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে কোম্পানির সংশোধিত নাম কার্যকর হবে।
কোম্পানিটির নাম সংশোধন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে ।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ অক্টোবর) জুট স্পিনার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ। তাতে কোম্পানি দর হারানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শামপুর সুগার মিলসের শেয়ারদর কমেছে ৬ দশমিক ০৫ শতাংশ। আর ৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, এ্যাপেক্স স্পিনিং, এ্যাপেক্স ট্যানারি, ইমাম বাটন এবং নাভানা ফার্মা।

অর্থসংবাদ/এমআই