ক্যাম্পাস টু ক্যারিয়ার
নবীনদের বরণ করলো গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির ‘সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ’ বিভাগের ফল ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এ নবীন বরণের আয়োজন করা হয়।
বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংবাদিক এবং গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রফেসর ড.খাজা ইফতেখার নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগতম জানান এবং তাদের প্রতি আহ্বান রাখেন যাতে তারা নিজেদের কাজে সৎ ও অনুরাগী থাকে। সেইসাথে তিনি সমাজে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা প্রতিদিন সকালে উঠেই আগে সংবাদপত্র হাতে নেই এবং রাতে ঘুমুতে যাবার আগ মুহূর্ত পর্যন্ত নতুন সংবাদ জানার চেষ্টা করতে থাকি।
সৈয়দ ইশতিয়াক রেজা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করেন। তিনি সাংবাদিকতা পেশা যে কষ্টের ও অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে হয় সেই বিষয়ে সবাইকে অবগত করেন। বর্তমানে গণমাধ্যমে এক বিরাট পরিবর্তন এসেছে সবাইকে সেই পরিবর্তনের সাথে সংযুক্ত থেকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান তিনি। সাংবাদিকতা বিষয়কে নিজেদের উচ্চতর পড়াশোনার বিষয় হিসেবে গ্রহণ করার তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও এই আয়োজনে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা বর্ণণা করেন। নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় উপহার।
পরিশেষে বিভাগীয় চেয়ারপার্সন ড. অলিউর রহমান সবাইকে সাথে নিয়ে বিভাগের উন্নতি সাধনে কাজ করার আহ্বান জানান। এরপর জে এম সি মিডিয়া ক্লাবের আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
চাকরি দিচ্ছে আড়ং, থাকছে নানান সুবিধা

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এজিএম (ডিজাইন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে আড়ংয়ের চাকরির বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: এজিএম (ডিজাইন)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (বিশেষত ফ্যাশন ডিজাইন)
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের ৩ বছরের অভিজ্ঞতাসহ ফ্যাশন/পণ্য ডিজাইনে উপর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
চাকরির ধরন: ফুল টাইম
বয়সসীমা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল :ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
বেতন : মোট বেতন হবে ৩,৫০,০০০ (আলোচনা সাপেক্ষ)
অন্যান্য সুবিধা : উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য এবং জীবন বীমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ অক্টোবর ২০২৩
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, সত্যের চেয়ে বড় কিছু নেই। সাংবাদিকদের উচিত সর্বদা সত্যের পথে অবিচল থাকা। বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক। তাদের চেষ্টাকে অস্বীকার করার উপায় নেই।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচনের সময়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সাংবাদিক সংগঠন হিসেবে ক্যালেন্ডার তৈরীর এরকম ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। রিপোর্টার্স ইউনিটির এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এতে করে কম বয়সেই দায়িত্ব গ্রহণের প্রবণতা জন্মাবে। আপনাদের এ রকম উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, রিপোর্টার্স ইউনিটির এরকম ভিন্নধর্মী উদ্যোগে আমি আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও তাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।

এছাড়া, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী এবং কার্যনির্বাহী সদস্য যাহিদ, ইমন, মংক্যচিং, সাকিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, ইবি রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালে ১৮ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ে সংবাদ কার্যক্রম পরিচালনা করছে।
অর্থসংবাদ/এমআই/এসএ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পিতৃত্বকালীন ছুটি চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির বিধান প্রবর্তন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সব ছুটির সঙ্গে ১৫ দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান প্রণয়ন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২ অক্টোবর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন কর্মকর্তা মো. শাহ্ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে ২৪তম সিন্ডিকেট সভায় এটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ বাবার ভূমিকাও তেমনি। এদিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা যারা নব্য বিবাহিত তারা সর্বোচ্চ দুবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়া সিন্ডিকেট সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবিধি অনুমোদিত হয়েছে। প্রণীত শৃঙ্খলাবিধি শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা ও সম্প্রীতি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপাচার্য মনে করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন

র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্ৰহণের অভাবে এ বছর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জন করতে পারেনি।
সিটি ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয়র (বাকৃবি) ২২টি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে দিনব্যাপী এক কর্মশালায় এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ব র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এ অবস্থা মূলত বিগত বছরগুলোতে তাদের গৃহীত পদক্ষেপের ধারাবাহিক ফল। র্যাংকিংয়ে সম্মানজনক স্থান পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি, যোগ্য শিক্ষক নিয়োগ, পিএইচডি প্রোগামে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সম্মানজনক বৃত্তির ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং সাইটেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্ৰি অর্জনকারীদের অগ্ৰাধিকার দেওয়া এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দেওয়ার দাবি জানিয়ে বলেন, আকর্ষণীয় বেতন কাঠামো ছাড়া পিএইচডি ডিগ্রিধারী মেধাবী ও তরুণ শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ পাচ্ছেন না। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল প্রয়োজন।

ড. আলমগীর বলেন, দেশের আর্থসামাজিক সমস্যা নিয়ে গবেষণার বিশাল সুযোগ রয়েছে। এজন্য গবেষণার জন্য বিদেশে যাওয়া এবং ডিগ্রি নিয়ে সেখানে থেকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল মনসুর ও সিটি ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ মাহমুদ গণি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা হলো হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এই ট্রাস্টের বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাল রোববারের মধ্যে আবেদন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ে আবেদন যেভাবে
পদের নাম: সহকারী প্রকল্প পরিচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ ২.২৫ সিজিপিএ প্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/ ২.২৫ সিজিপিএ প্রাপ্ত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ৩৫,৬০০ টাকা (ঢাকা মেট্রো), ৩৩,৪০০ টাকা (সিটি করপোরেশন) এবং ৩২,৩০০ টাকা (অন্যান্য জেলা)।
আরও পড়ুন: খুলনা শিপইয়ার্ডে চাকরির সুযোগ
আবেদন যেভাবে
আবেদন ফরম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।

আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৩।
অর্থসংবাদ/এমআই