পুঁজিবাজার
মেট্রো স্পিনিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে মেট্রো স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে,সোমবার (১৮ সেপ্টেম্বর) মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়।
দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২০ শতাংশ।
সোমবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ফু-ওয়াং ফুড, বিচ হ্যাচারি লিমিটেড, জিকিউ বল পেন, ইউনিক হোটেল এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দুই কোম্পানির লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ কোম্পানিগুলো বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে বার্জার পেইন্টস বাংলাদেশ ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে (সাধারন বিনিয়োগকারী) উপহার হিসেবে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে তারা এ কাজ সম্পাদন করেন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর মনসুরুজ্জামান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ২২৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে ১৪৮ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৮ ও ২১৩৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা কোম্পানি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো- ফকির নিটওয়্যার এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেড।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির করপোরেট পরিচালক ফকির নিটওয়্যারের হাতে কোম্পানিটির ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ার আছে। এর মধ্যে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে ফকির নিটওয়্যার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
এদিকে ব্যাংকটির আরেক উদ্যোক্তা কোম্পানি জামান এগ্রো ফিশারিজ লিমিটেডও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বিক্রি করে দিবে।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য পর্ষদ সভা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সম্প্রতি ঘোষিত ‘ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ড’ এর রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।
জানা যায়, বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে অনুমোদন পেয়েছে।
সূত্র মতে, আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্তর করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বাকি ১৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
অর্থসংবাদ/এমআই