ক্যাম্পাস টু ক্যারিয়ার
যুক্তরাষ্ট্রে স্কলারশিপের সুযোগ, আবেদন যেভাবে

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সংবাদমাধ্যমের বৃহত্তম বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ইনমা। মূলত সংবাদমাধ্যমের ব্যবসা, ব্র্যান্ড ও পাঠকদের নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন এটি। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের এলিভেট স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে।
স্কলারশিপে আবেদনের যোগ্যতা
১. যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে হবে।
২. সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্টের নিচের পদের অবস্থানে থাকতে হবে।
৩.সংবাদমাধ্যমে ১৫ বছরের কম সময় কাজে যুক্ত থাকতে হবে।
৪.আবেদনকারীর বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
৫.সংবাদমাধ্যমে শীর্ষ ব্যবস্থাপক হওয়ার ইচ্ছা থাকতে হবে
৬.নিজ দেশের সুবিধাবঞ্চিতদের অংশ হতে হবে।
আরও পড়ুন: আরবিতে দক্ষদের স্কলারশিপ দিবে আল-আজহার বিশ্ববিদ্যালয়
স্কলারশিপে সুবিধা পাবেন
বিনা মূল্যে ইনমার মাস্টার্স ক্লাস করার সুযোগ। এ কোর্সে অন্যদের খরচ হয় ৩ হাজার ২০০ ডলার।
এক বছরের জন্য ইনমার সদস্যপদ পাবেন কেউ এ বৃত্তি পেলে। ইনমার এক বছরের সদস্যপদের জন্য ৭৯৫ ডলার ব্যয় করতে হয়। ইনমা এলিভেট স্কলারশিপ পেলে মিলবে সার্টিফিকেটও।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্র জমা দেয়ার শেষ সময়: আগামী ৬ অক্টোবর ২০২৩

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিআইসিএমে চাকরির সুযোগ, বেতন প্রায় দুই লাখ

অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির স্থায়ী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
একনজরে বিআইসিএমের চাকরির বিজ্ঞপ্তি
১. পদের নাম: পরিচালক (স্টাডিজ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ ফিন্যান্স/ ব্যবস্থাপনা/ অর্থনীতি/ পরিসংখ্যান/ গণিত/ ব্যাংকিং/ আইন/ ব্যবসায় প্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
বেতন: মাসিক মূল বেতন ১,২০,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ১,৯৫,২৫০ টাকা। চালক, জ্বালানিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: মাসিক মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ৫৫,৪০০ টাকা।
আরও পড়ুন: চাকরি দিচ্ছে আড়ং, থাকছে নানান সুবিধা
৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: মাসিক মূল বেতন ১২,০০০ টাকা, অন্য ভাতাদিসহ প্রারম্ভিক মোট বেতন ২১,৭০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনপত্র বিআইসিএমের ওয়েবসাইট/তথ্য বাতায়নে পাওয়া যাবে। বিআইসিএম কর্তৃক নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বিজিআইসি টাওয়ার (প্রথম-চতুর্থ এবং ৯ম-১০ম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৩
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
চাকরি দিচ্ছে আড়ং, থাকছে নানান সুবিধা

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এজিএম (ডিজাইন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে আড়ংয়ের চাকরির বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: এজিএম (ডিজাইন)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (বিশেষত ফ্যাশন ডিজাইন)
অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের ৩ বছরের অভিজ্ঞতাসহ ফ্যাশন/পণ্য ডিজাইনে উপর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
চাকরির ধরন: ফুল টাইম
বয়সসীমা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল :ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
বেতন : মোট বেতন হবে ৩,৫০,০০০ (আলোচনা সাপেক্ষ)
অন্যান্য সুবিধা : উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য এবং জীবন বীমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ অক্টোবর ২০২৩
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, সত্যের চেয়ে বড় কিছু নেই। সাংবাদিকদের উচিত সর্বদা সত্যের পথে অবিচল থাকা। বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের অবদান অনেক। তাদের চেষ্টাকে অস্বীকার করার উপায় নেই।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচনের সময়ে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সাংবাদিক সংগঠন হিসেবে ক্যালেন্ডার তৈরীর এরকম ব্যতিক্রমী উদ্যোগ এর আগে দেখা যায়নি। রিপোর্টার্স ইউনিটির এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এতে করে কম বয়সেই দায়িত্ব গ্রহণের প্রবণতা জন্মাবে। আপনাদের এ রকম উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, রিপোর্টার্স ইউনিটির এরকম ভিন্নধর্মী উদ্যোগে আমি আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও তাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।

এছাড়া, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনান, সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী এবং কার্যনির্বাহী সদস্য যাহিদ, ইমন, মংক্যচিং, সাকিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, ইবি রিপোর্টার্স ইউনিটি ২০১৮ সালে ১৮ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ে সংবাদ কার্যক্রম পরিচালনা করছে।
অর্থসংবাদ/এমআই/এসএ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
পিতৃত্বকালীন ছুটি চালু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির বিধান প্রবর্তন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সব ছুটির সঙ্গে ১৫ দিনের জন্য পিতৃত্বকালীন ছুটির বিধান প্রণয়ন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২ অক্টোবর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাবলিক রিলেশন কর্মকর্তা মো. শাহ্ আলী জানান, উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমের সভাপতিত্বে ২৪তম সিন্ডিকেট সভায় এটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহুরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, লেজিসলেটিভ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। এখানে তরুণ ও মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। পাশাপাশি তরুণ কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। তাদের সন্তানদের দেখাশোনার জন্য আমরা মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটির বিধানটি আমলে নিয়েছি। একজন সন্তানের কাছে মা যেমন গুরুত্বপূর্ণ বাবার ভূমিকাও তেমনি। এদিক বিবেচনা করে আমাদের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা যারা নব্য বিবাহিত তারা সর্বোচ্চ দুবার পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সুযোগ পাবেন।
এছাড়া সিন্ডিকেট সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলাবিধি অনুমোদিত হয়েছে। প্রণীত শৃঙ্খলাবিধি শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা ও সম্প্রীতি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপাচার্য মনে করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন

র্যাংকিংয়ে স্থান পেতে গবেষণায় যথার্থ পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনে যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্ৰহণের অভাবে এ বছর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জন করতে পারেনি।
সিটি ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয়র (বাকৃবি) ২২টি গবেষণা ও উদ্ভাবন উপ-প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে দিনব্যাপী এক কর্মশালায় এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, বিশ্ব র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর এ অবস্থা মূলত বিগত বছরগুলোতে তাদের গৃহীত পদক্ষেপের ধারাবাহিক ফল। র্যাংকিংয়ে সম্মানজনক স্থান পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি, যোগ্য শিক্ষক নিয়োগ, পিএইচডি প্রোগামে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সম্মানজনক বৃত্তির ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং সাইটেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্ৰি অর্জনকারীদের অগ্ৰাধিকার দেওয়া এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দেওয়ার দাবি জানিয়ে বলেন, আকর্ষণীয় বেতন কাঠামো ছাড়া পিএইচডি ডিগ্রিধারী মেধাবী ও তরুণ শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আগ্রহ পাচ্ছেন না। এজন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা একটি পে-স্কেল প্রয়োজন।

ড. আলমগীর বলেন, দেশের আর্থসামাজিক সমস্যা নিয়ে গবেষণার বিশাল সুযোগ রয়েছে। এজন্য গবেষণার জন্য বিদেশে যাওয়া এবং ডিগ্রি নিয়ে সেখানে থেকে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল মনসুর ও সিটি ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ মাহমুদ গণি।