Connect with us

কর্পোরেট সংবাদ

জেসিআই ঢাকা ফাউন্ডার্সের ক্যারিয়ার কানেক্ট এক্সপো শুরু

Published

on

জেসিআই

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ফাউন্ডার্সের আয়োজনে শুরু হল ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজনের প্রথম দিনে একই শিরোনাম শীর্ষক একটি ‘প্যানেল ডিস্কাশন’ এবং মুক্ত আলোচনা হয়।

আলোচনায় অংশ নেন দেশের সবচেয়ে বড় চাকুরির অনলাইন বাজার বিডিজবস ডট কমের সিইও এ কে এম ফাহিম মাশরুর, ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল কাশীম মিয়া, জেসিআই বাংলাদেশের সভাপতি মো. জিয়াউল হক ভুইয়া।

সামগ্রিক আলোচনায় বক্তারা তরুন উদ্যোক্তাদের মানবসম্পদ সম্পর্কিত কিছু দিকনির্দেশনা দেন। আর দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক মানবসম্পদ নির্বাচন এবং প্রতিষ্ঠানে তাদের ধরে রাখার উপায় নিয়ে আলোচনা করেন।

জেসিআই

আলোচনা শেষে জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল পার্সোনাল ব্রান্ডিং উপরে দিকনির্দেশনা মূলক একটি বক্তব্য রাখেন।

পুরো আলোচনাটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ফাউন্ডার্সের সভাপতি এম আসিফ রহমান। তিনি বলেন, আগামীকাল ১৮ সেপ্টেম্বর সারাদিন ৩০টি কোম্পানি প্রায় ৫০০ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিবে। এর পূর্বে আগ্রহীরা বিডিজবস ডট কম এবং ইজি ডট জবস থেকে চাকুরীর জন্য অনলাইন আবেদন করেন। এর পরে বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউর জন্য আমন্ত্রন জানানো হয়। জেসিআই ঢাকা ফাউন্ডার্স থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

‘ক্যারিয়ার কানেক্ট এক্সপো -২০২৩’ এর সহযোগী পার্টনার হিসেবে রয়েছে বিডিজবস ডট কম, ভেনু পার্টনার- ইউআইইউ বিশ্ববিদ্যালয়। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- ক্যানভাস, বিজকোপ, ব্যাকস্পেস, অর্থসংবাদ, দ্য ঢাকা টাইমস, ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে ইভেন্ট প্রতিষ্ঠান সার্কেল।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

Published

on

জেসিআই

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ডমেস্টিক) ২০২২-২০২৩’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দীন এ পুরস্কার গ্রহণ করেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের হাতে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ্ খান, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দীন তালুকদার ও মোহাম্মদ মানজুরুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ওসমান গণি ও আ ন ম তাওহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকের আগারগাঁও উপশাখা উদ্বোধন

Published

on

জেসিআই

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের ২৩তম আগারগাঁও উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।

এসময় তিনি বলেন, গ্রাহক সেবার মান বাড়ায় সরকারি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তিনি ইসলামি ব্যাংকিং সেবা আরও বাড়ানোর জন্য রূপালী ব্যাংকের প্রতি আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও অর্জিত আর্থিক সাফল্য ধরে রাখবে রূপালী ব্যাংক। ডিসেম্বর শেষে মুনাফার হিসাবেও তা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। গত কয়েক বছরের বৈশ্বিক মন্দার মধ্যেও আর্থিক সূচকে এগিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ উপশাখার মাধ্যমে আমানত সংগ্রহ, গৃহ নির্মাণ ও ক্ষুদ্র ঋণ বিতরণসহ সব ব্যাংকিং সেবা দেয়া হবে। তিনি আরও বলেন, ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ও রূপালী ব্যাংক দুটি প্রতিষ্ঠানই জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের আঙিনায় রূপালী ব্যাংকের একটি শাখা খুলতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারী মো. ঈদতাজুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাক্খারুল ইকবাল ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সচিব মো. আশরাফুল মমিন খান এবং পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি
মহিউদ্দিন মজুমদার।

এ সময় ব্যাংকের ডিএমডি হাছান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সোশ্যাল ইসলামী ব্যাংকের এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

Published

on

জেসিআই

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি, উন্নয়নে ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নবম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ-২০২৩ অর্জন করেছে।

সম্প্রতি বাহরাইন এর মানামাতে হোটেল দ্য ডিপ্লোমেট রেডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ড. হুমায়ুন দার। ব্যাংকের পক্ষে উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান পুরস্কারটি গ্রহণ করেন। এসময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণপূর্বক এই পুরস্কার প্রদান করে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বিআইসিএমে ফিনটেকের উপর রিসার্চ সেমিনার

Published

on

জেসিআই

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-২৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘ডিটার্মিন্যান্টস অফ ফিনটেক ইক্যুইটি ফান্ডিং ফলোস: এভিডেন্স ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক উত্তম গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের অধ্যাপক ড. মুহাম্মাদ মুশফিক উদ্দিন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার রায়।

গবেষণায় দেখা যায়, প্রথাগত এবং বিকল্প অর্থায়ন বর্তমানে একসাথে অগ্রসর হলেও বিকল্প অর্থায়নের একটি অন্যতম উৎস ফিনটেক ইক্যুইটি ফাইন্যান্সিং নিয়ে এখনো মানুষের ধারণা খুব স্পষ্ট নয়। এই গবেষণায় ফিনটেক ইক্যুইটি ফাইন্যান্সিংয়ের বৈশ্বিক প্রভাবকগুলো অন্বেষণ করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে, একটি দেশের জিডিপি, বেসরকারী খাতে অভ্যন্তরীণ ঋণ, উদ্ভাবন, বিশ্বায়ন, স্টক মার্কেট রিটার্ন, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারকারীরা ফিনটেক ইকুইটি ফান্ডিংকে প্রভাবিত করে। অধিকন্তু, কর্তৃপক্ষের উচিত রেগুলেশন এবং ফিনটেক ইকুইটি ফান্ডিং বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং উদ্ভাবনগুলি অবশ্যই আরও ব্যবহারকারী-বান্ধব, কম ব্যয়বহুল এবং আরও বাণিজ্যিকীকরণ করা উচিত বলে গবেষণায় উঠে আসে ।

অধ্যাপক ড. মুহাম্মাদ মুশফিক উদ্দিন উক্ত গবেষণার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেন এবং গবেষণাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অন্যদিকে জুয়েল কুমার রায় বলেন, ফিনটেকের পাশাপাশি মেশিন লার্নিং নিয়েও গবেষণা করলে নতুন ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের পারসপেক্টিভ নিয়ে গবেষণা করলে তা নিয়ন্ত্রক সংস্থার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এর লক্ষ্য নিয়ে কাজ করছে। ফিনটেক এর উপর গবেষণা এ লক্ষ্য অর্জনে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া ও উত্তম গোলদার যৌথভাবে এ গবেষণাটি সম্পন্ন করেন।

রিসার্চ সেমিনার সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক কালবীন ছালিমা। এসময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো সাউথইস্ট ব্যাংক

Published

on

জেসিআই

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’-এ এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ইন্টারন্যাশনাল) এবং মাস্টারকার্ড অনলাইন ই কমার্স একুয়ারিং বিজনেস ২০২৩ অর্জন করেছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও পরিচালক মো. মোতাসেম বিল্লাহ।

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন ব্যাংক, ফিনটেক, মার্চেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930