কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ‘উৎসব’ ক্যাম্পেইন শুরু

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এজেন্ট আউটলেটের পার্টনার এবং গ্রাহকদের জন্য ৩ মাসব্যাপী ‘উৎসব’ নামে ক্যাম্পেইন শুরু করেছে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং এজেন্ট আউটলেটের পার্টনারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
গ্রামীন অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আয়োজিত সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এর বিশেষ ক্যাম্পেইন ‘উৎসব’ চলাকালীন সময়ে গ্রাহক রেমিটেন্স গ্রহন এবং নতুন একাউন্ট খুললেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার। উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আউটলেট গুলোকে সাজানো হয়েছে রঙিন ব্যানার ও ফেস্টুনে।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি.ই.এফ.টি.এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩-এ ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ডমেস্টিক) ২০২২-২০২৩’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মদ কামালউদ্দীন এ পুরস্কার গ্রহণ করেন। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের হাতে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ্ খান, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দীন তালুকদার ও মোহাম্মদ মানজুরুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ওসমান গণি ও আ ন ম তাওহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
রূপালী ব্যাংকের আগারগাঁও উপশাখা উদ্বোধন

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের ২৩তম আগারগাঁও উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।
এসময় তিনি বলেন, গ্রাহক সেবার মান বাড়ায় সরকারি ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তিনি ইসলামি ব্যাংকিং সেবা আরও বাড়ানোর জন্য রূপালী ব্যাংকের প্রতি আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও অর্জিত আর্থিক সাফল্য ধরে রাখবে রূপালী ব্যাংক। ডিসেম্বর শেষে মুনাফার হিসাবেও তা প্রতিফলিত হবে বলেও জানান তিনি। গত কয়েক বছরের বৈশ্বিক মন্দার মধ্যেও আর্থিক সূচকে এগিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এ উপশাখার মাধ্যমে আমানত সংগ্রহ, গৃহ নির্মাণ ও ক্ষুদ্র ঋণ বিতরণসহ সব ব্যাংকিং সেবা দেয়া হবে। তিনি আরও বলেন, ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ ও রূপালী ব্যাংক দুটি প্রতিষ্ঠানই জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের আঙিনায় রূপালী ব্যাংকের একটি শাখা খুলতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ফার্স্ট সেক্রেটারী মো. ঈদতাজুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মো. মোফাক্খারুল ইকবাল ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সচিব মো. আশরাফুল মমিন খান এবং পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি
মহিউদ্দিন মজুমদার।
এ সময় ব্যাংকের ডিএমডি হাছান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, সালামুন নেছা, ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া, ইসলামিক ফাউন্ডেশন ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সোশ্যাল ইসলামী ব্যাংকের এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি রিটেইল ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি, উন্নয়নে ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নবম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ-২০২৩ অর্জন করেছে।
সম্প্রতি বাহরাইন এর মানামাতে হোটেল দ্য ডিপ্লোমেট রেডিসন ব্লুতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি প্রফেসর ড. হুমায়ুন দার। ব্যাংকের পক্ষে উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান পুরস্কারটি গ্রহণ করেন। এসময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণপূর্বক এই পুরস্কার প্রদান করে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
বিআইসিএমে ফিনটেকের উপর রিসার্চ সেমিনার

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-২৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘ডিটার্মিন্যান্টস অফ ফিনটেক ইক্যুইটি ফান্ডিং ফলোস: এভিডেন্স ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক উত্তম গোলদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের অধ্যাপক ড. মুহাম্মাদ মুশফিক উদ্দিন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার রায়।
গবেষণায় দেখা যায়, প্রথাগত এবং বিকল্প অর্থায়ন বর্তমানে একসাথে অগ্রসর হলেও বিকল্প অর্থায়নের একটি অন্যতম উৎস ফিনটেক ইক্যুইটি ফাইন্যান্সিং নিয়ে এখনো মানুষের ধারণা খুব স্পষ্ট নয়। এই গবেষণায় ফিনটেক ইক্যুইটি ফাইন্যান্সিংয়ের বৈশ্বিক প্রভাবকগুলো অন্বেষণ করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে, একটি দেশের জিডিপি, বেসরকারী খাতে অভ্যন্তরীণ ঋণ, উদ্ভাবন, বিশ্বায়ন, স্টক মার্কেট রিটার্ন, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারকারীরা ফিনটেক ইকুইটি ফান্ডিংকে প্রভাবিত করে। অধিকন্তু, কর্তৃপক্ষের উচিত রেগুলেশন এবং ফিনটেক ইকুইটি ফান্ডিং বৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং উদ্ভাবনগুলি অবশ্যই আরও ব্যবহারকারী-বান্ধব, কম ব্যয়বহুল এবং আরও বাণিজ্যিকীকরণ করা উচিত বলে গবেষণায় উঠে আসে ।
অধ্যাপক ড. মুহাম্মাদ মুশফিক উদ্দিন উক্ত গবেষণার গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেন এবং গবেষণাটির উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অন্যদিকে জুয়েল কুমার রায় বলেন, ফিনটেকের পাশাপাশি মেশিন লার্নিং নিয়েও গবেষণা করলে নতুন ক্ষেত্র তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের পারসপেক্টিভ নিয়ে গবেষণা করলে তা নিয়ন্ত্রক সংস্থার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এর লক্ষ্য নিয়ে কাজ করছে। ফিনটেক এর উপর গবেষণা এ লক্ষ্য অর্জনে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া ও উত্তম গোলদার যৌথভাবে এ গবেষণাটি সম্পন্ন করেন।
রিসার্চ সেমিনার সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক কালবীন ছালিমা। এসময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো সাউথইস্ট ব্যাংক

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’-এ এক্সিলেন্স ইন মাস্টারকার্ড প্রিপেইড বিজনেস (ইন্টারন্যাশনাল) এবং মাস্টারকার্ড অনলাইন ই কমার্স একুয়ারিং বিজনেস ২০২৩ অর্জন করেছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শারাফাত উল্লাহ খান ও পরিচালক মো. মোতাসেম বিল্লাহ।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন ব্যাংক, ফিনটেক, মার্চেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।