পুঁজিবাজার
শিল্পায়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে মিউচুয়াল ফান্ড
শিল্পায়নকে এগিয়ে নিতে মিউচুয়াল ফান্ড গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম চালু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিজিআইসি টাওয়ারে বিআইসিএমের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসান, গ্রীণ ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শাহবাজ তালাত, আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল-হক, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলীসহ অন্যান্য সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, আমাদের দেশে আগামী দিনে দ্রুত বর্ধমান শিল্পায়নকে এগিয়ে নিয়ে যেতে খুব দ্রুত পুঁজিবাজারকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। আর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা অর্জনের কোন বিকল্প নেই। মিউচুয়াল ফান্ড, যা আমাদের পার্শ্ববর্তী দেশে এক বিশাল ইন্ডাস্ট্রি, এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ তুলানামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হওয়ায় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সহজতর এবং প্রশিক্ষিত মানবসম্পদ তা আরও কার্যকরভাবে সম্পাদন করতে পারবে। আর এ জন্য প্রয়োজন একেবারে তৃণমূল পর্যায়ে মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করা।
মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম সম্পর্কে অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, ৪ দিন অথবা ৯দিন ব্যাপী এই কোর্সটি বিআইসিএমের নিজস্ব ক্যাম্পাসে হবে। কোর্সের মোট ফি ধরা হয়েছে ১২ হাজার টাকা। তবে প্রথম তিন ব্যাচ ৫০ শতাংশ ছাড় পাবেন। প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ১৫ জন। অভিজ্ঞ এবং এ সংশ্লিষ্ট পেশায় যারা কর্মরত, তাদের জন্য ক্ষেত্র বিশেষে বৃত্তি প্রদান করা হবে। এজন্য তাদেরকে সিভি জমা দিতে হবে এবং প্রাথমিক ভাবে বিবেচিত হলে চূড়ান্ত বিবেচনার জন্য একটি ইন্টারভিউ দিতে হবে আমাদের এক্সপার্ট প্যানেলের কাছে। আবেদনকারীদের মধ্য হতে প্রতি ব্যাচে মোট ৩ জনকে এই বৃত্তি প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে এটি বাড়ানোও হতে পারে।

তিনি বলেন, কোর্সে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে পাঁচ দিন প্র্যাকটিক্যাল কাজের জন্য যুক্ত করা হবে। তারা বাস্তবে কাজ করে এই প্রোগ্রামের শেষে একটি সেলস পিচ তৈরি করে তা বিশেষজ্ঞ প্যানেলের সামনে উপস্থাপন করবেন। সবশেষে একটি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানের ব্যাপারে মুল্যায়ন করা হবে।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট জানান, কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং তাদের তিন বছরের জন্য মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট লাইসেন্স দেওয়া হবে। পরবর্তীতে নির্দিষ্ট ফি দিয়ে তাঁরা লাইসেন্স নবায়ন করতে পারবে।
তিনি বলেন, মিউচুয়াল ফান্ড রুলস ২০০১ এ স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বিআইসিএম থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সম্পন্নকারীরা মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। এই লক্ষ্যে বিআইসিএম লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট কোর্স চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। প্রাথমিকভাবে এর কারিকুলাম ডিজাইনে ইন্সটিটিউটের অনুষদ সদস্যগণ খসড়া তৈরি করেন। পরবর্তীতে বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় যাদের এ সংক্রান্ত তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান রয়েছে, তাদের নিয়ে ইন্সটিটিউটের অনুষদ সদস্যরা কর্মশালায় মিলিত হন। এরপর আরেকটি কর্মশালার মাধ্যমে এর কারিকুলাম পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। এরপর এটি ইন্সটিটিউটের একাডেমিক কমিটিতে উপস্থাপন করা হয়। সর্বশেষ পরিচালনা পর্ষদের সভাতে এ ব্যাপারটি অবগত করা হয়। কয়েক ধাপে এর কারিকুলাম চূড়ান্ত করার কারণে আমরা বলতে পারি যে এর কারিকুলামে বাস্তব সম্মত এবং প্রায়োগিক ব্যাপারটি পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে। তারপরও বাস্তবে পাঠদানের সময় নতুন কিছু বিষয় সন্নিবেশিত হতে পারে। এছাড়াও বাস্তবতার নিরিখে কারিকুলাম সময়ে সময়ে হালনাগাদ করা হবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দুই কোম্পানির লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ কোম্পানিগুলো বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে বার্জার পেইন্টস বাংলাদেশ ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসি বেগমকে (সাধারন বিনিয়োগকারী) উপহার হিসেবে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে তারা এ কাজ সম্পাদন করেন।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর মনসুরুজ্জামান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ২২৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে ১৪৮ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৮ ও ২১৩৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
শেয়ার বিক্রি করবে শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের দুই উদ্যোক্তা কোম্পানি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো- ফকির নিটওয়্যার এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেড।
মঙ্গলবার (৩ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটির করপোরেট পরিচালক ফকির নিটওয়্যারের হাতে কোম্পানিটির ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ার আছে। এর মধ্যে ৭২ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে ফকির নিটওয়্যার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
এদিকে ব্যাংকটির আরেক উদ্যোক্তা কোম্পানি জামান এগ্রো ফিশারিজ লিমিটেডও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের ১ লাখ ৮ হাজার ১৫০টি শেয়ার বিক্রি করে দিবে।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট, ব্লক মার্কেটে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইন্ট্রাকো

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য পর্ষদ সভা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সম্প্রতি ঘোষিত ‘ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ড’ এর রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।
জানা যায়, বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে অনুমোদন পেয়েছে।
সূত্র মতে, আলোচিত বন্ডের নাম ‘ইন্ট্রাকো রিফুয়েলিং কনভার্টিবল বন্ড’। এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্তর করা যাবে।

আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড। বাকি ১৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
অর্থসংবাদ/এমআই