Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

Published

on

বিএসইসি

শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা আবেদন করবে শুধুই তারাই এই সুবিধা পাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাস হওয়ায় এই সুবিধা পাবেন চার লাখ ৬২ হাজার শিক্ষক। গত মঙ্গলবার জাতীয় সংসদে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২৩’পাস হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাসের মাধ্যমে শিক্ষকদের মোবাইল অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। আমাদের দেশের ৪ লাখ ৬২ হাজার শিক্ষকের জন্য গত ৭ থেকে ৮ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ কোটি টাকা দিয়েছেন। কিন্তু আইন না থাকার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষকদের আর্থিক দৈন্য ও দৈব-দুর্বিপাকে সহায়তা করতে পারি না।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি যে, সেপ্টেম্বরের মধ্যেই মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে গ্রামে বসে আবেদন করতে পারবেন শিক্ষকরা। মোবাইল এসএমএসের মাধ্যমে আর্থিক সহায়তার ন্যূনতম পাঁচ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি মনে করি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে দারুণভাবে উপকৃত হবেন।

বিলে বলা হয়েছে, চাকরিরত অবস্থায় কোনো শিক্ষকের মৃত্যু হলে তার নাবালক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষার ব্যয় বহন করা হবে। এছাড়া প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনে খরচ দেওয়া হবে। চিকিৎসা খরচসহ কিছু আর্থিক সুবিধা পাবেন শিক্ষকরা। শিক্ষকদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্ট ফান্ডে জমা দিতে হবে এবং তা বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত

Published

on

বিএসইসি

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি ) এর ডিপার্টমেন্ট অব ফার্মাসি ও আইআইইউসি ফার্মা ক্লাবের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) এই দিবস উদযাপন করা হয়।

আইআইইউসি ডিপার্টমেন্ট অব ফার্মাসি’র চেয়ারম্যান এটিএম মোস্তফা কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ড. মোঃ সামিমুল হক চৌধুরীসহ ফার্মাসি বিভাগের সহযোগী ও সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীগন।

আইআইইউসি উপাচার্য কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, ফার্মাসিস্টদের অধিকার ও স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা বিশ্বদরবারে তুলে ধরতে আজ ফার্মাসিস্টদের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ফার্মাসিস্টরা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বিভিন্ন গণসচেতনামূলক বার্তার প্ল্যাকার্ড, ফেস্টন সহ ফার্মাসিস্টরা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। এছাড়াও আইআইইউসির সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে “ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইআইইউসি ফার্মাক্লাবের সকল সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এসময় আইআইইউসি ফার্মা ক্লাব সভাপতি মো. আশরাফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. মাসুদ মোরশেদ, সহ-সভাপতি রিনিয়ারা খাতুন, সাধারণ সম্পাদক ইসতিয়াক মুহাম্মদ আকিল, সহ-সাধারণ সম্পাদক রবিন আনোয়ার সহ ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

সহকারী জজ পদে ইবির ৭জন সুপারিশপ্রাপ্ত

Published

on

বিএসইসি

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগের উদ্দেশ্যে গৃহীত এ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ৭ জন শিক্ষার্থী।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আইন বিভাগ ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ থেকে যারা সহকারী জজ পদে আইন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইভা ফারজানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মারিয়া সুলতানা ও রুবাইয়া ইয়াসমিন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

১৬ তম বিজেএস সুপারিশপ্রাপ্ত মারিয়া সুলতানা জানান, ইচ্ছে ছিল শিক্ষক হওয়া। তবে বাবার পরামর্শে আইনে ভর্তি হই। সিনিয়র আপু-ভাইয়াদের সাফল্য আমাকে জুডিশিয়ারির জন্য অগ্রসর হতে অনুপ্রাণিত করেছে। আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’আলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সাফল্যের জন্য দীর্ঘসময় পরিশ্রম ও কষ্ট করতে হয়েছে। যে কোন সমস্যায় আমি বিভাগের শিক্ষকবৃন্দ, বড় ভাই-বোনসহ সকলকে সবসময় পাশে পেয়েছি। এবং পরিবারের প্রত্যেক সদস্য আমাকে সাপোর্ট করেছিল যা আমাকে অনেক সাহস যুগিয়েছে।

১৬ তম বিজেএস সুপারিশপ্রাপ্ত আসাদুজ্জামান নূর জানান, আমার জুডিশিয়ারির পথচলা সহজ ছিলো না। আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ আমাকে এই অবস্থানটা দান করেছেন। এই অর্জনটা আমার মাকে উৎসর্গ করতে চাই। তাছাড়া, নানা প্রতিকূলতার মধ্যদিয়েও আমাদের শিক্ষকরা যেভাবে সাপোর্ট করেছেন তা অবর্ণনীয়। আমি রুটিনমাফিক পড়াশোনা ও পরিশ্রম করেছি। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সকলে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, তাদের এই সাফল্যে আমরা, আমাদের আইন বিভাগ অত্যন্ত খুশি। আগামীতে যতো জুডিশিয়াল পরিক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আমাদের ছাত্র- ছাত্রীরা তাদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হবে।

তিনি আরও বলেন, আমাদের আইন বিভাগের এই শিক্ষার্থীরা অনেক পরিশ্রমী, অনেক বেশি পড়াশোনাও তারা করেছে,তারা মেধাবীও বটে। আমার বিশ্বাস শিক্ষর্থীরা এভাবে পরিশ্রমের সাথে পড়ালেখা করে তবে আগামীতে জুডিশিয়াল, বার কাউন্সিলসহ সকল কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে অনেক ভালো করবে। আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীদের সাফল্যের এই ধরাবাহিকতা অব্যহত থাকবে এবং ভবিষ্যতে তারা আরো ভালো করবে।

অর্থসংবাদ/এসএ

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

Published

on

বিএসইসি

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণার্থী কর্মকর্তা (যোগাযোগ কেন্দ্র) পদে জনবল নিয়োগ দেবে। আজ ২৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক লিমিটেড
পদের নাম: প্রশিক্ষণার্থী কর্মকর্তা (যোগাযোগ কেন্দ্র)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিজিপিএ ৩.০০ সহ স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার যোগ্যতা। এছাড়াও ইংরেজি ও বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

বেতন : ২৮,০০০( মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
চাকরির ধরন: ফুল টাইম

কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল :ঢাকা (গুলশান)
প্রার্থীর ধরন : নারী -পুরুষ (উভয়)

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০২৩

সূত্র: বিডিজবস ডট কম

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ

Published

on

চাকরির সুযোগ

ঢাকা ওয়াসা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপসহকারী প্রকৌশলী পদে ২৮ জনকে চাকরি দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আরও পড়ুন: এইচএসসি পাসেই পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

বয়স
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৩০ বছর। তবে যোগ্যতাসম্পন্ন বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫৫৮ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে পাঠাতে হবে। টাকা জমা দেওয়ার নির্দেশনা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাবির জহুরুল হক হল বিতর্কে চ্যাম্পিয়ন রোকেয়া হল

Published

on

ঢাবির জহুরুল হক হল বিতর্কে চ্যাম্পিয়ন রোকেয়া হল

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেটিং ক্লাব ‘হাউজ অব ডিবেটরস’-এর উদ্যোগে তিন দিনব্যাপী ৭ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন এবং রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জহুরুল হক হল মিলনায়তনে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কের সঙ্গে আমার সম্পর্ক ছাত্রজীবন থেকেই। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী, জ্ঞানী ও সহনশীল করে তোলে। বিতার্কিকরা যুক্তিতর্কের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করে এবং ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে সফল হয়। সেই ধারায় ঢাবির বিতার্কিকদের সব সহযোগিতা করার আশ্বাস এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আরো বিতার্কিক তৈরির পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হাউজ অব ডিবেটরস এর স্লোগান ‘চিন্তায়, দ্রোহে- স্বাধীনতার পরম্পরায়’ এর সঙ্গে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং কূটনীতির চিন্তাগত যোগসূত্র স্থাপন করে হাউজ অব ডিবেটরস এর ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীদের জ্ঞানের উৎকর্ষ সাধনে বিতর্কের গুরুত্ব তুলে ধরে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বৈশ্বিকভাবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বিতর্ক সংগঠন হাউজ অব ডিবেটরস-এর বিতার্কিকদের মুক্তচিন্তার প্রতি গুরুত্ব দেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তামিম মুনতাসির অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মো. বেলাল হোসাইন চৌধুরী, হল ডিবেটিং ক্লাবের মডারেটর রাফাত আলম মিশু, বিশিষ্ট কলামিস্ট ও লেখক নাজনীন হক মিমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বক্তব্য রাখেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
বিএসইসি
রাজধানী50 seconds ago

ঢাকায় মৌলিক মানবাধিকার আদর্শমান পর্যালোচনা সভা

বিএসইসি
আন্তর্জাতিক25 mins ago

নতুন শিল্পে বড় বিনিয়োগে চীনের তহবিল গঠন

বিএসইসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার41 mins ago

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত

‘‌থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত
কর্পোরেট সংবাদ59 mins ago

‘‌থিংক আউট সাইড অব দ্য বক্স’র ৭ম সিজন অনুষ্ঠিত

বিএসইসি
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

সহকারী জজ পদে ইবির ৭জন সুপারিশপ্রাপ্ত

বিএসইসি
পুঁজিবাজার1 hour ago

বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

বিএসইসি
কর্পোরেট সংবাদ1 hour ago

বিআইবিএমে ‘এসএমই ও বৈদেশিক বাণিজ্য অর্থায়নে সেতুবন্ধন’ বিষয়ক সেমিনার

কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান জরুরি
স্বাস্থ্য1 hour ago

কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদান জরুরি

খুলনায় এবি ব্যাংকের ঋণ বিতরণ
কর্পোরেট সংবাদ2 hours ago

খুলনায় এবি ব্যাংকের ঋণ বিতরণ

বিএসইসি
কর্পোরেট সংবাদ2 hours ago

ব্র্যাক ব্যাংক রানার্স ক্লাবের পথচলা শুরু

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930