অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রকাশ ডিএসইর

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে শোক প্রকাশ ডিএসইর
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়া তারা মাহবুবে আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মাহবুবে আলম ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের মে মাস পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারের একজন প্রথিতযশা আইন কর্মকর্তা হিসেবে ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে এককভাবে কমপক্ষে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারনের বিষয়ে মামলায় তার ভূমিকা ছিল অতুলনীয় ও প্রসংশনীয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত