কর্পোরেট সংবাদ
ঢাবির বিশেষ সমাবর্তনের স্পন্সর ইসলামী ব্যাংক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনের অন্যতম স্পন্সর হিসেবে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আখতারুজ্জামানের নিকট স্পন্সরের চেক হস্তান্তর করা হয়।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ।
এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ
ডাটা এজ’র সাথে ব্র্যাক ব্যাংকের বিএসিএইচ ও নিকাশ অ্যাপ্লিকেশন বিষয়ক চুক্তি

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং নিকাশ অ্যাপ্লিকেশনের কাজে নতুন থ্যালেস লুনা এস-৭০০ হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (এইচএসএম) কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক এবং ডাটা এজ লিমিটেড। এই সিকিউরিটি সলিউশনটি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আন্তঃব্যাংক ক্লিয়ারিং এবং আর্থিক লেনদেন আরো সহজ করে তুলবে।
গত ১৭ আগস্ট ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম এবং ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়া থ্যালেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এপিজে ক্লাউড প্রোটেকশন অ্যান্ড লাইসেন্সিং ডিপার্টমেন্টের চ্যানেল সেলস ডিরেক্টর আশেশ থানাওয়ালা এবং চ্যানেল লিড সলিউশনটি আর্কিটেক্ট প্রসূন শ্রীবাস্তব।
২০১০ সালে প্রথম স্বয়ংক্রিয় জাতীয় পেমেন্ট অবকাঠামো হিসেবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) প্রতিষ্ঠিত হয়। বিগত ১৩ বছরে আর্থিক লেনদেনের সময় এবং রিস্ক কমিয়ে, পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমে নিজেদের গুরুত্ব স্থাপন করেছে বিএসিএইচ। ম্যানুয়াল ক্লিয়ারিং-এর পরিবর্তে একটি ডিজিটাল ক্লিয়ারিং হাউস নির্মাণের মাধ্যমে এই সিস্টেমটি জীবনকে সহজ করে তুলছে।
চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের সিটিও বলেন, প্রধান সিকিউরিটি সলিউশনের জন্য ডাটা এজ’র সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই সলিউশনটি নিরাপত্তা বাড়িয়ে ক্লিয়ারিং প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। ফলে গ্রাহকদেরকে অভিজ্ঞতা হবে আরো মসৃণ।

অনুষ্ঠানটিতে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস সাকিব জামিল, হেড অব প্রকিউরমেন্ট আমিনুল হক সারোয়ার, সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম কাজী জোনায়েদ-উন-নবী, এবং সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম আমান উল্লাহ সরকার। এছাড়াও, ডাটা এজ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগদান করেন চিফ বিজনেস অফিসার (সিবিও) অসীম তালুকদার এবং ম্যানেজার অ্যাপ্লিকেশন ইঞ্জি. তাওহিদ জায়েদ বিন জাফর।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ওয়ালটন প্লাজার সহযোগিতায় বিমানে চড়লো জুনায়েদ

ভিসা ও পাসপোর্ট ছাড়া নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানের আসন পর্যন্ত যেতে পারলেও আকাশ থেকে পাখির চোখে পৃথিবী দেখার সুযোগ হয়নি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শিশু জুনায়েদ মোল্লার। এবার এই শিশুর স্বপ্ন পূরণে সঙ্গী হয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।
প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে বিমানে করে পর্যটন শহর কক্সবাজার এসে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে শিশু জুনায়েদ মোল্লার। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জুনায়েদের স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে চড়ে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় জুনায়েদ। এরপর কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রাখা হয় তাকে।
বিমানে চড়ে কক্সবাজার পৌঁছানোর আনন্দে উচ্ছ্বসিত শিশু জুনায়েদ বলেন, নিরাপত্তা পেরিয়ে বিমানে উঠেছিলাম। কিন্তু আকাশে উড়তে পারিনি। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন প্লাজা। তারা ঢাকা থেকে কক্সবাজারে বিমানে করে নিয়ে আসলেন। আমার খুবই ভালো লেগেছে। আমি ওয়ালটনের প্রতি কৃতজ্ঞ।
ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান জানান, ওয়ালটন প্লাজা ব্যবসার পাশাপাশি সর্বদা বিভিন্ন সামাজিক ও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনে তাদের পাশে এসে দাঁড়ায় ওয়ালটন প্লাজা। এরই ধারাবাহিকতায় সারাদেশে চলমান ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় ইতোমধ্যে শতাধিক পরিবারকে ৩২ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দেশব্যাপী আলোচিত জুনায়েদের পরিবারও এসব সুবিধার বাইরে নয়। আমরা যখনই শুনেছি কৃষক ইমরান মোল্লার ছেলে বিমানে চড়ার শখ থেকে এমন কাণ্ড ঘটিয়েছে। আমরা তার শখ পূরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা এই ছোট্ট ছেলেটির বড় স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হতে দিতে চাইনি। ওর এই বড় স্বপ্ন দেখতে পারার সক্ষমতা চলমান থাকুক। স্বপ্ন পূরণে ওর সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।
মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদের কৃষক বাবা ইমরান মোল্লা জানান, তার ছেলে আকাশে কোনো বিমান উড়ে যাচ্ছে দেখলে আনমনা হয়ে যেতো। কি ভাবতো সে-ই জানে। তার ছেলের বিমানে চড়ার স্বপ্ন পূরণ করায় ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ। জুনায়েদের স্বপ্ন এখন পাইলট হওয়ার। তার সেই স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই উঠে পড়েছিল জুনায়েদ নামের ওই শিশুটি। পরে জানা যায় বাড়ি থেকে পালিয়ে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছে জুনায়েদ। এরপর থেকেই আলোচনায় রয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের এই শিশুটি। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় জুনায়েদ এবং সেই শখ থেকে বিমানে চড়ার ইচ্ছা তার- এমনটি নিজেই গণমাধ্যমকে জানায় সে।
ইতোমধ্যে গোপালগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ওয়ালটনের একটি রাইস কুকার কেনেন জুনায়েদের কৃষক বাবা ইমরান মোল্লা। এরই ধারাবাহিকতায় কিস্তি ক্রেতা সুরক্ষারনীতির আওতায় কৃষক বাবার শখ পূরণ করতে এগিয়ে আসে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকিকুর রহমান

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকিকুর রহমান। তিনি একইসাথে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৭তম বোর্ড সভায় সবার সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।
মো. আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সোনারপাড়া, নবারুনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মো. আজিজুর রহমান এবং মাতা মরহুমা নজিবুন্নেছা।
দেশের অন্যতম সফল ব্যবসায়ী মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত আছেন। তিনি আর এ আর হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন।
এছাড়া আকিকুর রহমান যুক্তরাজ্যের আর এ আর ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং ডর্কিং মুসলিম কমিউনিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকের শরীয়াহ পরিপালন বিষয়ক সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার বড়গোলা শাখা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. রুহুল আমিন রব্বানী প্রধান অতিথি এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাব্বির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ব্যাংকের বগুড়া জোন প্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বগুড়া শাখা প্রধান মো. আফজাল হোসেন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কর্পোরেট সংবাদ
শরীয়াহ নীতিমালা নিয়ে আইবিসিএফের প্রশিক্ষণ

ইসলামিক ব্যাংকসমূহের মুনাফা বন্টনের প্রচলিত ২টি পদ্ধতির শরীয়াহ নীতিমালা বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দেশের শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে বিএবি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিসিএফের উপদেষ্টা ও স্ট্যার্ন্ডাড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় তিনি ১৮টি ব্যাংকের ৩৫ জন নির্বাহী ও কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক রির্সাচ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফা।
কর্মশালায় ৬টি সেশন পরিচালনা করেন বিআইবিএম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির খ্যাতনামা ইসলামী ব্যাংকার ও শরীয়াহ বিশেষজ্ঞবৃন্দ।

অর্থসংবাদ/এসএম