টেলিকম ও প্রযুক্তি
ইনস্টাগ্রামে যেভাবে ভ্যানিশ মোড চালু বা বন্ধ করবেন

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিওর পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও আদান-প্রদান করেন অনেকে। এসব বার্তার নিরাপত্তার খাতিরে প্রাপক ছাড়া অন্য কেউ যেন দেখতে না পারেন, সে জন্য ভ্যানিশ মোড নামের একটি সুবিধা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। ভ্যানিশ মোডে বার্তা পাঠালে প্রাপক বার্তা দেখার পরপরই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে সংরক্ষণ করা না থাকায় পরে অন্য কেউ বার্তাটি দেখতে পারেন না।
ভ্যানিশ মোড চালু
ভ্যানিশ মোড চালুর জন্য ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে যে ব্যক্তিকে বার্তা পাঠাতে হবে, তাঁর চ্যাট ইনবক্সে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট বক্সের যেকোনো স্থানে আঙুল রেখে চেপে ধরে ওপরের দিকে সোয়াইপ করলেই ‘সোয়াইপ আপ টু টার্ন অন ভ্যানিশ মোড’ লেখা দেখা যাবে। এবার সাধারণ নিয়মে বার্তা পাঠালেই সেটি প্রাপকের কাছে চলে যাবে।
ভ্যানিশ মোড বন্ধ
ভ্যানিশ মোড বন্ধের জন্য প্রাপকের চ্যাট বক্সের যেকোনো স্থানে আঙুল রেখে চেপে ধরে ওপরে সোয়াইপ করতে হবে। এরপর ‘সোয়াইপ আপ টু টার্ন অফ ভ্যানিশ মোড’ লেখা দেখা গেলে স্বয়ংক্রিয়ভাবে ভ্যানিশ মোড বন্ধ হয়ে যাবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেলিকম ও প্রযুক্তি
বাংলাদেশের স্টার্টআপে জাপানকে বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে চমৎকার কিছু স্টার্টআপ রয়েছে। এই খাতে তরুণরাই নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্যোগ এগিয়ে নিতে জাপানের বিনিয়োগকারীরা এগিয়ে আসতে পারেন বলে আশা ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্প্রতি বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের সুযোগ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, টোকিও, ইউনিডো আইটিপিও টোকিও এবং লিমিটেড যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বিগত বছরগুলোতে আইটি সেক্টরে বাংলাদেশের ব্যাপক উন্নতির কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের উদীয়মান স্টার্টআপ খাতের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনার কথা উল্লেখ করে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে আইটি প্রফেশনালদের নিয়োগের অনুরোধ জানান।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সামি আহমেদ ‘বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের সুযোগ’ বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বাংলাদেশে স্টার্টআপে বিনিয়োগের ক্ষেত্রে দেওয়া সুযোগ-সুবিধা ও এ খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। দুটি বাংলাদেশি স্টার্টআপ-হিসাব (ফিনটেক) ও শেয়ারট্রিপ (ট্রাভেলটেক) তাদের কার্যক্রম তুলে ধরে।
এ সময় জাপানি কোম্পানি সাইফার কোর কোং লিমিটেডের স্বত্বাধিকারী মতোইউকি অদাচি বাংলাদেশে বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন।
জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো জাপানি কোম্পানির জন্য বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বিষয়ে উপস্থাপনা করেন। অন্যান্যদের মধ্যে ইউনিডো আইটিপিওর প্রধান ফুমিও আদাচি বক্তব্য রাখেন।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) ড. আরিফুল হক বাংলাদেশ দূতাবাস কর্তৃক জাপানি বিনিয়োগকারীদের সহায়তার কথা উল্লেখ করেন।
ওয়েবিনারে বাংলাদেশ ও জাপানের ২০০ জন অংশ নেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
গুগলের ২৫তম জন্মদিন আজ

বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।
এতে গুগলের শুরুটা হয়েছিল কীভাবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।
১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয় সার্চ ইঞ্জিন গুগলের। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে পাঁচশো কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এ ছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
যেসব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়ায় এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি।
তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৪.১ বা তার থেকেও পুরোনো ভার্সনে ২৪ অক্টোবরের পর আর চলবে না হোয়াটসঅ্যাপ। স্যামসাং, সনি, মটোরোলা-এর অসংখ্য ফোন আছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ অ্যাপ-
স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।
এর আগে এ বছরে কয়েক দফায় পুরোনো অনেক ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে সংস্থাটি। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করে না।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, থাকছে কেনাকাটার সুবিধা

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।
মেটা মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার। এই ফিচারের সুবাদে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারী। ট্রেনের টিকিট বাছাই, খাবার অর্ডার দেওয়া এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।
কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।
এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত। যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় পরিসরে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করব।’

তবে এখনো ফিচারটি সবার জন্য দেওয়া হয়নি। শিগগিরই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
ইন্টারনেট সেবাদাতা চার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে। একইসঙ্গে এসব কোম্পানির সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিটিআরসির লাইসেন্স শাখার পরিচালক মো. নুরুন্নবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সাদিয়া টেক লিমিটেড।
বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বাতিল হওয়ায় ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) গাইডলাইনের ৩৫.৪ বিধান অনুযায়ী এ চার প্রতিষ্ঠানের আইপিটিএসপি লাইসেন্সও বাতিল করা হলো। তাদের কাছে থাকা বিটিআরসির ইস্যুকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে এ চার প্রতিষ্ঠানকে আইপিটিএসপি লাইনের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাদের কাছে থাকা ইস্যুকৃত লাইসেন্স বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।