Connect with us

পুঁজিবাজার

ইসলামী ব্যাংকে থাকা সব শেয়ার ছেড়ে দিল সৌদির আরবসাস

Published

on

সোনার

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলো সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি। সম্প্রতি ব্যাংকের পর্ষদ থেকে কোম্পানিটি নিজেদের প্রত্যাহার করে নেয়। এবার নিজেদের হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক দিনে ইসলামী ব্যাংকের বিপুল শেয়ারের হাতবদল হয়েছে। টাকার অঙ্কে হাতবদল হওয়া শেয়ারের মূল্য ৫২৫ কোটি টাকা। ইসলামী ব্যাংকের এ লেনদেনের ওপর ভর করে সিএসইতে ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৯৮ দশমিক ৫০ শতাংশই ছিল ইসলামী ব্যাংকের। বাকি অন্য সব কোম্পানি মিলে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি টাকার।

বিদেশি এই কোম্পানির হাতে ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার ছিল। ইসলামী ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সেই হিসাবে ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখের কিছু বেশি।

আজ সিএসইতে ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৯ লাখ শেয়ারের হাতবদল হয়। অর্থাৎ আরবসাস হাতে থাকা পুরো শেয়ারই এদিন বিক্রি করে দেওয়া হয়। আজ সিএসইতে হাতবদল হওয়া ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

বর্তমানে ইসলামী ব্যাংকের শেয়ারের মালিকানার বড় অংশই রয়েছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে। ব্যাংকটি ২০১৭ সালে এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর এটির মালিকানা থেকে একে একে বিদেশি প্রতিষ্ঠানগুলো সরে যেতে শুরু করে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ আজ সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেয়।

এর আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো ইসলামী ব্যাংকের এক চিঠিতে বলা হয়েছিল, আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি ইসলামী ব্যাংকের পরিচালক পদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি ব্যাংককে জানিয়েছে। তার ভিত্তিতে ২৬ জুলাই পরিচালনা পর্ষদের সভায় তা অনুমোদিত হয়। মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজি আরবসাসের পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেয়ার বিক্রি করে দেওয়ার মাধ্যমে এখন চূড়ান্তভাবে ব্যাংকটির মালিকানা থেকে নিজেদের সরিয়ে নিল বিদেশি এ প্রতিষ্ঠান।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

মারা গেছেন সোনার বাংলা ক্যাপিটালের এমডি

Published

on

সোনার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসাইন মারা গেছেন। আজ সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন।

গত ১৫ জুলাই ইমাম হোসাইনকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইমাম হোসাইন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

Published

on

সোনার

গত ২০২১-২৩ তিন হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত ৩০ জুন ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৭৮ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ১৯ টাকা ৯৯ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

Published

on

সোনার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বছর বিএসইসি ও বিডা’র যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে পুনরায় রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে ও কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক ফারহানা ফারুকী এসময় উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উৎসাহিতকরণ ও তাদের পোর্টফোলিও বিনিয়োগের বৃদ্ধি নিশ্চিতে করণীয় সম্পর্কে এ সময় আলোচনা হয়। সম্ভাবনাময় খাতগুলোর সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য জনপ্রিয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারত্বকে আরো গতিশীল করার বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে একটি প্রাণবন্ত, গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার সৃষ্টিতে প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। সভায় ডিএসইর প্রযুক্তিগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নাসডাক টেকনোলজি এবি বা নাসডাক ওএমএক্স গ্রুপের সহায়তায় পরিচালিত কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে আগামীতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠকের বিষয়টি সভায় নির্দিষ্ট করা হয়।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান নিয়োগ

Published

on

মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনার্জি ও মিনারেল বিভাগের সচিব মো. নুরুল আলম। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারটি অনুমোদন করা হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করেছে ১৫০ শতাংশ।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ৪৯ কোটি টাকার লেনদেন

Published

on

সোনার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৭০টি কোম্পানির সর্বমোট ৮০ লাখ ৬৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৯ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি এমারেল্ড অয়েলের ১১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ১১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ও তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিলের ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ২ কোটি ১৩ লাখ ৩১ হাজার, সিলভা ফার্মার ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ২৪ লাখ, লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ১ লাখ ৯১ হাজার এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
জিএসপি সুবিধা পেলে যুক্তরাষ্ট্র থেকে বাড়বে রপ্তানি আয়
অর্থনীতি9 hours ago

জিএসপি সুবিধা পেলে যুক্তরাষ্ট্র থেকে বাড়বে রপ্তানি আয়

ঘর থেকে পিঁপড়া যেভাবে দূর করবেন
লাইফস্টাইল9 hours ago

ঘর থেকে পিঁপড়া যেভাবে দূর করবেন

সোনার
পুঁজিবাজার9 hours ago

মারা গেছেন সোনার বাংলা ক্যাপিটালের এমডি

সোনার
বিনোদন9 hours ago

পরিচিত মানুষ মিথ্যা বললে কষ্ট লাগে

শেখ হাসিনা
জাতীয়10 hours ago

পররাষ্ট্রমন্ত্রীর ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ উদ্বোধন

জবির বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ
ক্যাম্পাস টু ক্যারিয়ার10 hours ago

জবির বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

শেষ ওয়ানডেতে থাকছেন না তাসকিন-মিরাজ
খেলাধুলা11 hours ago

শেষ ওয়ানডেতে থাকছেন না তাসকিন-মিরাজ

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদমূল্য বেড়েছে
আন্তর্জাতিক11 hours ago

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদমূল্য বেড়েছে

সোনার
পুঁজিবাজার11 hours ago

লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা
কর্পোরেট সংবাদ11 hours ago

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930