পুঁজিবাজার
ইউনিভার্সাল ইয়ার্নের ইস্যু ম্যানেজার হবে বাংলাদেশ ফাইন্যান্স

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড এবং পোশাক খাতের প্রতিষ্ঠান ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং লিমিটেডের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির এসএমই বোর্ডের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স।
অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং ইউনিভার্সাল ইয়ার্ন ডাইংয়ের পক্ষে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ.এল.এম. জিয়াউল হক চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সাল ইয়ার্ন ডাইং এর ডিরেক্টর অপারেশনস জুবায়ের বিন জিয়া রুবাবসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
প্রগতি লাইফের শেয়ার ক্রয়-বিক্রি করবেন চার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চার উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে একজন তার হাতে থাকা কিছু শেয়ার বিক্রি করবেন এবং তিনজন শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা এ কে এম রফিকুল ইসলাম ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার হাতে প্রগতি লাইফের ২ লাখ ৭ হাজার ৬৬০টি শেয়ার রয়েছে।
এছাড়া, কোম্পানিটির তিন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এ এস এম মহিউদ্দিন মোনেম ৫০ হাজার, মো. শফিউর রহমান ২০ হাজার এবং সেলিম রহমান ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের ব্লক মার্কেটে বাজারমূল্যে তারা লেনদেন সম্পন্ন করবেন।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পেনিনসুলা চিটাগাং’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
প্রসঙ্গত, আগের বছর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আড়াই শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ ঘোষণা করলো অ্যাপেক্স স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫১ পয়সা। যা আগের বছর ৩ টাকা ৪৫ পয়সা ছিলো।
এছাড়া ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৬৪ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।
এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। তাতে মোট মুনাফা থেকে ৮৪ লাখ শেয়ারধারীদের ২ টাকা করে ১ কোটি ৬৮ লাখ টাকা লভ্যাংশ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

এর আগে, ২০২১ ও ২২ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
ডিএসইতে ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়। বর্তমান কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫২ দশমিক ৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ২৬ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
অ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুডস লিমিটেড ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিলো ৫ টাকা ১৪ পয়সা।
এছাড়া ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৩৬ টাকা ২০ পয়সা। এর আগের বছর ছিল ১২৬ টাকা ১৮ পয়সা।
এর আগে, ২০২১ ও ২২ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স ফুডস।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ওই দিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিএসইসি’র ১০০ কোটি টাকার ইটিএফ অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১০০ কোটি টাকা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) অনুমোদন দিয়েছে। দেশের প্রথম ইটিএফ ফান্ডের নাম ‘এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ।’ ফান্ডটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
মঙ্গলবার (৩ অক্টোবর) ফান্ডটির অনুমোদন দিয়েছে বিএসইসি।
সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি টাকা দিবে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। বাকি টাকার মধ্যে ২ কোটি টাকা লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড দিবে। এর বাহিরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
দেশের প্রথম ইটিএফের উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্টস। ট্রাস্টির দায়িত্ব পালন করবে বিজিআইসি। ফান্ডটির অথরাইজড পার্টিসিপ্যান্টস (এপি) হিসেবে কাজ করবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এমআই