Connect with us

পুঁজিবাজার

তিন প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

Published

on

বন্ড

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড এবং ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট।

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা তুলবে ব্র্যাক ব্যাংক

Published

on

বন্ড

দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৭০০ কোটি টাকা উত্তোলন করবে বেসরকারি ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুললি রিডেমেবল, যা মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়ন হবে। এছাড়া বন্ডটি হবে নন কনভারটেবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

এর আগে গত ৭ জুন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে ওই বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ফ্যামিলি টেক্সের কারখানা বন্ধ

Published

on

ফ্যামিলি টেক্সের কারখানা বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফ্যামিলি টেক্স বাংলাদেশের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) কোম্পানিটির কারখানা পরিদর্শন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর প্রতিনিধি দল কোম্পানিটির বর্তমান কার্যক্রম জানতে কারখানা পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দল কোম্পানিটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ পেয়েছে।

সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো ফ্যামিলি টেক্স বাংলাদেশ। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

ডিএসইতে প্রকাশিত ডিসেম্বর, ২০২০ সাল শেষে কোম্পানিটির মোট কম্প্রিহেন্সিভ আয় মাইনাস ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে, পুঁজিবাজারের নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এ সিদ্ধান্তে অনুমোদন দেয়।

তাতে এ নিয়ে মোট ৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ডিএসই প্রতিনিধি দল। পরিদর্শন করা সবগুলো কারখানাই বন্ধ পেয়েছে ডিএসই প্রতিনিধিরা।

পরিদর্শনের অনুমতি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার পিপি, ঢাকা ডাইং, জাহিন স্পিনিং, ফরচুন সুজ, ন্যাশনাল ফিড মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল, কেয়া কসমেটিকস এবং জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ৪৩ কোটি টাকার লেনদেন

Published

on

বন্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৩টি কোম্পানির সর্বমোট ৯৫ লাখ ৯১ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটির এদিন ৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ৪ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

মিরাকল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

Published

on

বন্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস রোববার সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৫০ পয়সা। আজ (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা বা ৬ দশমিক ০৬ শতাংশ।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪২ শতাংশ। আর ৩ দশমিক ৩৮ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।

আজ ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

Published

on

বন্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে এপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ারদর আজ ৬ দশমিক ১১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং জিকিউ বলপেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930