Connect with us

কর্পোরেট সংবাদ

৭০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবে ইউসিবি ব্যাংক

Published

on

উদ্যোক্তা

সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে ৭০০ জন কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

সোমবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী ময়মনসিংহ জেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে ইতোমধ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার প্রায় ৩৭০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস বলেন, বেসকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এজন্য আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রেজ্জাক, ইউসিবিরি জেলা শাখার ব্যবস্থাপক জুবায়ের ইবনে জাহানসহ ইউসিবির কর্মকর্তাবৃন্দ।

একই দিন নেত্রকোনা জেলা পরিষদ মিলনায়তনে জেলার ১০টি উপজেলার প্রায় ৩০০জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল কবির।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাগণ ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান, ইউসিবির কেন্দু শাখার ব্যবস্থাপক মো. ইকবাল কবিরসহ জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত প্রায় ১৭০০০ কৃষি উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলো টেকনো মিডিয়া

Published

on

উদ্যোক্তা

জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ক্ষুদ্র শিল্প ক্যাটেগরিতে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” পেল টেকনো মিডিয়া লিমিটেড।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” বিতরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথের হাতে এই পুরস্কার তুলে দেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

এবছর ছয় ক্যাটেগরিতে মোট ১২ টি প্রতিষ্ঠানকে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” প্রদান করলো শিল্প মন্ত্রণালয়।

টেকনো মিডিয়া লিমিটেডকে এমন সম্মানে ভূষিত করায় শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বেসরকারি খাতের প্রতি সরকারের ধারাবাহিক পৃষ্ঠপোষকতার এক উজ্জল দৃষ্টান্ত। এ স্বীকৃতি উদ্ভাবনি ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের অন্যতম সহযোগি হিসেবে কাজ করতে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”

টেকনো মিডিয়া লিমিটেড সারাদেশে এটিএম বুথ, নোট সর্টিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফটওয়্যারসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। দেশের এটিএম সেবার ৭০ শতাংশই প্রদান করে থাকে টেকনো মিডিয়া

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

কৃষিকে ব্যবসায়িক কৃষিতে পরিণত করতে হবে

Published

on

উদ্যোক্তা

সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি আনোয়ার ফারুক বলেছেন, কৃষিকে ব্যবসায়িক কৃষিতে পরিণত করতে হবে। যদিও নতুন ব্যবসা গড়ে তোলা কঠিন চ্যালেঞ্জ। কৃষি উদ্যোক্তাদের এই চ্যালেঞ্জ নিতেই হবে। উদ্যোক্তা হয়ে তাঁদের নিজেদের কর্মসংস্থান যেমন করতে হবে, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন তাঁরা।

তিনি বলেন, উদ্যোক্তা উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কৃষি ব্যবসায় এগিয়ে আসতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের পর্যাপ্ত সুযোগ করে দিতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বাগেরহাট জেলার হোটেল ক্যাসেল আশারায় অনুষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠিত জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বাগেরহাট জেলার ৯টি উপজেলার প্রায় ২৬০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের পরামর্শ ও সহায়তা প্রদানের জন্যই ইউসিবি ‘ভরসার নতুন জানালা’ বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। কৃষি উদ্যোক্তারা যেন সহজে ঋণ পেতে পারে, বাণিজ্যিক কৃষির বিকাশে ভূমিকা রাখতে পারে, সে জন্য ইউসিবি সব সময় কৃষি উদ্যোক্তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার, ইউসিবির আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

একই দিন গোপালগঞ্জ জেলার পৌরসভা মিলনায়তনে জেলার ৫টি উপজেলার প্রায় ১৬০জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, ইউসিবির আঞ্চলিক প্রধান মিজানুর রহমান, জেলা শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৩৪টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা

Published

on

উদ্যোক্তা

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইবিটিআরএ’র প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, মো. রাজা মিয়া, নাজমুস সাকিব মো. রেজাউর রহমান ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

ব্যাংকের অডিট অ্যান্ড ইনপেকশন ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংকের ‘আইটিএফসি-২০২৩’ পুরস্কার অর্জন

Published

on

উদ্যোক্তা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে ডলার সংকটের সময় গম আমদানির জন্য ইসলামী অর্থায়ন কাঠামোর অধীনে একটি অনন্য সমাধান খুঁজে বের করে সিটি ব্যাংক। এই প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ ব্যাংকটি ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে ‘আইটিএফসি ট্রেড ফাইন্যান্স ডিল অফ দ্যা ইয়ার’ পুরস্কার অর্জন করেছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন আইটিএফসি’র সিওও নাজিব নুরডালির কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে আইটিএফসি’র এশিয়া ও মিডিলইষ্টের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলম, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান হাসান শরীফ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাসরুর আরেফিন আইটিএফসিকে পুরস্কারের জন্যে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা ইসলামিক কাঠামোর অধীনে ট্রেড ফাইন্যান্স সুবিধা নিতে চান আইটিএফসি’র সহায়তায় আমরা সেই গ্রাহকদের খুব সহজে ও দক্ষতার সাথে সেবা দিতে পারি। আইটিএফসি’র ট্রেড ফাইন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুবিধা প্রদান করে যা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০১৯ সাল থেকে সিটি ব্যাংক আইটিএফসি’র ট্রেড ফাইন্যান্স সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে সিটি ব্যাংকের প্রাপ্ত এই সুবিধাটিই সর্বোচ্চ।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে জেসিআই বাংলাদেশ

Published

on

উদ্যোক্তা

ঝিনাইদহ জেলায় সুইড রতনপুর অটিস্টিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে জেসিআই বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান জেসিআই যশোর ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সম্প্রতি সংগঠনটির উদ্যোগ প্রজেক্ট “সহায়” এর মাধ্যমে বিদ্যালয়টিতে অটিস্টিক শিশুদের যাতায়াতের জন্য যানবাহন মেরামত করে দেয়া হয়েছে এবং ভবন সংস্কার করে দেয়া হচ্ছে।

বিদ্যালয় পরিদর্শনকালে জেসিআই যশোরের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান এবং তার বোর্ডের সদস্যবৃন্দসহ জেসিআই ঢাকা ওয়েস্ট, জেসিআই ঢাকা ইয়াং এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেটের বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিদ্যালয়টিতে মেরামতকৃত যানবাহন ও সংস্কারকৃত ভবন পরিদর্শন করেন। এছাড়া তারা অটিস্টিক শিশুদের সাথে কথা বলে এবং তাদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে আনন্দঘন সময় কাটান এবং তাদের উপহার প্রদান করেন।

এছাড়া তারা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা, বিদ্যালয় এবং অটিস্টিক শিশুদের সুবিধা ও অসুবিধা সংক্রান্ত নানা ব্যাপারে আলোচনা করেন।

জেসিআই বাংলাদেশের ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূইয়ার পরিকল্পনায় প্রজেক্ট “সহায়” এর মূল উদ্যোক্তা এবং সমন্বয়কারী জেসিআই যশোর, সহযোগিতায় জেসিআই ঢাকা ওয়েস্ট, জেসিআই ঢাকা ইয়াং এবং জেসিআই ঢাকা ডিপ্লোমেট।

এ ব্যাপারে জেসিআই যশোরের ফাউন্ডিং লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার শেখ মতিউর রহমান বলেন, “অটিস্টিক শিশুরা সমাজের কোন বোঝা না। বরং তাদের আচরনগত ক্রটিকে আমরা বুঝতে পারি না এবং এই ব্যাপারে আমাদের পর্যাপ্ত জ্ঞান নাই বলে একে আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করি। এই ভ্রান্ত চিন্তা থেকে আমাদের বের হতে হবে এবং অটিস্টিক শিশুদের সমাজের শক্তিতে পরিণত করতে হবে। এজন্য তাদের শিক্ষা ব্যবস্থাপনা আর সার্বিক উন্নয়ন ঘটাতে হবে।”

ভবিষ্যতেও বিশেষ চাহিদা ও অটিস্টিক শিশুদের সার্বিক উন্নয়নে জেসিআই যশোরের তত্ত্বাবধানে প্রজেক্ট “সহায়” এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেসিআই ঢাকা ওয়েস্ট এর লোকাল কমিটি চেয়ার মো. রিয়েল আহমেদ বলেন, “আমরা যাদের সমাজের বোঝা মনে করি, তাদের মেধা মূল্যায়ন করে তাদের মেধা অনুযায়ী তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করে দেই, তাহলে সমাজের ব্যাপক উন্নয়ন হবে। এজন্য সমাজের সামর্থবান সকলকে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৫ হাজার সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
ভিসা না পাওয়া ঢাবি উপাচার্যকে কানাডায় আমন্ত্রণ
ক্যাম্পাস টু ক্যারিয়ার8 mins ago

ভিসা না পাওয়া ঢাবি উপাচার্যকে কানাডায় আমন্ত্রণ

উদ্যোক্তা
পুঁজিবাজার17 mins ago

এমটিবির দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা

উদ্যোক্তা
আন্তর্জাতিক32 mins ago

ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রগতি লাইফের শেয়ার বিক্রি করবেন চার উদ্যোক্তা
পুঁজিবাজার44 mins ago

প্রগতি লাইফের শেয়ার ক্রয়-বিক্রি করবেন চার উদ্যোক্তা

পেনিনসুলা চিটাগাং'র পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার59 mins ago

পেনিনসুলা চিটাগাং’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

উদ্যোক্তা
পুঁজিবাজার1 hour ago

লভ্যাংশ ঘোষণা করলো অ্যাপেক্স স্পিনিং

অ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার2 hours ago

অ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

উদ্যোক্তা
রাজধানী2 hours ago

রাজধানীতে যেসব মার্কেট বন্ধ আজ

বিএসইসি’র ১০০ কোটি টাকার ইটিএফ অনুমোদন
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি’র ১০০ কোটি টাকার ইটিএফ অনুমোদন

উদ্যোক্তা
জাতীয়2 hours ago

দুপুরে দেশে পৌঁছাবেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031