পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৪ আগস্ট) ডিএসইতে মিরাকল ইন্ডাস্ট্রিজসের শেয়ারদর ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৯২ শতাংশ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং কেয়া কসমেটিক্স লিমিটেড।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
মারা গেছেন সোনার বাংলা ক্যাপিটালের এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসাইন মারা গেছেন। আজ সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন।
গত ১৫ জুলাই ইমাম হোসাইনকে সোনার বাংলা ইন্স্যুরেন্সের এমডি ও সিইও পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ইমাম হোসাইন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।
এরপর তিনি ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

গত ২০২১-২৩ তিন হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত ৩০ জুন ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৭৮ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে এনএভি ১৯ টাকা ৯৯ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
বিনিয়োগ বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের সঙ্গে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুঁজিবাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বছর বিএসইসি ও বিডা’র যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে পুনরায় রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে ও কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম ও পরিচালক ফারহানা ফারুকী এসময় উপস্থিত ছিলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উৎসাহিতকরণ ও তাদের পোর্টফোলিও বিনিয়োগের বৃদ্ধি নিশ্চিতে করণীয় সম্পর্কে এ সময় আলোচনা হয়। সম্ভাবনাময় খাতগুলোর সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য জনপ্রিয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারত্বকে আরো গতিশীল করার বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে একটি প্রাণবন্ত, গতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার সৃষ্টিতে প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও সাইবার নিরাপত্তা ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। সভায় ডিএসইর প্রযুক্তিগত উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নাসডাক টেকনোলজি এবি বা নাসডাক ওএমএক্স গ্রুপের সহায়তায় পরিচালিত কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রশমনে আগামীতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে বৈঠকের বিষয়টি সভায় নির্দিষ্ট করা হয়।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনার্জি ও মিনারেল বিভাগের সচিব মো. নুরুল আলম। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারটি অনুমোদন করা হয়।
প্রসঙ্গত, ২০০৭ সালে দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করেছে ১৫০ শতাংশ।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৪৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৭০টি কোম্পানির সর্বমোট ৮০ লাখ ৬৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৯ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৫ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি এমারেল্ড অয়েলের ১১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ১১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ও তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ স্টিলের ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মা ২ কোটি ১৩ লাখ ৩১ হাজার, সিলভা ফার্মার ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার, বিএসআরএম স্টিলের ১ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ২৪ লাখ, লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ১ লাখ ৯১ হাজার এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম