পুঁজিবাজার
চার প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ আগামীকাল

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার মিউচুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে- ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কিম-২, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।
সূত্র মতে, ফান্ডগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ডগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
বুধবার থেকে ফান্ডগুলো লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ১৯৮ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগামিতায় লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৯৮ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছিলো ১৩৩ কোটি টাকা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯১ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬১ ও ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এডিএন টেলিকম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
সভা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইফাদ অটোসের বন্ডে আবেদনের মেয়াদ বাড়লো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের ৩০০ কোটি টাকা সমমূল্যের বন্ড ইস্যুর মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানিটির আলোচ্য নন-কনভার্টেবল, সিকিউরিড, ফ্লোটিং রেট কুপন বিয়ারিং কর্পোরেট বন্ড ইস্যুর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিএসইসি ইফাদের বন্ডে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বাড়িয়েছে। এছাড়া বন্ড ইস্যুর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
আলোচ্য বন্ডের সর্বনিম্ন কুপন হার ৬ শতাংশ এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা। এছাড়া বন্ডের মেয়াদ ৫ বছর।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
স্থগিত এজিএম করবে বিআইএফসি

২০২১ সালের স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সুপ্রিম কোর্ট থেকে আসা এক রায়ের ভিত্তিতে কোম্পানিটি এজিএমের আদেশ পেয়েছে। তাতে স্থগিত ২৬তম এজিএম আগামী ১৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ প্রদান করেনি।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সিএসইর লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। যেখানে আগের বছর শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অর্থসংবাদ/এমআই