পুঁজিবাজার
অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না ক্রিস্টাল ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। তবে শেয়ারদর বৃদ্ধির কোন কারণ জানা নেই বিমা খাতের কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২০ আগস্ট ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৫৪ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। অর্থাৎ ১০ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৩ টাকা বৃদ্ধি পেয়েছে। শতাংশ হিসেবে দর বৃদ্ধির পরিমাণ ২৩ দশমিক ৭২ শতাংশ।
এদিকে কোম্পানিটির এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এজন্য কোম্পানিটির কাছে শেয়ারদর বৃদ্ধির কারণও জানতে চেয়েছে সংস্থাটি। তবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স জানিয়েছে দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ কোন কারণ ছাড়াই বাড়ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৪৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৩টি কোম্পানির সর্বমোট ৯৫ লাখ ৯১ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটির এদিন ৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩ কোটি ১৪ লাখ ৯২ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২ কোটি ৭৩ লাখ, ফাইন ফুডসের ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৪২ লাখ ৪ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ২৮ লাখ ৩ হাজার এবং বেক্সিমকোর ১ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মিরাকল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবস রোববার সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৫০ পয়সা। আজ (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা বা ৬ দশমিক ০৬ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪২ শতাংশ। আর ৩ দশমিক ৩৮ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।
আজ ডিএসইতে সর্বোচ্চ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে এপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ারদর আজ ৬ দশমিক ১১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং জিকিউ বলপেন।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮৪ লাখ ০৩ হাজার ৩০৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য৪২ কোটি ৪৬ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের আজ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬১ লাখ টাকার।
আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডিকম অনলাইন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সূত্র মতে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচক এদিন ১ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে।
এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস এদিন ০ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৪২২ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ০১ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৭০ কোম্পানির। বাকি ৭৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

অর্থসংবাদ/এসএম