Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবিতে ‘শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে বঙ্গবন্ধু’ বিষয়ক সেমিনার

Published

on

আলিফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে বঙ্গবন্ধুর ভূমিকা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের আইন বিভাগের কনফারেন্স কক্ষে পি.এইচ.ডি. সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. মোহা. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। সেমিনারে অলোচক হিসেবে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খাঁন, অধ্যাপক ড. হালিমা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্রলীগ নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. এম. আনিচুর রহমানের সঞ্চালনায় এবং অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের তত্ত্বাবধায়নে গবেষক বি. এম. আব্দুর রাফেল ‘শিক্ষা অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন।

পরবর্তীতে অতিথিরা এ প্রবন্ধের গুরুত্বসহ নানা ত্রুটি ও দিকনির্দেশনা প্রদান করেন।

অর্থসংবাদ/এসএ

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাকা ওয়াসায় চাকরির সুযোগ

Published

on

চাকরির সুযোগ

ঢাকা ওয়াসা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপসহকারী প্রকৌশলী পদে ২৮ জনকে চাকরি দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষাজীবনের সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

আরও পড়ুন: এইচএসসি পাসেই পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

বয়স
আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৩০ বছর। তবে যোগ্যতাসম্পন্ন বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫৫৮ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে পাঠাতে হবে। টাকা জমা দেওয়ার নির্দেশনা ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ঢাবির জহুরুল হক হল বিতর্কে চ্যাম্পিয়ন রোকেয়া হল

Published

on

ঢাবির জহুরুল হক হল বিতর্কে চ্যাম্পিয়ন রোকেয়া হল

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেটিং ক্লাব ‘হাউজ অব ডিবেটরস’-এর উদ্যোগে তিন দিনব্যাপী ৭ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন এবং রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জহুরুল হক হল মিলনায়তনে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কের সঙ্গে আমার সম্পর্ক ছাত্রজীবন থেকেই। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী, জ্ঞানী ও সহনশীল করে তোলে। বিতার্কিকরা যুক্তিতর্কের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন করে এবং ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে সফল হয়। সেই ধারায় ঢাবির বিতার্কিকদের সব সহযোগিতা করার আশ্বাস এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আরো বিতার্কিক তৈরির পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হাউজ অব ডিবেটরস এর স্লোগান ‘চিন্তায়, দ্রোহে- স্বাধীনতার পরম্পরায়’ এর সঙ্গে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং কূটনীতির চিন্তাগত যোগসূত্র স্থাপন করে হাউজ অব ডিবেটরস এর ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শিক্ষার্থীদের জ্ঞানের উৎকর্ষ সাধনে বিতর্কের গুরুত্ব তুলে ধরে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বৈশ্বিকভাবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বিতর্ক সংগঠন হাউজ অব ডিবেটরস-এর বিতার্কিকদের মুক্তচিন্তার প্রতি গুরুত্ব দেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তামিম মুনতাসির অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মো. বেলাল হোসাইন চৌধুরী, হল ডিবেটিং ক্লাবের মডারেটর রাফাত আলম মিশু, বিশিষ্ট কলামিস্ট ও লেখক নাজনীন হক মিমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বক্তব্য রাখেন।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবির আল হাদিস বিভাগের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত

Published

on

আলিফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথম পুণর্মিলনী উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অনুষদ ভবন হতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাবেত হয়।

আলোচনা সভায় আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালীউলাহ।

আলিফ

এছাড়া আলোচনা সভায় অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আবদুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হামিদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিগণ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ঋণ পরিশোধ করতে হলে এ্যালামনাই এসোসিয়েশন গঠন করতে হবে। এ বিভাগের সকলকে একত্রিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হয়ে দেশে-বিদেশে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও সমৃদ্ধি করতে হবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, প্রায় দীর্ঘ ৩১ বছর পর একে অপরে সাথে সাক্ষাৎ হচ্ছে এটা অনেক আনন্দের। এ্যালামনাই এসোসিয়েশন কমিটির প্রতিষ্ঠার সময় থেকেই সকল শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করতে পারলেই বিভাগকে সহযোগিতা করা সম্ভব হবে। শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা সম্ভব হবে এবং সর্বপরি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা সম্ভব হবে।

উল্লেখ্য, সভা শেষে অতিথিবৃন্দদের স্মারক প্রদান করা হয়। শেষ পর্বে সকলে স্মৃতিচারণ ও নাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা উপভোগ করেন।

অর্থসংবাদ/সাকিব/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

এইচএসসি পাসেই পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

Published

on

আলিফ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-১। প্রতিষ্ঠানটি ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম : নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-১
পদসংখ্যা : ১টি
জনবল নিয়োগ : ০২ জন (কম-বেশি হতে পারে)

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান ও এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

যে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: নাটোর, রাজশাহী,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নওগাঁ, গাইবান্ধা, পাবনা, জয়পুরহাট, কুষ্টিয়া,রংপুর,মেহেরপুর, নড়াইল, পঞ্চগড়,নীলফামারী, পিরোজপুর, সিরাজগঞ্জ, বান্দরবন, বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না।

আবেদন ফি : ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। এছাড়াও ৪নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ২১ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার,নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-১, ফুলবাগ, নাটোর-৬৪০ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২১ অক্টোবর ২০২৩

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

তিন বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি

Published

on

আলিফ

তথ্যপ্রযুক্তিবিষয়ক শিক্ষাকে আরও উন্নত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের তিনটি বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০০ কোটি টাকা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এডিবির প্রধান কার্যালয় থেকে এই ঋণ অনুমোদন করা হয়েছে।

এডিবি জানায়, এই ঋণের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রোগ্রামগুলোকে উন্নত করা হবে। তিনটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ ও পরীক্ষাগার স্থাপন, সহযোগিতা, স্টার্ট-আপ স্পেস এবং সহায়ক সুবিধাদি প্রতিষ্ঠায় সহায়তা করবে এই অর্থ।

এ ছাড়া নারীবান্ধব সুযোগ-সুবিধা এবং পরিষেবাগুলো অন্তর্ভুক্ত করবে। বিশ্ববিদ্যালয়গুলো নতুন শিক্ষামূলক পদ্ধতি এবং উদীয়মান ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হতে শিক্ষকদের সক্ষমতা তৈরি করবে। বিশেষ করে নারীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ সুযোগ, কর্মজীবন কাউন্সেলিং এবং শিল্প প্লেসমেন্ট স্নাতক ছাত্রদের জন্য প্রদান করা হবে।

এডিবির সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট রিওতারো হায়াশি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করতে এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে উচ্চশিক্ষায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামকে উন্নীত করা প্রয়োজন। এই প্রকল্পটি আরও দক্ষ এবং প্রযুক্তি-সচেতন স্নাতক এবং উদ্যোক্তাদের বিকাশে সহায়তা করবে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930