পুঁজিবাজার
প্রগেসিভ লাইফে ভারপ্রাপ্ত সিইও এবং সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কোম্পানি সচিব নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহজাহান আজাদী। এর আগে আলোচ্য পদে অজিত চন্দ্র আইচ দায়িত্ব পালন করতেন।
তাছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ জহির উদ্দিনের পরিবর্তে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল করিম। তিনি বর্তমানে একই কোম্পানির পলিসি সার্ভিসিং এবং মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
শেয়ার বেচবে এক্সিম ব্যাংক উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ব্যাংক লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা জুবায়ের কবিরের কাছে ৬২ লাখ ৮২ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ পাঠিয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
আল-আরাফাহ্ ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকের উদ্যোক্তা মীর আহম্মেদ তার হাতে থাকা ৫২ লাখ ১৭ হাজার ৫৯৪টি শেয়ার ছেলে আবদুস সালামকে (ব্যাংক পরিচালক) উপহার হিসেবে হস্তান্তর করেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে তারা এ কাজ সম্পাদন করেন।
এর আগে, গত ১ অক্টোবর মীর আহম্মেদ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ২১৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২১৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে ২২৬ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
বুধবার (৪ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এমটিবির দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) দুই উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে এক উদ্যোক্তা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি এবং এক উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার বিক্রি করবে। বর্তমানে তাদের হাতে এমটিবির ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৪১০টি শেয়ার রয়েছে।
এছাড়া, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের ব্লক মার্কেটে বাজারমূল্যে তারা কেনা-বেচা সম্পন্ন করবেন।

অর্থসংবাদ/এমআই