পুঁজিবাজার
দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে সিটি ব্যাংকের

সিটি ব্যাংক ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়।
এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৯৭ টাকা, যা ২০২২ সালের একই মেয়াদে ছিল ১.৮১ টাকা। প্রতিবেদন অনুযায়ী, এই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২৩৬.৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২১৭.২২ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিতভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নানাবিধ প্রশ্ন ঊত্থাপন করেন এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ সে সকল প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন।
উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে নিশ্চিত ভূমিকা রাখবে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে লেনদেন ৭৮ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির মোট ৭৮ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ অক্টোবর) এই লেনদেন হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটি আজ ব্লকে মোট ১৯ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ৯৮ লাখ ও তৃতীয় স্থানের ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ব্লকের লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৭ কোটি ২৮ লাখ, সোনালী পেপারের ৩ কোটি ৮৫ লাখ ২৩ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯৯ লাখ ৮ হাজার, এইচআর টেক্সটাইলের ২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ১৫ লাখ ২৮ হাজার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৯০ লাখ ৮ হাজার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ইমাম বাটনের প্রধান কার্যালয়ের স্থান পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের প্রধান কার্যালয় এবং রেজির্স্টাড অফিস পরিবর্তন করেছে।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইমাম বাটনের নতুন অফিসের ঠিকানা এফ-১৬, লিলিপন্ড সেন্টার ৩, আর কে মিশন রোড, ঢাকা। একইস্থানে তাদের রেজির্স্টাড অফিসও রয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছিলো রাজধানীর দিলকুশা এলাকার জামান কোর্ট টাওয়ারে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ইমাম বাটন বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। আজ বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এপেক্স ফুডসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৪ অক্টোবর) এপেক্স ফুডসের শেয়ারদর আগের দিনের তুলনায় ২৯ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩৮২ টাকা ২০ পয়সায়।
দর পতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আজ ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৪০ পয়সা বা ৩ দশমিক ৮৮ শতাংশ।
বুধবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, এমারেল্ড অয়েল, আজিজ পাইপস, ন্যাশনাল টি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বুধবার (০৪ অক্টোবর) রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৭৪ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিলো ৭৫ টাকা ২০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ২ টাকা বা ৭ দশমিক ৩৮ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৩৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, ইয়াকিন পলিমার, ডেফোডিল কম্পিউটারস, লিব্রা ইনফিউশনস, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে সি পার্ল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩ অক্টোবর) ডিএসইতে সি পার্লের ১৪ লাখ ৯৩ হাজার ৭২১টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৮ কোটি ৪৭ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের আজ ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৭ লাখ টাকার।
আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, এই আর টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুডস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।