শেয়ারবাজারে ‘মহাদাপট’ দেখাল বীমা খাত

শেয়ারবাজারে ‘মহাদাপট’ দেখাল বীমা খাত
টানা ঊর্ধ্বমুখী ধারা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় টানা ১৩ সপ্তাহ শেয়ারবাজারে উত্থান হয়েছে। শেয়ারবাজারের এমন উত্থান প্রবণতার মধ্যে গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে একচেটিয়া দাপট দেখিয়েছে বীমা খাত।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় এ খাতেরই রয়েছে ৭টি কোম্পানি। বাকি তিনটির মধ্যে পচা বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে ২টি।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে জেড গ্রুপের প্রতিষ্ঠান সি অ্যান্ড এ টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে এক টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২ টাকা ৭০ পয়সা।

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস খুব একটা ভালো না। সর্বশেষ ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়। এরপর কোম্পানিটি থেকে বিনিয়োগকারীরা আর কোনো লভ্যাংশ পায়নি।

এদিকে, পরিচালকদের শেয়ার ধারণের চিত্র দেখে বোঝা যাচ্ছে, কোম্পানিটির প্রতি তাদের খুব একটা দরদ নেই। আইন অনুযায়ী, পরিচালকদের সম্মিলিতভাবে কমপক্ষে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। কিন্তু সি অ্যান্ড এ টেক্সটাইলের পরিচালকদের কাছে কোম্পানিটির ২২ দশমিক ১৪ শতাংশ শেয়ার আছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছেই আছে ৬২ দশমিক ১৯ শতাংশ। অবশিষ্ট ১৫ দশমিক ৬৭ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।

দাম বাড়ার দ্বিতীয় স্থানটি দখল করেছে বীমা খাতের কোম্পানি প্রভাতী ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫ টাকা ২০ পয়সা বা ৪১ দশমিক ৩০ শতাংশ। পরের স্থানটি দখল করেছে জেড গ্রুপের আরেক কোম্পানি ইউনাইটেড এয়ার। পুঁজিবাজারের বহুল আলোচিত এই কোম্পানিটির শেয়ারের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

এর পরের ছয়টি স্থানই বীমা খাতের দখলে। এর মধ্যে নিটল ইনস্যুরেন্সের ৩১ দশমিক ৫৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্সের ২৫ দশমিক ৪৪ শতাংশ, এশিয়া ইনস্যুরেন্সের ২৫ দশমিক ৩১ শতাংশ, জনতা ইনস্যুরেন্সের ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ, পিপলস ইনস্যুরেন্সের ২২ দশমিক ৭৩ শতাংশ এবং গ্লোবাল ইনস্যুরেন্সের ২২ দশমিক ৬৪ শতাংশ দাম বেড়েছে। দাম বাড়ার শীর্ষ ১০-এ থাকা অপর প্রতিষ্ঠান মুন্নু সিরামিকের শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ১৬ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত