নারায়ণগঞ্জে নিহত মুয়াজ্জিনের পরিবারের পাশে অর্থমন্ত্রী

নারায়ণগঞ্জে নিহত মুয়াজ্জিনের পরিবারের পাশে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা দেলোয়ার হোসেন ভূঁইয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দীর্ঘ ২৫ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের পাশাপাশি ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মুয়াজ্জিনের ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ এক লাখ টাকা এবং তিনটি গাভি দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে দেলোয়ারের বাড়িতে গিয়ে তার পরিবারকে মন্ত্রীর পক্ষে এ সহায়তা প্রদান করেন দলীয় নেতাকর্মীরা।

দেলোয়ারের পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন তার বড় ছেলে জোনায়েদ হোসেনও।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন প্রমুখ।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে মসজিদে থাকা সবাই দগ্ধ হন। তাদের মধ্যে অগ্নিদগ্ধ মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন (৪৭) ও তার বড় ছেলে জোনায়েদ হোসেন (১৭) নিহত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা