প্রাণ-আরএফএল ১৫৩ কোটি টাকা বিনিয়োগ করবে পিপিই তৈরিতে

প্রাণ-আরএফএল ১৫৩ কোটি টাকা বিনিয়োগ করবে পিপিই তৈরিতে
আদমজী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় ১৮.০৮ মিলিয়ন মার্কিন ডলার (এক কোটি ৮০ লাখ ডলার বা ১৫৩ কোটি টাকা) বিনিয়োগ করতে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী সংস্থা মেসার্স বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড। এ বিনিয়োগে সেখানে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং খেলনা তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দেশীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি বার্ষিক ৮৫০ মেট্রিক টন পিপিই যেমন- সার্জিকাল ফেস মাস্ক, ফেস মাস্ক-কেএন ৯৫ ও এন-৯৫, সার্জিকাল হ্যান্ড গ্লাভস, সু-কাভার, মপ ক্যাপ, মেডিকেল গাউন, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করবে।

এছাড়া প্রতিষ্ঠানটি ৪ হাজার ৮৫৭ মেট্রিক টন খেলনা বা টয় যেমন- বেবি টয়েজ, রাইডার টয়েজ, স্লিপার টয়েজ, স্পোর্টস টয়েজ, এডুকেশনাল টয়েজ, বিল্ডিং টয়েজ, অ্যালফাবেট টয়েজ, সফট অ্যান্ড হার্ড অ্যানিমাল টয়েজ উৎপাদন করবে। কারখানাটিতে এক হাজার ৯০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজা কমপ্লেক্সে এ চুক্তিটি সম্পন্ন হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং বঙ্গ প্লাস্টিকের চেয়ারম্যান রথেন্দ্র নাথ পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

অন্যদের মধ্যে বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ