করোনাভাইরাস: ভারতে শনাক্ত রোগী ৫০ লাখ ছাড়াল

করোনাভাইরাস: ভারতে শনাক্ত রোগী ৫০ লাখ ছাড়াল
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তাতে দক্ষিণ এশিয়ার এই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে।

গত এক দিনে ১২৯০ জনের মৃত্যু হয়েছে সেখানে। মহামারী শুরু হওয়ার পর ভারতে একদিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা এটি। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ পর্যন্ত ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সুস্থ হওয়া রোগীর হার বেড়ে ৭৮ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

এখন দেশটিতে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জনে।

৬৬ লাখ ৫ হাজার ৭৩৩ জন কোভিড-১৯ রোগী নিয়ে বিশ্বে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে ভারত আর ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন রোগী নিয়ে ব্রাজিল তৃতীয় স্থানে আছে।

১ লাখ ৯৫ হাজার ৯১৫টি মৃত্যু নিয়ে এ তালিকায়ও যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে। ১ লাখ ৩৩ হাজার ১১৯টি মৃত্যু নিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে আর ভারত তৃতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৩৩৩ জন।

একই সময় বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯ লাখ ৩৪ হাজার ৯৮৬।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া