Connect with us

পুঁজিবাজার

ইসলামী ব্যাংকের মালিকানা ছেড়ে দিলো আইসিবি

Published

on

দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে শেয়ার বিক্রি করে বেরিয়ে গেল সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের ২ দশমিক শূন্য ৭ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার ছিল।

একেকটি শেয়ারের দাম ৩২ টাকা ৬০ পয়সা করে গড়ে ১০৯ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে শেয়ারগুলো।

চলতি বছরের মে মাসে হাতে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয় আইসিবি। এরপর ব্যাংকটির পরিচালক পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু তাহের মো. আহমেদুর রহমান।

শেয়ার বিক্রি প্রসঙ্গে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি করা হয়েছে। প্রয়োজন মনে হলে আবারও শেয়ার কিনব।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো দেশবন্ধু পলিমার

Published

on

দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২ অক্টোবর, বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।

আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

আলিফ ইন্ডাস্ট্রিজে একীভূত হচ্ছে আরেক আলিফ

Published

on

দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজে একীভূত হচ্ছে একই খাতের আরেক প্রতিষ্ঠান আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদের পৃথক বৈঠকে একীভূতকরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় প্রতিষ্ঠান একীভূত হওয়ার প্রতিষ্ঠানদ্বয় আলিফ ইন্ডাস্ট্রিজ নামে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে।

তবে ব্যাংক, পাওনাদার ও শেয়ারহোল্ডারদের সম্মতি এবং হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, আলিফ ইন্ডাস্ট্রিজ ২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। এতে কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে এবং বাকি ৫৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

অন্যদিকে আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ৪৬ শতাংশ শেয়ার উদ্যোক্তারা ধারণ করছেন। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

Published

on

দেশবন্ধু পলিমার

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৪টি কোম্পানি সর্বমোট ৩৭ লাখ ৩৮ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজার দর ১৮ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৪ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি সিলভা ফার্মার ১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকার। আর ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১ কোটি ৪১ লাখ ২০ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ৫৪ হাজার, সোনালী লাইফের ৬৪ লাখ ৬৫ হাজার, আইটি কনসালটেন্টসের ৬৩ লাখ ৮৭ হাজার, ইস্টার্ন হাইজিংয়ের ৫৬ লাখ ৫৫ হাজার এবং ফরচুনের ৫০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আলমগীর কবির

Published

on

দেশবন্ধু পলিমার

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর কবির।

রবিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

সূত্র মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা আলমগীর কবিরকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দুলামিয়া কটনের কারখানায় প্রবেশ করতে পারেনি ডিএসই

Published

on

দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলসের কারখানা বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, ডিএসইর প্রতিনিধি দল কোম্পানিটির বর্তমান কার্যক্রম জানতে কারখানা পরিদর্শনে যায়। তবে কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করতে পারেনি।

এর ফলে ডিএসইর প্রতিনিধিরা তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930