Connect with us

কর্পোরেট সংবাদ

কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁর গৃহিণী খাদিজা

Published

on

কৃষিবিদ সীড

এবার ওয়ালটন ফ্রিজ কিনে জাপানি গাড়ি উপহার পেলেন নওগাঁ’র রাণীনগরের গৃহিণী খাদিজা বিবি। মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় খাদিজা বিবিকে ওয়ালটনের ফ্রিজটি কিনে দিয়েছিলো তার ছেলে আল আমিন। সেই ওয়ালটন ফ্রিজেই বদলে গেলো খাদিজা বিবি এবং তার পরিবারের ভাগ্য।

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’তে ঘোষিত বিশেষ ক্রেতাসুবিধার আওতায় এই গাড়িটি ফ্রি পেলেন তিনি। ঈদুল আজহার আগে গাড়ি ফ্রি পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে খাদিজা বিবির পরিবার।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেয়েছেন যশোরের শার্শা উপজেলার আনসার বাহিনীর সদস্য শ্রী রতন লাল বাসফোড় এবং ওয়ালটন এসি কিনে গাড়ি ফ্রি পেয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী মাসুদ করিম।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ঈদুল আজহা উপলক্ষে সিজন-১৮ তে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। এসব সুবিধা থাকছে ১৫ জুলাই।

সোমবার (১২ জুন) বিকেলে রাণীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে খাদিজা বিবির হাতে গাড়ির চাবি তুলে দেন ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. রায়হান, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়ক মামনুন হাসান ইমন।

সেসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ, প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজীউর রহমান পিপিএম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন এবং একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, ৮ সদস্যের পরিবার নিয়ে কালিগাঁও গ্রামে বসবাস খাদিজা বিবির। স্বামী হারিয়েছেন প্রায় ২ বছর আগে। বড় ছেলে আল আমিন একটি পরিবহন কোম্পানিতে চাকরি করে সংসার চালাচ্ছেন। পরিবারে একটি ফ্রিজ খুব প্রয়োজন থাকলেও নগদ টাকার অভাবে কিনতে পারছিলেন না। এরমধ্যে ওয়ালটনের কিস্তি সুবিধার কথা জানতে পেরে মা খাদিজা বিবিকে নিয়ে গত ৬ জুন ওয়ালটন প্লাজা আবাদপুকুর থেকে ৫ হাজার ৫০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে ৪৮ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন আল-আমিন। কেনার পর খাদিজা বিবির মোবাইল নম্বর দিয়ে ক্রয়কৃত ফ্রিজটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটন থেকে গাড়ি ফ্রি পাওয়ার মেসেজ যায়। যা দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন খাদিজার পরিবার।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে খাদিজা বিবির ছেলে আল-আমিন বলেন, গ্রামের বেশিরভাগ পরিবারেই ওয়ালটন ফ্রিজ ব্যবহৃত হচ্ছে। ফ্রিজগুলো দেখতেও খুব সুন্দর। তাই আমিও কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনি। কিন্তু এতো অল্প টাকা দিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে যে এতো দামী একটা গাড়ি ফ্রি পাবো তা কখনো স্বপ্নেও ভাবিনি। আজ গাড়ির চাবি হাতে পেয়ে আমাদের আনন্দের সীমা নেই।

ওয়ালটন প্লাজার সিইও মো. রায়হান বলেন, ওয়ালটন জনগণের প্রতিষ্ঠান। ২০৩০ সালের মধ্যে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে পোঁছাতে এগিয়ে চলছে ওয়ালটন। তারই একটি পদক্ষেপ এই ডিজিটাল ক্যাম্পেইন। এর মাধ্যমে দেশব্যাপী সকল ক্রেতাকে অনলাইন সেবার আওতায় আনা হচ্ছে। ক্যাম্পেইনে দেয়া বিভিন্ন সুবিধার পাশাপাশি কিস্তি ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতা বা পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে তাদেরকে ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। কিস্তি ক্রেতাদের দেয়া সুরক্ষা কার্ডের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গ্রাহকরা ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন।

ডিএমডি হুমায়ুন কবীর বলেন, একটা সময় জাহাজে করে বিদেশি পণ্য দেশে ঢুকতো। আর এখন জাহাজ ভর্তি ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ৪০টিরও বেশি দেশে। দেশ স্বাধীন হয়েছিলো অর্থনৈতিক মুক্তির জন্য। আর সেই অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জনগণের প্রিয় প্রতিষ্ঠান ওয়ালটন।

চিত্রনায়ক ইমন বলেন, দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করতে এসে মানুষের স্বপ্ন পূরণ হওয়ার আনন্দটা আজ নিজ চোখে দেখলাম। গাড়ির চাবি হস্তান্তরের পর ওই মায়ের মুখের হাসিটা আমার মন ছুঁয়ে গেছে। এটা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। ওয়ালটনের সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। ওয়ালটন যে গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করে আজকের অনুষ্ঠান তারই প্রমাণ।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ

ডাটা এজ’র সাথে ব্র্যাক ব্যাংকের বিএসিএইচ ও নিকাশ অ্যাপ্লিকেশন বিষয়ক চুক্তি

Published

on

কৃষিবিদ সীড

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) এবং নিকাশ অ্যাপ্লিকেশনের কাজে নতুন থ্যালেস লুনা এস-৭০০ হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল (এইচএসএম) কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক এবং ডাটা এজ লিমিটেড। এই সিকিউরিটি সলিউশনটি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি আন্তঃব্যাংক ক্লিয়ারিং এবং আর্থিক লেনদেন আরো সহজ করে তুলবে।

গত ১৭ আগস্ট ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম এবং ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়া থ্যালেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এপিজে ক্লাউড প্রোটেকশন অ্যান্ড লাইসেন্সিং ডিপার্টমেন্টের চ্যানেল সেলস ডিরেক্টর আশেশ থানাওয়ালা এবং চ্যানেল লিড সলিউশনটি আর্কিটেক্ট প্রসূন শ্রীবাস্তব।

২০১০ সালে প্রথম স্বয়ংক্রিয় জাতীয় পেমেন্ট অবকাঠামো হিসেবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) প্রতিষ্ঠিত হয়। বিগত ১৩ বছরে আর্থিক লেনদেনের সময় এবং রিস্ক কমিয়ে, পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমে নিজেদের গুরুত্ব স্থাপন করেছে বিএসিএইচ। ম্যানুয়াল ক্লিয়ারিং-এর পরিবর্তে একটি ডিজিটাল ক্লিয়ারিং হাউস নির্মাণের মাধ্যমে এই সিস্টেমটি জীবনকে সহজ করে তুলছে।

চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের সিটিও বলেন, প্রধান সিকিউরিটি সলিউশনের জন্য ডাটা এজ’র সাথে চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই সলিউশনটি নিরাপত্তা বাড়িয়ে ক্লিয়ারিং প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। ফলে গ্রাহকদেরকে অভিজ্ঞতা হবে আরো মসৃণ।

অনুষ্ঠানটিতে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন হেড অব টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট নাজমুস সাকিব জামিল, হেড অব প্রকিউরমেন্ট আমিনুল হক সারোয়ার, সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম কাজী জোনায়েদ-উন-নবী, এবং সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেম আমান উল্লাহ সরকার। এছাড়াও, ডাটা এজ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগদান করেন চিফ বিজনেস অফিসার (সিবিও) অসীম তালুকদার এবং ম্যানেজার অ্যাপ্লিকেশন ইঞ্জি. তাওহিদ জায়েদ বিন জাফর।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ওয়ালটন প্লাজার সহযোগিতায় বিমানে চড়লো জুনায়েদ

Published

on

ওয়ালটন প্লাজার সহযোগিতায় বিমানে চড়লো জুনায়েদ

ভিসা ও পাসপোর্ট ছাড়া নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানের আসন পর্যন্ত যেতে পারলেও আকাশ থেকে পাখির চোখে পৃথিবী দেখার সুযোগ হয়নি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শিশু জুনায়েদ মোল্লার। এবার এই শিশুর স্বপ্ন পূরণে সঙ্গী হয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ঢাকা থেকে বিমানে করে পর্যটন শহর কক্সবাজার এসে ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে শিশু জুনায়েদ মোল্লার। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জুনায়েদের স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন প্লাজা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে চড়ে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় জুনায়েদ। এরপর কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রাখা হয় তাকে।

বিমানে চড়ে কক্সবাজার পৌঁছানোর আনন্দে উচ্ছ্বসিত শিশু জুনায়েদ বলেন, নিরাপত্তা পেরিয়ে বিমানে উঠেছিলাম। কিন্তু আকাশে উড়তে পারিনি। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন প্লাজা। তারা ঢাকা থেকে কক্সবাজারে বিমানে করে নিয়ে আসলেন। আমার খুবই ভালো লেগেছে। আমি ওয়ালটনের প্রতি কৃতজ্ঞ।

ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান জানান, ওয়ালটন প্লাজা ব্যবসার পাশাপাশি সর্বদা বিভিন্ন সামাজিক ও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের প্রয়োজনে তাদের পাশে এসে দাঁড়ায় ওয়ালটন প্লাজা। এরই ধারাবাহিকতায় সারাদেশে চলমান ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় ইতোমধ্যে শতাধিক পরিবারকে ৩২ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ওয়ালটন প্লাজার সহযোগিতায় বিমানে চড়লো জুনায়েদ

দেশব্যাপী আলোচিত জুনায়েদের পরিবারও এসব সুবিধার বাইরে নয়। আমরা যখনই শুনেছি কৃষক ইমরান মোল্লার ছেলে বিমানে চড়ার শখ থেকে এমন কাণ্ড ঘটিয়েছে। আমরা তার শখ পূরণ করার উদ্যোগ নিয়েছি। আমরা এই ছোট্ট ছেলেটির বড় স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হতে দিতে চাইনি। ওর এই বড় স্বপ্ন দেখতে পারার সক্ষমতা চলমান থাকুক। স্বপ্ন পূরণে ওর সঙ্গী হতে পেরে আমরা গর্বিত।

মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদের কৃষক বাবা ইমরান মোল্লা জানান, তার ছেলে আকাশে কোনো বিমান উড়ে যাচ্ছে দেখলে আনমনা হয়ে যেতো। কি ভাবতো সে-ই জানে। তার ছেলের বিমানে চড়ার স্বপ্ন পূরণ করায় ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষকে ধন্যবাদ। জুনায়েদের স্বপ্ন এখন পাইলট হওয়ার। তার সেই স্বপ্ন পূরণে সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই উঠে পড়েছিল জুনায়েদ নামের ওই শিশুটি। পরে জানা যায় বাড়ি থেকে পালিয়ে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছে জুনায়েদ। এরপর থেকেই আলোচনায় রয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের এই শিশুটি। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় জুনায়েদ এবং সেই শখ থেকে বিমানে চড়ার ইচ্ছা তার- এমনটি নিজেই গণমাধ্যমকে জানায় সে।

ইতোমধ্যে গোপালগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ওয়ালটনের একটি রাইস কুকার কেনেন জুনায়েদের কৃষক বাবা ইমরান মোল্লা। এরই ধারাবাহিকতায় কিস্তি ক্রেতা সুরক্ষারনীতির আওতায় কৃষক বাবার শখ পূরণ করতে এগিয়ে আসে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকিকুর রহমান

Published

on

কৃষিবিদ সীড

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকিকুর রহমান। তিনি একইসাথে নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭০৭তম বোর্ড সভায় সবার সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

মো. আকিকুর রহমান ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সোনারপাড়া, নবারুনের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম মো. আজিজুর রহমান এবং মাতা মরহুমা নজিবুন্নেছা।

দেশের অন্যতম সফল ব্যবসায়ী মো. আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত আছেন। তিনি আর এ আর হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশানাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর এর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন।

এছাড়া আকিকুর রহমান যুক্তরাজ্যের আর এ আর ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং ডর্কিং মুসলিম কমিউনিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

অর্থসংবাদ/এমআই

 

 

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের শরীয়াহ পরিপালন বিষয়ক সভা

Published

on

কৃষিবিদ সীড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার বড়গোলা শাখা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. রুহুল আমিন রব্বানী প্রধান অতিথি এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাব্বির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের বগুড়া জোন প্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বগুড়া শাখা প্রধান মো. আফজাল হোসেন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরীয়াহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

শরীয়াহ নীতিমালা নিয়ে আইবিসিএফের প্রশিক্ষণ

Published

on

কৃষিবিদ সীড

ইসলামিক ব্যাংকসমূহের মুনাফা বন্টনের প্রচলিত ২টি পদ্ধতির শরীয়াহ নীতিমালা বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষিত শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দেশের শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে বিএবি কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিসিএফের উপদেষ্টা ও স্ট্যার্ন্ডাড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এসময় তিনি ১৮টি ব্যাংকের ৩৫ জন নির্বাহী ও কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক রির্সাচ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউটের সাবেক প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফা।

কর্মশালায় ৬টি সেশন পরিচালনা করেন বিআইবিএম, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির খ্যাতনামা ইসলামী ব্যাংকার ও শরীয়াহ বিশেষজ্ঞবৃন্দ।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে হাঁটুপানি
রাজধানী4 hours ago

কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীতে হাঁটুপানি

কৃষিবিদ সীড
আবহাওয়া4 hours ago

সুখবর নেই আবহাওয়ার পূর্বাভাসে 

ইন্টারনেটের গতিতে কতটা পিছিয়ে বাংলাদেশ?
টেলিকম ও প্রযুক্তি4 hours ago

ইন্টারনেটের গতিতে কতটা পিছিয়ে বাংলাদেশ?

কৃষিবিদ সীড
আন্তর্জাতিক5 hours ago

ফক্স চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন রুপার্ট মারডক

কৃষিবিদ সীড
জাতীয়5 hours ago

কাল জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

কৃষিবিদ সীড
ক্যাম্পাস টু ক্যারিয়ার5 hours ago

চরম ভোগান্তিতে ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগ

কৃষিবিদ সীড
জাতীয়6 hours ago

অক্টোবরে আসছে আইএমএফ প্রতিনিধিদল

কৃষিবিদ সীড
কর্পোরেট সংবাদ6 hours ago

ডাটা এজ’র সাথে ব্র্যাক ব্যাংকের বিএসিএইচ ও নিকাশ অ্যাপ্লিকেশন বিষয়ক চুক্তি

কৃষিবিদ সীড
টেলিকম ও প্রযুক্তি6 hours ago

এবার লোগো পাল্টে ফেলল ফেসবুক

সুদহার অপরিবর্তিত রাখলো ফেডারেল রিজার্ভ
আন্তর্জাতিক7 hours ago

সুদহার অপরিবর্তিত রাখলো ফেডারেল রিজার্ভ

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930