পুঁজিবাজার
হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
মঙ্গলবার (১৩ জুন) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জোসে মার্সেলিনো উগার্টে এজিএমের সভাপতিত্ব করেন।
সভায় শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে কোম্পানিটির সোনালি দিন ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে লোকসান কাটিয়ে কোম্পানিটি যেভাবে চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ভালো ব্যবসা করেছে, তা যেন অব্যাহত থাকে সে বিষয়ে মতামত তুলে ধরেন।
এদিকে চলতি ২০২৩ হিসাববছরে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির বিক্রি হয়েছে ৫৬৮ কোটি টাকার। এর মধ্যে উৎপাদন খরচ বাদে নিট ব্যবসা হয়েছে ৮৬ কোটি টাকার বেশি। এ সময় কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। এদিকে আগের বছর একই সময় কোম্পানির ব্যবসা হয়েছিল ২৮ কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে ৫৮ কোটি টাকা কম। ফলে সব খরচ বাদে কোম্পানিটির সে সময় লোকসান হয়। কিন্তু এ বছর কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯ টাকা ৮২ পয়সা। সেখান থেকে আগের বছরের লোকসান ২ টাকা ৯৭ পয়সা বাদ দিলে মুনাফা দাঁড়ায় ৬ টাকা ৮৫ পয়সায়।
চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) আগের বছরের তুলনায় ৬ টাকা ৮৪ পয়সা বেশি হয়েছে। সমাপ্ত প্রান্তিকে এনএভি দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯১ পয়সায়, যা আগের বছরে ছিল ৬০ টাকা ৭ পয়সা। এছাড়া আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের পরিমাণও বেড়েছে সাড়ে ৭ টাকার বেশি। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থ দাঁড়ায় ২৭ টাকা ৪৯ পয়সায়, যা আগের বছরে ছিল ১৯ টাকা ৮৪ পয়সা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং এএ২ এবং স্বল্প মেয়াদে এসটি-২।
হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের মানসম্পন্ন সিমেন্টের অন্যতম বৃহৎ উৎপাদনকারী। এটি জার্মানির হাইডেলবার্গ সিমেন্ট গ্রুপের সদস্য। গ্রুপটির সিমেন্ট উৎপাদনে ১৫০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং ৫০টির বেশি দেশে কাজ করছে। বাংলাদেশের রুবি সিমেন্ট এবং স্ক্যান সিমেন্ট নামে ব্র্যান্ড রয়েছে। কোম্পানিটির বর্তমানে জাতীয় ছয়টি প্রকল্প চলমান। এগুলো হলো-কর্ণফুলী টানেল, চট্টগ্রাম মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রকল্প, সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কক্সবাজার রানওয়ে এক্সটেনশন।

যেগুলো শেষ হয়েছে সেগুলো হলো –নিউ মুরিং কনটেইনার টার্মিনাল, পদ্মা বহুমুখী সেতু এবং সিটিজি আউটার সিটি রিং রোড।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
দুই ঘণ্টায় লেনদেন ২১৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। তাতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২১৬ কোটি টাকা। যেখানে গত কার্যদিবসের একই সময়ে ২২৬ কোটি টাকা লেনদেন হয়েছিলো।
বুধবার (৪ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৭ ও ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২১৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০টি কোম্পানির শেয়ার।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
এমটিবির দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) দুই উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে এক উদ্যোক্তা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি এবং এক উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার বিক্রি করবে। বর্তমানে তাদের হাতে এমটিবির ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৪১০টি শেয়ার রয়েছে।
এছাড়া, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী ২১ লাখ ৩৬ হাজার ৩০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের ব্লক মার্কেটে বাজারমূল্যে তারা কেনা-বেচা সম্পন্ন করবেন।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রগতি লাইফের শেয়ার ক্রয়-বিক্রি করবেন চার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চার উদ্যোক্তা কোম্পানিটির শেয়ার ক্রয়-বিক্রির ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে একজন তার হাতে থাকা কিছু শেয়ার বিক্রি করবেন এবং তিনজন শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা এ কে এম রফিকুল ইসলাম ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রি করবেন। বর্তমানে তার হাতে প্রগতি লাইফের ২ লাখ ৭ হাজার ৬৬০টি শেয়ার রয়েছে।
এছাড়া, কোম্পানিটির তিন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এ এস এম মহিউদ্দিন মোনেম ৫০ হাজার, মো. শফিউর রহমান ২০ হাজার এবং সেলিম রহমান ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জের ব্লক মার্কেটে বাজারমূল্যে তারা লেনদেন সম্পন্ন করবেন।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পেনিনসুলা চিটাগাং’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এছাড়া, সভায় সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
প্রসঙ্গত, আগের বছর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আড়াই শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লভ্যাংশ ঘোষণা করলো অ্যাপেক্স স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ অর্থাৎ ২ টাকা করে লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় জুলাই থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫১ পয়সা। যা আগের বছর ৩ টাকা ৪৫ পয়সা ছিলো।
এছাড়া ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৬৪ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।
এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। তাতে মোট মুনাফা থেকে ৮৪ লাখ শেয়ারধারীদের ২ টাকা করে ১ কোটি ৬৮ লাখ টাকা লভ্যাংশ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

এর আগে, ২০২১ ও ২২ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অ্যাপেক্স স্পিনিং।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
ডিএসইতে ১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ১২৪ টাকা ৭০ পয়সায়। বর্তমান কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫২ দশমিক ৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ২৬ শতাংশ শেয়ার। এছাড়াও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার।
অর্থসংবাদ/এমআই