পুঁজিবাজার
মার্কেন্টাইল ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শীট এবং ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ।
বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
এসময় অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড.গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও আলহাজ্ব মোশাররফ হোসেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ।
ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০২২ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২২ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৩ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২.১৭ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭১ টাকা এবং নীট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪.৭৩ টাকা।
উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
কৃষিবিদ সীডের শেয়ার বিক্রি করবে গ্লোরিয়াস ল্যান্ডস

শেয়ারবাজারের এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্ল্যাটফর্ম) তালিকাভুক্ত কৃষিবিদ সীড লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলোপমেন্ট লিমিটেডের কাছে কৃষিবিদ সীডের ৫৩ লাখ ৭০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্য থেকে প্রতিষ্ঠানটি ১০ লাখ শেয়ার বিক্রি করবে। বর্তমান বাজারদর অনুযায়ী এসব শেয়ারের দাম ২ কোটি ২৬ লাখ টাকা।
জানা গেছে, বাজারদর অনুযায়ী ডিএসইর পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার আগামী ৪৫ কার্যদিবসের মাধ্যমে বিক্রি করবে গ্লোরিয়াস ল্যান্ডস।
উল্লেখ্য, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলোপমেন্ট কৃষিবিদ সীডের উদ্যোক্তা পরিচালক।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
ব্লকে ৮২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৭৯টি কোম্পানির সর্বমোট ১ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারদর ৮২ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (২১ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ টাকা। আর ৯ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে সি পার্ল রিসোর্ট।
এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল ৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৪৪ হাজার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৮১ লাখ ৩৫ হাজার, ফু-ওয়াং ফুডের ৯৩ লাখ ৮০ হাজার, বাংলাদেশ ফাইন্যান্সের ৭৮ লাখ ১৮ হাজার এবং বিবিএস ক্যাবলের ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
নতুন সিইও নিয়োগ দিল ইসলামী ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী তিন বছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল খালেক মিয়া। গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আব্দুল খালেক মিয়াকে ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে অনুমোদন দিয়েছে।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ ৯৫ দফা বাড়লো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৯৫ দফা বাড়ানো হলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
সর্বশেষ ৯৪ দফায় গত ৭ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে এক বছর

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। মূলত উৎপাদন ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এই এক বছরের মধ্যে কোম্পানিটি তাদের কারখানা পুনর্গঠন করবে। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি এই সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনও করবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, পুরনো কিছু মেশিনারিজ কোম্পানিটি বিক্রি করবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর মেট্রো স্পিনিংয়ের উৎপাদন ক্ষমতা অন্তত ১১০ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
ডিএসইকে মেট্রো স্পিনিং জানিয়েছে, কারখানা পুনর্গঠনে কোম্পানিটির সময় এক বছর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে। কারখানা পুনর্গঠনের পর পুনরায় বাণিজ্যিক উৎপাদন শুরু হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অবহিত করবে।